প্রায় তিন দশক পরে এসএফআইয়ের হাত থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ দখল করল ছাত্র পরিষদ। বুধবারের ঘোষিত ফল অনুযায়ী মোট ৮০টি আসনের মধ্যে তৃণমূল ছাত্র পরিষদ পেয়েছে মাত্র একটি। ছাত্র পরিষদের দখলে ৭১টি আসন। ঘটনাচক্রে, এ দিনই দার্জিলিংয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় যে এলাকায়, সেই মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রে এ বার জিতেছেন দার্জিলিং জেলা কংগ্রেস সভাপতি শঙ্কর মালাকার। বিধায়কের দাবি, “শিলিগুড়িতে যে কংগ্রেসই প্রধান রাজনৈতিক শক্তি, তা বিশ্ববিদ্যালয়ের ভোটে ফের প্রমাণ হল। আগামী দিনে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের ব্যাপারে নির্বাচিত প্রতিনিধিরা সব রকম সাহায্য করবেন। আমরাও সহযোগিতা করব।” বিধায়কের ওই মন্তব্যের প্রেক্ষিতে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী তথা জেলা তৃণমূলের সভাপতি গৌতম দেব বলেন, “এ নিয়ে কোনও মন্তব্য করতে চাই না। তবে শঙ্করবাবু শিলিগুড়ির বিভিন্ন কলেজের নির্বাচনের ফলাফল না জেনেই এ কথা বলেছেন।”
এত দিনের ক্ষমতাসীন এসএফআই ২টি আসন দখলে রাখতে পেরেছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছাত্র পরিষদ অবশ্য আগেই ৬১টি আসন জিতে গিয়েছিল। তৃণমূল ছাত্র পরিষদও তাদের একমাত্র আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে। ৬টি আসনে কোনও প্রার্থী ছিলেন না। তাই এই দিন বাকি ১২টি আসনে ভোটাভুটি হয়। ১০টি জেতে ছাত্র পরিষদ। দু’টি পায় এসএফআই। বর্ধমান ও কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদও সম্প্রতি হাত ছাড়া হয়েছে এসএফআইয়ের। দু’টিতেই ক্ষমতায় এসেছে তৃণমূল ছাত্র পরিষদ।
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে আগের ছাত্র সংসদের মেয়াদ শেষ হয়ে যায় বছর খানেক আগেই। বিধানসভা নির্বাচনের জন্য তারপরে নির্ধারিত সময়ে নির্বাচন করা সম্ভব হয়নি। দ্রুত নির্বাচনের দাবিতে আন্দোলনে নামে ছাত্র পরিষদ। তারা অনশনেও বসে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে এর পরে ডিসেম্বরে নির্বাচন করার কথা ঠিক হয়। তবে ছাত্রছাত্রীদের পরীক্ষা এবং নিরাপত্তার কারণে ফের তা বাতিল হয়। পরে বিভিন্ন ছাত্র সংগঠনগুলিকে নিয়ে বৈঠক করে ২৯ ফেব্রুয়ারি নির্বাচনের দিন ঠিক হয়। সেই মতো ২১ ফেব্রুয়ারি মনোনয়নপত্র তোলা এবং ২২ ফেব্রুয়ারি মনোনয়ন জমার দিন ঠিক হয়েছিল। তখনই দেখা যায়, ৬১টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছে ছাত্র পরিষদ। নির্বাচন প্রক্রিয়া নিয়ে এর পরে হাইকোর্টে একটি মামলাও হয়। তৃণমূল ছাত্র পরিষদের তরফে উচ্চ শিক্ষা সংসদেও অভিযোগ জানানো হয়। আজ, বৃহস্পতিবার ছাত্র সংসদ গঠনের জন্য জয়ী প্রার্থীদের ডাকা হয়েছে।
ছাত্র পরিষদের জেলা সভাপতি অমিত তালুকদার-সহ রোনাল্ড দে, বিশ্ববিদ্যালয় ইউনিটের দায়িত্বে থাকা মুক্তিনাথ শর্মারা জয়ে উচ্ছ্বসিত। ছাত্র পরিষদের নেতা অভিজিৎ রায়চৌধুরী বলেন, ‘‘এই জয় ঐতিহাসিক।” তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি নির্ণয় রায় বলেন, “বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচনের নামে প্রহসন হয়েছে। উপাচার্য যে ভাবে নির্বাচন করালেন তাতে প্রমাণ হয় তিনি নিরপেক্ষ নন। আমরা এর শেষ দেখব।” এসএফআইয়ের দার্জিলিং জেলা সম্পাদক সৌরভ দাসও বলেন, “নির্বাচন প্রক্রিয়া নিয়ে আমাদেরও প্রশ্ন আছে।” |