কেন্দ্রীয় সরকারের আর্থিক সাহায্যে দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার এবং মগরাহাটে দু’টি আইটিআই কলেজ গড়তে উদ্যোগী হয়েছে রাজ্যের কারিগরি শিক্ষা দফতর। প্রস্তাবিত ওই দুই কলেজের বুধবার শিলান্যাস করলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী চৌধুরীমোহন জাটুয়া। উপস্থিত ছিলেন রাজ্যের কারিগরি শিক্ষামন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায়, জেলাশাসক নারায়ণস্বরূপ নিগম, জেলা পরিষদের সভাধিপতি শামিমা শেখ প্রমুখ। |
মন্দিরবাজারের লক্ষ্মীকান্তপুর বাসস্ট্যান্ডের কাছে প্রায় ২ একর জমিতে ৬ কোটি টাকায় আইটিআই কলেজটি নির্মাণ হবে। এ কথা জানিয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, “কলেজে ১০টি বিভাগ থাকবে। ৪১০ জন ছাত্রছাত্রী পড়াশোনা করতে পারবেন।” কারিগরি শিক্ষামন্ত্রী বলেন, “অষ্টম শ্রেণি উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য এক বছরের কোর্স থাকছে কলেজে। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য থাকবে ২ বছরের কোর্সের ব্যবস্থা। উচ্চশিক্ষিতদের চাকরির সমস্যা বাড়ছে। তবে আইটিআই প্রশিক্ষণের পরে চাকরি পাওয়া অনেক সহজ হবে। মূলত পিছিয়ে পড়া এলাকায় এই জাতীয় কলেজ নির্মাণের সিদ্ধান্ত হয়েছে।” মগরাহাটে কলেজটি হবে মগরাহাট-২ ব্লক অফিসের পাশে। |