একশো দিনের কাজে গতি, দাবি
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
জেলায় ১০০ দিনের প্রকল্পে গতি এসেছে বলে দাবি করলেন জেলাশাসক ওঙ্কার সিংহ মিনা। একটি বিজ্ঞপ্তিতে তিনি জানিয়েছেন, এ পর্যন্ত ১১৫ লক্ষ শ্রম দিবস তৈরি হয়েছে। এই প্রকল্পে খরচ করা হয়েছে ২২৬ কোটি টাকা। কাজ পাওয়ার গড় দাঁড়িয়েছে ৪০-এ। আগে এই কাজে নিযুক্ত শ্রমিকদের সংখ্যা ছিল ১ লক্ষ ৪৭ হাজার। গত ১৪ ফেব্রুয়ারি তা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৮৭ হাজারে। প্রায় সাত হাজার নতুন শ্রমিককে এই কাজে নিযুক্ত করা সম্ভব হয়েছে। প্রকল্পে যোগদানকারী শ্রমিকের সংখ্যা এই সপ্তাহের শেষে দু’লক্ষ ছাড়িয়ে যাবে বলেই তাঁর আশা। জেলাশাসকের দাবি, সেক্ষেত্রে বর্ধমানই হবে রাজ্যের প্রথম জেলা, যেখানে ১০০ দিনের প্রকল্পে নিযুক্ত শ্রমিকের সংখ্যা ২ লক্ষ পেরিয়ে যাবে। উল্লেখ্য, মাত্র কয়েক দিন আগেই জেলা ভিজিল্যান্স অ্যান্ড মনিটরিং কমিটির বৈঠকের পরে কমিটির চেয়ারম্যান মুকুল রায় জানিয়েছিলেন, এক মাস আগে ১০০ দিনের প্রকল্পে গড়ে ৩২ দিন কাজ দেওয়া হয়েছে জেলায় এবং প্রকল্প বাবদ খরচ করা হয় ১৭১ কোটি টাকা। জেলাশাসক আরও জানিয়েছেন, প্রতিটি ব্লকে প্রতি মাসে নতুন করে ৫০টি প্রকল্প হাতে নিতে বলা হয়েছে স্থানীয় প্রশাসনকে। |
ছাত্র পরিষদ বনাম টিএমসিপি
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
কলেজে কলেজে টিএমসিপি ঘেরাওয়ের রাজনীতি করছে বলে অভিযোগ করলেন ছাত্র পরিষদের রাজ্য সভাপতি রাহুল রায়। বর্ধমানের সংস্কৃতি অ্যানেক্স হলে এক বৈঠকে তিনি বলেন, “তৃণমূল ছাত্র পরিষদ কলেজগুলিতে ঘেরাওয়ের রাজনীতি শুরু করেছে। এর জেরে কলেজগুলিতে পঠনপাঠন শিকেয় উঠছে। আমরা এর ঘোরতর বিরোধী। আমরা চাই, গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে ছাত্রছাত্রীদের সমস্যার সমাধান ঘটুক।” টিএমসিপি-র জেলা সভাপতি অশোক রুদ্র অবশ্য বলেন, “ছাত্র পরিষদ বরাবরই সমস্ত আন্দোলনে পিছন থেকে ছুরি মারে। তাই কোনও ছাত্রছাত্রীই ওদের বিশ্বাস করে না।” |
বধূর ঝুলন্ত দেহ
নিজস্ব সংবাদদাতা • কালনা |
এক বধূর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার মন্তেশ্বরের তারাশুশুনিয়া গ্রামে। পুলিশ জানিয়েছে, ওই বধূর নাম পুতুল মালিক (৩৭)। মৃতার ছেলে মনোজ কাটোয়ার চন্দ্রপুর কলেজে প্রথম বর্ষের ছাত্র। তাঁর দাবি, বৃহস্পতিবার কল্যাণীতে সেনাবাহিনীর নিয়োগ সংক্রান্ত ব্যাপারে একটি পরীক্ষা দিতে যাবার কথা ছিল তাঁর। বিষয়টি তাঁর মাকে জানালে আপত্তি করেন তিনি। এর পরে সন্ধ্যায় একটি ঘরে তাঁর ঝুলন্ত দেহ মেলে। |