l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের শিরোনাম
• কেরলে মৃত ২ মত্স্যজীবী
• লন্ডন অলিম্পিকে স্পনসর থাকছে ডাও কেমিক্যালস
• এনআরএইচএম কেলেঙ্কারি: সন্দেহজনক মৃত্যু কর্মীর
বিস্তারিত...
মাঝ-মাসের হাওয়াবদলে শীত চলে যাওয়ার আগে আরও এক বার
‘আপনার রান্নাঘরে’
শীতের সব্জিতে ঘটুক
‘স্বাদবদল’
। এ বার
‘সংবাদের হাওয়াবদল’
-এ থাকছে নতুন নতুন চমক, মুঠোয় ভরা খবর থেকে মকর সংক্রান্তির ফোটো গ্যালারি।
পরিচালন সমিতিতে দলীয় নেতা,
বিক্ষোভে টিএমসিপি
নিজস্ব সংবাদদাতা • চন্দননগর
শিক্ষাক্ষেত্রকে দলতন্ত্র মুক্ত করার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ, তাঁর দলের বিধায়ককেই কলেজের পরিচালন সমিতিতে সরকারি প্রতিনিধি করে পাঠানো হয়েছে। সরকারি এই সিদ্ধান্তে ‘দলতন্ত্রের ছায়া’ দেখা যাচ্ছে অভিযোগে বুধবার দিনভর চন্দনগরের খলিসানি কলেজের গেটে বিক্ষোভ-অবরোধ করলেন পড়ুয়ারা। নেতৃত্বে তৃণমূলেরই ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি)। টিএমসিপি-র কলেজ শাখার সভাপতি পিঙ্কু শর্মার অভিযোগ, “এই কলেজে দলের ঘোষিত নীতির বিরুদ্ধেই কাজ করা হল। মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, কোনও ভাবেই তিনি শিক্ষাক্ষেত্রে দলতন্ত্র বরদাস্ত করবেন না। কিন্তু আমাদের কলেজে সেই নীতি লঙ্ঘিত হয়েছে। সে জন্যই কোনও পতাকা ছাড়াই সব সংগঠনের পক্ষ থেকে এ দিন বিক্ষোভ করা হয়।” বস্তুত, টিএমসিপি-র নেতৃত্বে এ দিনের বিক্ষোভে এসএফআই এবং ছাত্র পরিষদও সামিল হয়। সকাল ১০টা থেকে কলেজের গেটে রীতিমতো বেঞ্চ পেতে বসে পড়েন ছাত্রছাত্রীরা। গেট থেকে শিক্ষকেরা ফিরে যান। পঠন-পাঠন লাটে ওঠে।
বিস্তারিত...
দুষ্কর্ম বাড়ছে, প্রশাসনের ভূমিকায় ক্ষোভ
বরুণ দে • মেদিনীপুর
এত দিন এমন বেপরোয়া-কাণ্ড পাশের রেলশহর খড়্গপুরে একাধিক বার ঘটলেও অনেকটাই নিরুপদ্রব ছিল মেদিনীপুর। সেই নিশ্চিন্তি এ বার ভেঙে চুরমার হওয়ার উপক্রম হয়েছে শহরবাসীর। দিনে দিনে আইনশৃঙ্খলার ক্রমেই অবনতি এক ধরনের নিরাপত্তাহীনতা তৈরি করছে শহরবাসীর মনে। আইনশৃঙ্খলা রক্ষার প্রশ্নে প্রশাসনের বিরুদ্ধে ‘ব্যর্থতা’র অভিযোগ উঠতে শুরু করেছে। প্রধান শাসকদলের বিরুদ্ধেও ধোঁয়াচ্ছে ক্ষোভ। সকালবেলায় কেরানিতলার গুলি-কাণ্ড নিয়েই বুধবার দিনভর আলোচনা চলেছে রাস্তার মোড়ে মোড়ে। যে আলোচনা জুড়ে উদ্বেগ আর সংশয়। শহর মেদিনীপুরও কি তা হলে দুষ্কৃতীদের ‘নিরাপদ’ ডেরা হয়ে উঠছে? এখানেও কি এ বার প্রকাশ্যে বন্দুক নিয়ে ঘুরে বেড়াবে অচেনা যুবকের দল? অজানা আশঙ্কায় দিন কাটাতে হবে? বুধবারের পর এই সব প্রশ্নই ঘুরেফিরে আসছে। কেরানিতলার ঘটনার পর যে শহরের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে, তা মানছেন মেদিনীপুরের উপ-পুরপ্রধান এরশাদ আলিও। তাঁর কথায়, “এই শহরে এ ধরনের ঘটনা ভাবাই যায় না। প্রকাশ্যে গুলি ছুড়ে দুষ্কৃতীরা পালিয়ে গেল। কাউকে ধরা গেল না! শহরবাসীর উদ্বেগ স্বাভাবিক।”
বিস্তারিত...
সহপাঠীকে ‘মারধর’, অনশনে প্রতিবন্ধীরা
নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া
এ বার এক দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রকে মারধর করার অভিযোগ উঠল মানভূম দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষায়তনে। ওই ঘটনার প্রতিবাদে প্রহৃত পড়ুয়ার সহপাঠীরা বুধবার ফের অনশন শুরু করেছে। এর আগে পাঠ্যক্রম শুরু করতে দেরি, ‘ব্রেল’ পদ্ধতিতে পড়ার সরঞ্জাম না পাওয়া-সহ একাধিক অভিযোগে গত শনিবার থেকে স্কুলে তালা দিয়েছিল ছাত্রছাত্রীরা। এ বার ওই সব অভিযোগের পাশাপাশি এক ছাত্রকে মারধর করার অভিযোগ তুলে এ দিন থেকে অনশন শুরু করেছে পড়ুয়ারা। তবে প্রশাসনের বক্তব্য, স্কুলে তালা দিতে যেমন ছাত্রদের প্ররোচিত করা হয়েছিল, অনশনের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। পুরুলিয়া ১ ব্লকের বোঙ্গাবাড়িতে দৃষ্টি প্রতিবন্ধীদের ওই স্কুলে সমস্যা দীর্ঘদিনের। এর আগেও বহু বার তালা দেওয়ার ঘটনা ওই স্কুলে ঘটেছে। এই বার ছাত্র-ছাত্রীদের অভিযোগ, জানুয়ারি মাসে শিক্ষাবর্ষ শুরু হলেও ওই মাসে ক্লাস কার্যত হয়নি। ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু হয়েছে। কিন্তু মেলেনি ব্রেইল পদ্ধতিতে পড়ার সরঞ্জাম।
বিস্তারিত...
পড়ুয়াদের জন্য সাংস্কৃতিক মঞ্চ
গড়তে দান অবসরপ্রাপ্ত শিক্ষকের
সীমান্ত মৈত্র • গোবরডাঙা
আপন সংস্কৃতিকে মনপ্রাণ দিয়ে ভালবাসার শিক্ষা পেয়েছিলেন মায়ের কাছে। কর্মজীবনে শিক্ষকতা করতে গিয়ে সেই শিক্ষাকেই ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে গিয়েছেন। কিন্তু তবু যেন কোথাও একটা অপূর্ণতা মনকে নাড়া দিত। আরও কিছু বোধহয় করা প্রয়োজন। মনের সেই তাগিদ থেকেই প্রায় ৪ লক্ষ টাকা খরচ করে নিজের স্কুলে সাংস্কৃতিক মঞ্চ গড়ে দিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক অসীম মুখোপাধ্যায়। যে কাজে তাঁকে এগিয়ে যেতে সাহায্য করেছেন স্ত্রীও। বুধবার উত্তর ২৪ পরগনার গোবরডাঙায় শ্রীচৈতন্য বিদ্যালয়ে (উঃমাঃ) ওই সাংস্কৃতিক মঞ্চের উদ্বোধন হল। গোবরডাঙা স্টেশন রোডের বাসিন্দা অসীমবাবু দীর্ঘ ৩৩ বছর শিক্ষকতা করার পরে ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে শ্রীচৈতন্য বিদ্যালয় (উঃমাঃ) থেকে অবসর নেন। এলাকায় গোপালবাবু হিসাবেই তাঁর অধিক পরিচিতি। সাংস্কৃতিক মঞ্চের জন্য নিজের এই দানকে অবশ্য ‘দান’ বলতে রাজি নন অসীমবাবু। বরং নিজেকে সংস্কৃতির একজন সাধারণ অনুরাগী বলতেই সচ্ছন্দ তিনি।
বিস্তারিত...
টুকতে বাধা, পুলিশকে মারধর হাসনাবাদে
নিজস্ব সংবাদদাতা • হাসনাবাদ
পরীক্ষায় নকল করতে বাধা দেওয়া যাবে না বলে দাবি উঠেছিল। যাকে কেন্দ্র করে বুধবার দুপুরে হাসনাবাদের টাকি উত্তরপল্লি হাইস্কুলে ভাঙচুর চালায় জনতা। পুলিশ কর্মীদের মারধর করা হয়। জখম তিন পুলিশ কর্মীকে ভর্তি করা হয়েছে টাকি গ্রামীণ হাসপাতালে। পুলিশ পাল্টা লাঠি চালালে কয়েক জন জখম হয়েছেন বলে অভিযোগ। যদিও লাঠি চালানোর কথা স্বীকার করেনি পুলিশ। কড়া নিরাপত্তায় পরীক্ষা অবশ্য হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের এ দিন ছিল মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা। বসিরহাট মহকুমার ১৬২ জন পরীক্ষার্থীর সিট পড়েছিল টাকির স্কুলটিতে। দুপুরে পরীক্ষা শুরুর আগে থেকেই স্কুলের বাইরে পরীক্ষার্থীদের আত্মীয়-স্বজনেরা ভিড় করেছিলেন। স্কুল সূত্রের খবর, ব্যাপক টোকাটুকি চলছিল। বহিরাগতেরা সেই অনৈতিক কাজে সাহায্য করছিলেন পরীক্ষার্থীদের। প্রতিবাদ করলে শিক্ষকদের সঙ্গে বচসা বাধে অন্য পক্ষের। স্কুল কর্তৃপক্ষ পুলিশের দ্বারস্থ হন। কিন্তু পরীক্ষা কেন্দ্রে সে সময়ে মাত্র দু’জন পুলিশ কর্মী ছিলেন। তাঁদের প্রতিবাদ ধোপে টেঁকেনি।
বিস্তারিত...
দেড়শো বছর পুরনো মুদ্রা মিলেছে গোঘাটে
নিজস্ব সংবাদদাতা • গোঘাট
গোঘাটের কাঁঠালি গ্রাম থেকে উদ্ধার হওয়া তামার কলসিভরা মুদ্রাগুলি ব্রিটিশ আমলের বলে জানিয়েছে রাজ্যের পুরাতত্ত্ব বিভাগ। গোঘাট থানার হেফাজতে থাকা ওই মুদ্রাগুলির পুরাতাত্ত্বিক মূল্য বুধবার খতিয়ে দেখেন রাজ্যের পুরাতত্ত্ব বিভাগের উপ-অধিকর্তা অমল রায়। অমলবাবু বলেন, “মোট ২১ ধরনের চারটি মাপের ১৩০টি মুদ্রা পাওয়া গিয়েছে। বিভিন্ন মুদ্রার গায়ে ১৮৪০ সাল থেকে ১৯১৩ সাল খোদাই করা রয়েছে। অর্থাৎ, এগুলি ব্রিটিশ আমলের। তার মধ্যে বড় মুদ্রাগুলি রুপোর। ছোট মুদ্রাগুলিতে আপাত দৃষ্টিতে রুপোর সঙ্গে খাদ রয়েছে বলে মনে হয়েছে।” তিনি বলেন, “এই মুদ্রাগুলি খুবই উৎকৃষ্ট মানের। ওজনের হেরফের নেই। তবে সেগুলি কোন টাঁকশালের তা আমরা খতিয়ে দেখছি।” গত শুক্রবার কাঁঠালি গ্রামের দিনমজুর অনিল নন্দী তাঁদের পুরনো বাড়ি ভেঙে নতুন বাড়ি তৈরি করতে ভিত খোঁড়াচ্ছিলেন।
সেই সময়ে একটি তামার কলসিতে মুদ্রাগুলি মেলে। ওই গর্তেই দু’টি গোখরো সাপ থাকায় ‘যখের ধন’ মিলেছে বলে শোরগোল পড়ে যায় এলাকায়। গোঘাট-১ এর বিডিও জয়ন্ত মণ্ডল ঘটনাস্থলে পুলিশ নিয়ে যান।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
রায়গঞ্জ দমকল কেন্দ্রে পরিকাঠামো উন্নয়নে প্রস্তাব
ডুয়ার্স শাখা ভাঙল মোর্চা
দক্ষিণবঙ্গ
দু’টি আইটিআই
কলেজের শিলান্যাস
অটো চালককে মারধরের
ঘটনায় অভিযুক্তেরা অধরা
বর্ধমান
কাটোয়ায় ঘর গোছাতে
চায় দ্বন্দ্বে দীর্ণ তৃণমূল
নির্মীয়মাণ প্রকল্পে ঠিকা
শ্রমিকদের সংঘষর্, জখম ৬
পুরুলিয়া
বন্ধ বাড়িতে সংজ্ঞাহীন
মা-মেয়ে, নিখোঁজ বাবা
মারধরে অভিযুক্ত দুই
কলেজ পড়ুয়া
মুর্শিদাবাদ
পুরসভায় দুর্নীতির
নালিশ তৃণমূলের
কাজ ফেলে ভোজ প্রশাসনিক ভবনে
মেদিনীপুর
কাজ করেও মেলেনি
মজুরি, নালিশ চন্দ্রিতে
ব্যস্ত রাজপথে গুলিবিদ্ধ যুবক, উদ্বেগ সদর শহরে
কলকাতা
৩১.৬/২০.৩
আজকের দিনে
•
১৯২৩
:
তুতানখামুনের
সমাধিস্থল
আবিষ্কার
করলেন
হাওয়ার্ড
কার্টার।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
প্রতি মাসের ২১ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.