আজকের শিরোনাম
ফের উত্তপ্ত সালুয়া
সালুয়ায় সিআইএফ ও ইএফআর সংঘর্ষ। শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ঝামেলা বাধে। পরিস্থিতি সামাল দিতে সেখানে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। ঘটনাস্থলে পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়া হয়। যার ফলে আহত হন ১২ জন পুলিশকর্মী। আগুন ধরিয়ে দেওয়া হয় সিআইএফ ক্যাম্পে।

আজ তৃণমূলের মিছিল
কাল যাদবপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মিছিলের পরে আজ সেখানেই পাল্টা মিছিল তৃণমূলের। গতকাল রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, আজ বিকেল ৫.৩০টায় যাদবপুরের ৮বি বাস স্ট্যান্ড থেকে গাঙ্গুলিবাগান পর্যন্ত মিছিল করবেন তারা। তিনি বলেন, সিপিএমের সন্ত্রাস ও উন্নয়নের লক্ষ্যে হবে এই শান্তি মিছিল। মিছিলের নেতৃত্ব দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও থাকবেন তৃণমূলের প্রথম সারির নেতারা।

আগাম জামিনের আবেদন তাপস চট্টোপাধ্যায়ের
রাজারহাটে ‘সংঘর্ষে’র ঘটনায় রাজারহাট-গোপালপুর পুরপ্রধান সিপিএমের তাপস চট্টোপাধ্যায়ের আগাম জামিনের আবেদন করলেন। বারাসাত আদালতে এই আবেদন মঞ্জুর হয়েছে। আগামী ১২ মার্চ এই আবেদনের ভিত্তিতে শুনানি হবে বলে জানিয়েছেন তাঁর আইনজীবীরা। প্রসঙ্গত, বনধের দিনে ‘সংঘর্ষে’ জড়িত থাকার অভিযোগে তাপস চট্টোপাধ্যায়ের নাম প্রকাশ্যে আসে। তাঁর গ্রেফতারের দাবিতে ও এলাকায় সিপিএমের তথাকথিত ‘সন্ত্রাসে’র বিরুদ্ধে আগামী রবিবার তৃণমূলের সন্ত্রাসবিরোধী মিছিল হবে। মিছিলের নেতৃত্ব দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়।

বাঁকুড়া ধর্ষণ-কাণ্ডে গ্রেফতার
বাঁকুড়া মেডিক্যাল কলেজে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত হাউসস্টাফ রামকৃষ্ণ সরকারকে গ্রেফতার করা হল। তাঁকে আজ বাঁকুড়া আদালতে তোলা হবে। ঘটনার শিকার সেই মূক ও বধির তরুণীকেও আদালতে তোলা হবে। আদালতে তাঁর সঙ্গে থাকবেন একজন দোভাষী।

সাংবাদিক নিগ্রহে সাসপেন্ড অভিযুক্ত
সাংবাদিক নিগ্রহে অভিযুক্ত সাসপেন্ড। গত মঙ্গলবার বনধের দিনে স্টার আনন্দের সাংবাদিককে নিগ্রহের অভিযোগে সাসপেন্ড হলেন মেটিয়াবুরুজ থানার কনস্টেবল তারক দাস। তাঁর বিরদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তারক দাসের বিরুদ্ধে ডিসি-কে রির্পোট দেন যাদবপুরের ওসি।

দুর্গম এলাকার নির্দেশিকার স্থগিতাদেশ
রাজ্য স্বাস্থ্য দফতরে দুর্গম এলাকার নির্দেশিকার উপরে স্থগিতাদেশ বহাল রাখল কলকাতা হাইকোর্ট। মূল মামলার নিষ্পত্তি না হলে নম্বর কোটার সুবিধা পাবেন না ডাক্তারেরা।

যুবির দ্বিতীয় কেমো শেষ
যুবরাজের দ্বিতীয় কেমোথেরাপি শেষ। তাঁর শারীরিক অবস্থার কথা টুইট করে জানালেন তিনি। তিনি আরও জানিয়েছেন কেমোর পর তাঁর দুর্বলতা রয়েছে। যুবির আশা আগামী দিনে তাঁর অবস্থার উন্নতি হবে। ৭ মার্চ ফের স্ক্যান হবে তাঁর। ডাক্তারদের মতে, মে মাসে মাঠে ফিরতে পারেন যুবরাজ। মার্চের শেষ সপ্তাহ পর্যন্ত তাঁর চিকিৎসা চলবে।

হাসপাতালে বিদুৎ বিভ্রাট
রায়গঞ্জের হাসপাতাল গতকাল সন্ধ্যা থেকেই বিদুৎহীন। কেবল ফল্টের জন্য এই বিভ্রাট। হাসপাতালের জল সরবরাহ ব্যবস্থা ব্যাহত হয়েছে। এর ফলে নাকাল হতে হচ্ছে হাসপাতালের রোগীদের। আজ সকাল ১১টা নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।

মঙ্গলকোটে তৃণমূল নেতা খুন
কাল বর্ধমানের মঙ্গলকোটে দুষ্কৃতীদের হামলায় জখম হন তৃণমূলের কচি শেখ। গতকালই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর। নিহতদের পরিবার থেকে অভিযোগ, তৃণমূলের গোষ্ঠীর অন্যান্য নেতারাই কচি শেখকে খুন করেছেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.