নির্মীয়মাণ প্রকল্পে ঠিকা শ্রমিকদের সংঘষর্, জখম ৬
নির্মীয়মাণ ‘আইকিউ সিটি’তে ঠিকাশ্রমিক নিয়োগ নিয়ে বচসার জেরে দুর্গাপুরে হাতাহাতিতে জড়িয়ে পড়ল দুই গোষ্ঠী। উভয় পক্ষই নিজেদের আইএনটিটিইউসি-র লোক বলে দাবি করেছে। বুধবার এই সংঘর্ষে দুই পক্ষের তিন জন করে জখম হন। দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে।
২০০৬ সালের ফেব্রুয়ারিতে বিজড়ায় ‘নলেজ অ্যান্ড হেলথ সিটি’ প্রকল্পের শিলান্যাস করেছিলেন তৎকালীন শিল্পমন্ত্রী নিরুপম সেন। কিন্তু নানা জটিলতায় কাজ শুরু হতে বিলম্ব হয়। শেষ পর্যন্ত গত বছর জোরকদমে নির্মাণ কাজ শুরু হয়। প্রকল্পের অন্যতম কর্ণধার বিপিন ভোরা জানিয়েছেন, নির্দিষ্ট মূল্য দিয়ে এডিডিএ-র থেকে একশো একর জমি নেওয়া হয়েছে। অর্ধেক জমিতে হাসপাতাল, মেডিক্যাল কলেজ, নার্সিং কলেজ ইত্যাদি গড়া হবে। বাকি জমিতে হবে আবাসন, মার্কেট কমপ্লেক্স, প্রেক্ষাগৃহ, সুইমিং পুল। মোট লগ্নির পরিমাণ প্রায় হাজার কোটি টাকা বলেও তিনি দাবি করেন।
এ দিন ওই প্রকল্পে ঠিকা শ্রমিকের কাজ পেতে আইএনটিটিইউসি-র এক গোষ্ঠীর নেতৃত্বে গিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। সেই সময়েই অপর এক গোষ্ঠী গিয়ে তাঁদের উপরে চড়াও হয় বলে অভিযোগ। প্রকল্প কর্তৃপক্ষ এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। আইএনটিটিইউসি অনুমোদিত আইকিউ সিটি কন্ট্রাক্টার্স ওয়ার্কার্স ইউনিয়নের প্রতিনিধি দীপক ঠাকুরের অভিযোগ, “নিখিল নায়েকের দল আমাদের লোকজনের উপরে হামলা চালিয়েছে। তিন জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।” নিখিলবাবুর পাল্টা অভিযোগ, তাঁর পক্ষের লোকজন কাজ চাইতে গেলে অন্য গোষ্ঠী হামলা চালায়। এর ফলে তাঁদের পক্ষের তিন জন জখম হয়েছেন। দীপকবাবু অবশ্য নিখিলবাবুকে আইএনটিটিইউসি নেতা বলেই মানতে চাননি। তাঁর বক্তব্য, ‘আইকিউ সিটি’তে এক মাত্র তাঁদের সংগঠনই তৃণমূল প্রভাবিত শ্রমিক সংগঠনের অনুমোদিত। একই কথা জানিয়েছেন আইএনটিটিইউসি-র জেলা সভাপতি প্রভাত চট্টোপাধ্যায়ও। তিনি বলেন, “আইএনটিটিইউসি-র নাম নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হয়েছে।” তবে নিখিলবাবুর দাবি, এলাকাবাসী তাঁকেই সমর্থন করছেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.