বাড়ি থেকে উদ্ধার হল এক বধূর ঝুলন্ত দেহ। মৃতার নাম শাবন্তী পাওরিয়া(২৭)। বাড়ি নিতুড়িয়া থানার ছাতারকানালি গ্রামে। গত ৮মার্চ নিতুড়িয়ার হারমাড্ডি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে মৃত যমজ সন্তানের জন্ম দেন ওই বধূ। পরিবারের লোকেরা পুলিশকে জানিয়েছেন, এ ব্যাপারে তিনি জানতেন না। সম্প্রতি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরে তা জানতে পারেন। পুলিশের অনুমান, সন্তানের খবর জানার পরে ওই বধূ মানসিক অবসাদে ভুগছিলেন। তারই জেরে বৃহস্পতিবার গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। শুক্রবার পুরুলিয়া সদর হাসপাতালে দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। অন্যদিকে পুকুরের পাশ থেকে শেস নায়েক (২৬) নামে এক রেলকর্মীর দেহ উদ্ধার শুক্রবার। বাড়ি আদ্রার চিলড্রেন পার্ক এলাকায়। আদ্রা ডিভিশনের চতুর্থ শ্রেণির কর্মী ছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে তিনি কাজে যোগ দেওয়ার জন্য বাড়ি থেকে বেরোনোর পরে আর ফেরেননি। শুক্রবার ধোবিবাঁধ পুকুরের পাশ থেকে দেহ উদ্ধার হয়।
|
জলের অভাবে শুক্রবার থেকে মিড-ডে মিলের রান্না বন্ধ হয়ে গেল। কেন্দা থানার অন্তর্গত মহড়া হাইস্কুলের ঘটনা। প্রতিবাদে এ দিন দুপুরে বাসিন্দাদের একাংশ ও পড়ুয়ারা বিক্ষোভ দেখান। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোরঞ্জন মাহাতো বলেন, “আমাদের স্কুলে প্রায় ১২০০ জন পড়ুয়া রয়েছে। কাছাকাছি দু’টি নলকূপটি বিকল হয়ে পড়ায় বাধ্য হয়ে মিড-ডে মিল বন্ধ রাখতে হয়েছে।” তাঁর অভিযোগ, সমস্যার কথা বিডিও-কে জানিয়েও কাজ হয়নি। মানবাজারের বিডিও সায়ক দেব বলেন, “শীঘ্রই সমস্যা মেটানোর চেষ্টা করা হচ্ছে।”
|
মাওবাদী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম জলধর কুমার। আড়শা থানার পলপল গ্রামে তাঁর বাড়ি। বৃহস্পতিবার রাতে সেখান থেকেই পুলিশ তাঁকে গ্রেফতার করে। পুলিশের দাবি, ২০১০-এর ১৭ জুলাই আড়শার মুদালি গ্রামে সিপিএমের এক জেলা পরিষদ সদস্যের বাড়িতে লুঠপাট চালানো ও মাওবাদীদের হয়ে সভা ডাকায় তিনি অভিযুক্ত। শুক্রবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাঁকে ১৪ দিন জেল হাজতে পাঠান।
|
বাসের ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যু হল। মৃতের নাম ফসিউল রহমান খান (৭০)। শুক্রবার সকালে বাঁকুড়া শহরের কাছে পোয়াবাগানে দুর্ঘটনাটি ঘটে। মৃতের বাড়ি নতুনগ্রামে।
|
জুয়ার ঠেকে অভিযান চালিয়ে দু’জনকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার খাতড়ার জামদামোড়ে পুলিশ হানা দিয়ে কিছু টাকা আটক করে। ধৃতেরা হলেন বাবলু মাজি ও শিবু সিংহ। শুক্রবার খাতড়া আদালতে তোলা হলে বিচারক তাঁদের জামিন মঞ্জুর করেন।
|
নিধর্র্রিত দিনে শংসাপত্র না পেয়ে বিক্ষোভ দেখালেন প্রতিবন্ধীরা। শুক্রবার ঘটনাটি ঘটেছে হুড়া ব্লকে। পরে প্রতিবন্ধীরা শংসাপত্র না পাওয়ার জন্য বিডিওর কাছে অভিয়োগ জানিয়েছে। |