l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের শিরোনাম
• ফের উত্তপ্ত সালুয়া
• আজ তৃণমূলের মিছিল
• আগাম জামিনের জন্য আবেদন তাপস চট্টোপাধ্যায়ের
বিস্তারিত...
প
র্যটন শিল্পের দৌলতে অনেক দ্বীপেই এখন তৈরি হয়েছে অবসর যাপনের রসদ।
দ্বীপ বলে যে কেবল সবুজের সমাহার, তা নয়। সমুদ্রের জলে নীলের খেলা, চার
পাশের পাহাড়, কোথাও আদিবাসী সম্প্রদায়ের উপস্থিতি, সঙ্গে সুন্দর রিসর্ট,
সুইমিং পুল। সব মিলিয়ে এক-দু’দিনের ‘প্যাকেজ ট্যুর’-এর সন্ধান
এই সংখ্যায়। সঙ্গে সান ফ্রান্সিসকো ঘোরার ছবি ফোটো শপে।
জিটিএ নিয়ে মোর্চাকে ধৈর্য
ধরার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী
নমিতেশ ঘোষ • দার্জিলিং
প্রেমাংশু চৌধুরী • নয়াদিল্লি
গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ) গঠনের জন্য কেন্দ্রের ছাড়পত্র এখনও না-মেলায় হতাশ ও ক্ষুব্ধ গোর্খা জনমুক্তি মোর্চাকে ‘আর একটু ধৈর্য’ ধরার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দার্জিলিঙে পৌঁছে জিমখানা ক্লাবের হলঘরে এক সভায় তিনি এ কথা বলেন। ঘটনাচক্রে এ দিনই দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম জানিয়েছেন, সরকারি প্রক্রিয়া শেষ করে আগামী দু’চার দিনের মধ্যেই রাষ্ট্রপতির কাছে জিটিএ বিলটি পাঠানো যাবে বলে আশা করা যায়। মুখ্যমন্ত্রী এ দিন জিমখানা ক্লাবের হলঘরের সভায় বলেন, “গত ১০ ফেব্রুয়ারি আমি শিলিগুড়ি এসেছিলাম। তখন রোশন গিরিরা আমাকে সব বলেছেন। আমি সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রীর দফতরে ফোন করেছি। ক’দিন আগে তাঁর সঙ্গে দেখা করেছি। প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, তাড়াতাড়ি রাষ্ট্রপতির সই হয়ে যাবে।”
বিস্তারিত...
মাইক বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ
নিজস্ব সংবাদদাতা • বাগদা
মাধ্যমিক পরীক্ষা চলাকালীন তারস্বরে মাইক বাজানো বন্ধ করতে গিয়ে গ্রামবাসীদের হাতে আক্রান্ত হল পুলিশ। উত্তর ২৪ পরগনার বাগদার উত্তর কুলবেড়িয়া গ্রামে মঙ্গলবার রাতে ওই ঘটনায় তিনজন এস আই-সহ আট পুলিশকর্মী জখম হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। ওই তিন এস আই হলেন মহম্মদ আব্দুল গনি, উৎপলকুমার সাহা ও প্রণবকুমার দে। এঁদের মধ্যে মহম্মদ আব্দুল গনির অবস্থা গুরুতর। তাঁর নাকের হাড় ভেঙে গিয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। জেলার পুলিশ সুপার চম্পক ভট্টাচার্য বলেন, “পুলিশের উপরে হামলার অভিযোগে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলাও রুজু করা হয়েছে। অন্যদিকে গ্রামবাসীদের একাংশের অভিযোগ, পুলিশ নির্দোষ মানুষকে মারধর করে গ্রেফতার করেছে। ঘটনার জেরে পুলিশি ধরপাকড়ের ভয়ে পুরুষেরা গ্রামছাড়া। এলাকায় উত্তেজনা রয়েছে। স্থানীয় বিধায়ক ও মন্ত্রী উপেন বিশ্বাস বলেন, “ঘটনা সম্পর্কে খোঁজ নিচ্ছি। তবে পুলিশ যেমন আইনি ব্যবস্থা নেবে তেমনই দেখতে হবে নিরীহ মানুষ যাতে দুর্ভোগে না পড়েন।”
বিস্তারিত...
অনুপস্থিত বাসকর্মীদের হেনস্থা, অভিযুক্ত তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
ধর্মঘটের দিন বাস না-চালানোয় ওই রাতেই বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা সমস্ত মিনিবাসের চাকার হাওয়া খুলে দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। এ বার বাসচালকদের থেকে জোর করে মুচলেকা লিখিয়ে নেওয়া ও ধর্মঘটের দিন কাজে না-আসায় বাসস্ট্যান্ডের কর্মীদের মারধর করার অভিযোগ উঠল তাদের বিরুদ্ধে। বুধবার এই ঘটনা ঘটেছে হাওড়ার বটানিক্যাল গার্ডেনের মূল ফটকের কাছে। তবে, এই ঘটনা জানতে পারার পরেই জেলার তৃণমূল সভাপতি তথা রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী অরূপ রায় হাওড়া সিটি পুলিশ কমিশনারকে অবিলম্বে ওই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। অরূপবাবু এ দিন বলেন, “এই ঘটনার সঙ্গে যদি কোনও দলীয় কর্মী জড়িত থাকেন, তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। পুলিশকে বলেছি, অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নিতে। এ সব অন্যায় কোনও মতেই বরদাস্ত করা হবে না।” পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে বটানিক্যাল গার্ডেনের স্ট্যান্ডে কাজে এসে বাসচালক ও কর্মীরা দেখেন, স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা মিনিবাস ও ভূতল পরিবহণের সব ক’টি বাসেরই চাকার হাওয়া খোলা। স্ট্যান্ডের সামনেই দলের ঝান্ডা নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল কর্মীরা। এই ঘটনার কথা বাসচালকেরা তাঁদের মালিকদের জানান। মালিকেরা তৃণমূলের স্থানীয় নেতৃত্বের সঙ্গে কথা বলে বাস চালানোর নির্দেশ দেন। অভিযোগ, বাসচালকেরা স্থানীয় তৃণমূল নেতাদের কাছে গেলে ওই নেতারা তাঁদের মুচলেকা দিতে বলেন।
বিস্তারিত...
জল নিয়ে সংঘর্ষ, দুই বোন-সহ গুলিবিদ্ধ ৩
নিজস্ব সংবাদদাতা • হরিশ্চন্দ্রপুর
চাষের জমিতে সেচের জল দেওয়াকে ঘিরে দুই পরিবারের মধ্যে বিবাদ গড়াল গুলি-বোমার সংঘর্ষে। বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ মালদহের হরিশ্চন্দ্রপুর থানার কাতলামারি গ্রামে ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে দুই বোন-সহ তিন জন। বোমার ঘায়ে জখম অন্তত ৬ জন। পারিবারিক বিবাদ হলেও তা নিয়ে শুরু হয়েছে কংগ্রেস-তৃণমূল কাজিয়া। পুলিশ জানায়, অষ্টম শ্রেণির ছাত্রী শুকতারা খাতুন ও তার দিদি, একাদশ শ্রেণির ছাত্রী সিতারার গুলি লাগে। সংঘর্ষের মধ্যে পড়ে হাতে গুলি লাগে তাদের পড়শি কিশোর অরুণ রবিদাসের। সিতারা হরিশচন্দ্রপুর হাসপাতাল এবং শুকতারা ও অরুণ মালদহ জেলা হাসপাতালে ভর্তি। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, আহত দুই বোনের বাবা উনসাহক শেখ এবং ওই গ্রামেরই কংগ্রেস সমর্থক বাসির আলির মধ্যে গোলমাল দীর্ঘদিনের। দু’জনের বিরুদ্ধেই মামলা ঝুলছে। পুলিশের ভয়ে দু’জনই বেশ কিছু দিন ঘরছাড়া ছিলেন। উনসাহক গত পঞ্চায়েত নির্বাচনে সিপিএমের প্রার্থী ছিলেন। বছর খানেক আগে তৃণমূলে যোগ দেন। মাসখানেক আগে বাসির আলির পাম্প জমি থেকে চুরি হয়ে গেলে তিনি উনসাহকের বিরুদ্ধে চুরির অভিযোগ করেন।
বিস্তারিত...
Content on this page requires a newer version of Adobe Flash Player.
অন্তঃসত্ত্বাকে ধর্ষণের চেষ্টা, মৃত্যু গণপ্রহারে
নিজস্ব সংবাদদাতা • দেগঙ্গা
অন্তঃসত্ত্বা এক বধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে পিটিয়ে মারা হল এক ব্যক্তিকে। গণপিটুনির ঘটনায় অভিযুক্ত ওই মহিলার স্বামীকে ধরতে পুলিশ গ্রামে আসে। বাধা দেয় জনতা। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। শেষমেশ অবশ্য গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে। ঘটনাটি দেগঙ্গার সোয়াই-শ্বেতপুর পঞ্চায়েত এলাকার। গ্রামে পুলিশ-র্যাফ মোতায়েন আছে বলে জানিয়েছেন উত্তর ২৪ পরগনার অতিরিক্ত পুলিশ সুপার মেহমুদ আখতার। গত শনিবার এগরার গ্রামে ধর্ষণের চেষ্টার অভিযোগে দু’জনকে পিটিয়ে মারে জনতা। ঘোষপাড়ার বাসিন্দা ওই বধূর পরিবারের অভিযোগ, সোমবার গভীর রাতে এক ব্যক্তি মদ্যপ অবস্থায় ঢুকে পড়েন মহিলার ঘরে। সেই সময়ে তাঁর স্বামীও ছিলেন। অভিযোগ, মহিলাকে ধর্ষণের চেষ্টা করেন ওই ব্যক্তি। মহিলার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন।
বিস্তারিত...
‘
ধর্ষিতা’র পাশে থাকা নেতা
পদে নেই, তরজা তৃণমূলেই
সৌমেন দত্ত • কাটোয়া
কেতুগ্রামে ‘ধর্ষিতা’ ও তাঁর পরিবারের পাশে থাকা বিকাশ মজুমদার দলের ‘ব্লক সভাপতি’ নন বলে জানিয়ে দিল তৃণমূল। যদিও তাঁর ‘অপসারণ’ নিয়ে দলের নেতারা পরস্পরবিরোধী কথা বলছেন। পাশাপাশি, ঘটনার চার দিন পরেও ধর্ষণের অভিযোগে কেউ গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বুধবার বিকেলে কাটোয়ার কংগ্রেস বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করে নিরাপত্তার অভাবের কথা জানিয়েছেন মহিলা। তদন্তের পদ্ধতি নিয়েও এমন কিছু প্রশ্ন উঠেছে, পুলিশের কাছে যার সদুত্তর মেলেনি। মঙ্গলবার মহাকরণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (রাজ্যের পুলিশ ও স্বাস্থ্য দফতর তাঁরই অধীন) মন্তব্য করেন, এই ধর্ষণের ঘটনা ‘সাজানো’ কি না তা তদন্ত করে দেখতে হবে। ১১ বছর আগে বিধবা হওয়া অভিযোগকারিণীর ‘স্বামী সিপিএমের স্থানীয় সমর্থক’ বলেও দাবি করেন তিনি। এলাকায় অবশ্য ওই পরিবারের লোকজন কংগ্রেস ও তৃণমূল সমর্থক বলেই পরিচিত। দুপুরে মেজো ভাসুরের সঙ্গে কাটোয়ায় প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথবাবুর কাছে এসে মহিলা বলেন, “এত দিন শক্ত ছিলাম। কিন্তু মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরে গ্রামের রাস্তায় বেরোতেও লজ্জা করছে। স্কুলে যেতে মেয়েরা ভয় পাচ্ছে। নিরাপত্তার অভাব বোধ করছি।”
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে
ক্ষমতায় ছাত্র পরিষদ
ফরাক্কায় সারানো হয়েছে একটি গেট, চিঠি রাজ্যকে
দক্ষিণবঙ্গ
দুর্ঘটনায় শিশুর মৃত্যুতেও রাজনৈতিক সংঘর্ষ ভাঙড়ে
অনুপস্থিত বাসকর্মীদের
হেনস্থা, অভিযুক্ত তৃণমূল
বর্ধমান
‘হামলা’র বিচার চেয়ে উপাচার্যের দফতরে বিক্ষোভ
বন্ধে বন্ধ পুরসভা,
ক্ষোভের মুখে প্রধান
পুরুলিয়া
বন্ধে স্কুল বন্ধ থাকায়
তালা হুড়ায়
পৃথক দুর্ঘটনায়
মৃত্যু চার জনের
মুর্শিদাবাদ
স্কুলেই এলেন না তৃণমূল
শিক্ষা সেলের সভাপতি
ছিনতাই রুখতে পুলিশের
দাওয়াই সিসিটিভি
মেদিনীপুর
ছুরি কুপিয়ে খুন মেয়েকে
ছাত্রীকে উত্ত্যক্ত, ফের উত্তেজনা সালুয়ায়
কলকাতা
৩১.৭/২১.৪
আজকের দিনে
•
‘সেল্ফ ইনজুরি অ্যাওয়ারনেস’ ডে।
• ১৮৭৩:
টাইপ-রাইটার
আবিষ্কার করলেন ই রেমিংটন।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
কলকাতার কথকতা নিয়ে
প্রতি মাসের ২১ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.