৮ বড় জাতের এক হরিণ,
পৌরাণিক অসুরও।
৯ বছরের শেষের হিসাবনিকাশ।
১০ দেবমন্দিরের সামনে
যে ঘরে নাচগান হয়।
১১ বর্জিত, বিহীন, বিবেক— ।
১২ কার্তিকের হাতে নিহত
অসুর, পারকর্তা।
১৪ নখ ডোবানো জল।
১৫ যমুনা নদীর যে নাগকে
শ্রীকৃষ্ণ দমন করেছিলেন।
১৬ অনেকে টাক ঢাকতে
যা ব্যবহার করে।
১৭ দেখা, ঝাঁকি— ।
১৮ ননি, মাখন।
২০ যা থাকলে কাজ সুষ্ঠুভাবে হয়।
২২ বজ্রপাত।
২৪ কলকল শব্দ।
২৬ শূলের অগ্রভাগ।
২৭ অন্যতম রবীন্দ্র নাট্যকাব্য।
২৮ পূজিতা।
২৯ বশে নেই এমন।
৩০ উগ্রগন্ধী সাদা কন্দ।
৩২ অজ্ঞাতবাসকালীন সহদেবের নাম।
৩৪ গিরিরাজ-তনয়া, পার্বতী।
৩৫ অনাবশ্যক, প্রয়োজন নেই এমন।
৩৬ চণ্ডিকাদেবীর এক রূপ, কালী। |
|
১ জাহাজের খালাসি, লোক— ।
২ ‘বাজে করুণ সুরে হায় দূরে
তব পন্থবীণা’।
৩ সাড়হীনতা।
৪ “বীরকুলগ্লানি,
— তুই! শত ধিক তোরে
রাবণনন্দন আমি, না ডরি শমনে”।
৫ কানে কানে কথা বলা।
৬ কবিকঙ্কণ মুকুন্দরাম বর্ণিত
দুর্গার এক রূপ।
৭ শরৎকালীন।
১৩ কর্মনিপুণতা।
১৬ পশুদলের পোষক
ও রক্ষণাবেক্ষক।
১৮ নখস্পৃষ্ট।
১৯ শান্তিনিকেতনের
চারুকলা শিক্ষালয়।
২১ যে ভূসম্পত্তি
পত্তন নেওয়া হয়েছে।
২২ অগ্রসর নয় এমন।
২৩ যে তথ্য জোগাড় করে।
২৫ যার তীরে মাইকেলের জন্মভিটে।
২৬ ‘সহোদর রক্ষশ্রেষ্ঠ—
কুম্ভকর্ণ? ভ্রাতৃপুত্র বাসববিজয়ী’।
২৮ উন্নতি-র বিপরীত।
২৯ পৃথিবীপতি, ঈশ্বর।
৩১ পাহাড়ি নদী।
৩৩ যে কাল বা যুগ চলছে। |