দলের ডুয়ার্স শাখা ভেঙে দিল গোর্খা জনমুক্তি মোর্চা। বুধবার মোর্চার সভাপতি বিমল গুরুঙ্গের উপস্থিতিতে কালিম্পঙের কুমাইয়ে ডুয়ার্স শাখার বৈঠক হয়। আদিবাসী বিকাশ পরিষদের বহিষ্কৃত নেতা জল বারলার সঙ্গে মোর্চা নেতাদের একাংশের ঘনিষ্ঠতা নিয়ে সম্প্রতি ডুয়ার্স কমিটির অধিকাংশ সদস্য প্রশ্ন তুলেছিলেন। তার জেরেই ওই কমিটি ভাঙা হল বলে মোর্চা সূত্রে জানা গিয়েছে। এই ব্যাপারে আজ, বৃহস্পতিবার গরুবাথানে ফের বৈঠক ডাকা হয়েছে বলে মোর্চা সূত্রে জানা গিয়েছে। গত ৮ ফেব্রুয়ারি সিপচুতে জন বারলা মোর্চার সভায় হাজির হওয়ায় বেশ কয়েকজন এই ব্যাপারে প্রশ্নও তোলেন। ওই সভায় গরহাজির নেতাদের সম্পর্কে জনসভাতেই সমালোচনা করেন গুরুঙ্গ। সাফ জানিয়ে দেন, ডুয়ার্সে তাঁরা আদিবাসীদের সঙ্গে নিয়ে চলতে চান। ডুয়ার্স শাখার অনেকেই যে তা মানতে চাইছেন না সে কথাও স্বীকার করেছিলেন। এদিন বৈঠকের পরে মোর্চা সভাপতি সংবাদ মাধ্যমের সামনে কোনও মন্তব্য না-করলেও ডুয়ার্স শাখার নেতা মধুকর থাপা বলেন, “এদিনের বৈঠকে ডুয়ার্স কমিটি ভেঙে দেওয়া হয়েছে। আপাতত দলের কেন্দ্রীয় কমিটি ডুয়ার্সে দলের কাজকর্ম পরিচালনা করবে।” মোর্চা সূত্রে জানা গিয়েছে, এদিনও দলের বিক্ষুব্ধরা বৈঠকে যোগ দেননি। পশ্চিম ডুয়ার্সের মোর্চা সভাপতি বিনোদ ঘাতানি বলেন, “ডুয়ার্স কমিটি ভেঙে দিয়ে কেন্দ্রীয় কমিটির মাধ্যমে ডুয়ার্সের সংগঠন চালানো হবে। এ ব্যাপারে মোর্চা সুপ্রিমোর সঙ্গে গরুবাথানের পারিজাত বাংলোয় বৃহস্পতিবার ফের বৈঠক হবে।” এদিকে, এদিন কুমাইয়ে সাংবাদিক বৈঠক করেন জিএলপি প্রধান কর্নেল আলে। তিনি সিপিএম নেতা অশোক ভট্টাচার্যের সমালোচনা করেন। তিনি বলেন, “অশোকবাবু বিমল গুরুঙ্গকে মাওবাদী নেতা কিষেনজির সঙ্গে তুলনা করছেন। এর ফলে পাহাড়ে অসন্তোষ ছড়াচ্ছে। এই ধরনের মন্তব্যে শান্তি বিঘ্নিত হলে তিনিই দায়ী থাকবেন।” |