স্কুলের শ্রেণিকক্ষ নির্মাণে নিম্নমানের উপকরণ ব্যবহার করা হচ্ছে। এই মর্মে বিডিও-র কাছে অভিযোগ জানিয়েছেন বাসিন্দাদের একাংশ। এই ঘটনার জেরে গত এক সপ্তাহ ধরে বান্দোয়ানের গঙ্গা মান্না উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দু’টি শ্রেণিকক্ষের নির্মাণের কাজ বন্ধ হয়ে রয়েছে।
স্কুল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গঙ্গা মান্না গ্রামের বাসিন্দা নরহরি সিং, ভৃগুরাম মাহাতো, লক্ষীকান্ত মাহাতো-সহ গ্রামের কয়েক জন বাসিন্দা বিডিও-র কাছে অভিযোগ জানান। তাঁদের অভিযোগ, “নিয়ম মেনে কাজ করা হচ্ছে না। তার উপরে নিম্নমানের কাঁচামাল ব্যবহার করা হচ্ছে। অবিলম্বে ওই কাজ যথাযথ ভাবে করার জন্য ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে।” স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রথীন মাহাতোও অভিযোগ করেছেন, “নির্দিষ্ট মানের থেকে সরু লোহার রড দিয়ে ঢালাই করার চেষ্টা হচ্ছিল। স্কুলের পক্ষ থেকে আমরাও ঠিকাদারকে জানাই উপযুক্ত মানের উপকরণ দিয়ে কাজ না হলে দুর্ঘটনা ঘটতে পারে।” তিনি জানান, বান্দোয়ান পঞ্চায়েত সমিতি টেন্ডারের মাধ্যমে জানুয়ারি মাস থেকে ক্লাস ঘর দু’টি নির্মাণের কাজ শুরু করেছে। নির্মাণ সংস্থার তরফে আশিস গুপ্ত অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “নিয়ম মেনে কাজ করা হচ্ছে।”
কিন্তু অভিযোগের জেরে এক সপ্তাহ ধরে ওই নির্মাণের কাজ বন্ধ হওয়ায় স্কুল কর্তৃপক্ষ আতান্তরে পড়েছেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, “এমনিতেই আমাদের শ্রেণিকক্ষের অভাব রয়েছে। তার উপর স্কুলটি উচ্চ মাধ্যমিকে উন্নীত হওয়ায় দু’টি অতিরিক্ত শ্রেণিকক্ষের প্রয়োজন। আমাদের আবেদনে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ ৮ লক্ষ ৩৬ হাজার টাকা মঞ্জুর করে। আমরা চাই যত দ্রুত সম্ভব নিয়ম মেনে ফের নির্মাণ কাজ শুরু করা হোক। বান্দোয়ানের বিডিও মধুসূদন মণ্ডল বলেন, “অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” |