এনআরএইচএম কেলেঙ্কারি: সন্দেহজনক মৃত্যু কর্মীর |
উত্তরপ্রদেশে এনআরএইচএম কেলেঙ্কারিতে জড়িত স্বাস্থ্য বিভাগের এক কর্মীর রহস্যজনক মৃত্যু হল। মৃতের নাম মহেন্দ্র শর্মা। কেরানির পদে কাজ করতেন তিনি। গত ৭ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিলেন। আজ লখিমপুর খেরি জেলায় তাঁর মৃতদেহ পাওয়া গেছে। এখনও পর্যন্ত এই ঘটনায় মোট ৫ জনের মৃত্যু হয়েছে। শর্মার পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, একটি ফাইলে সই করার জন্য দীর্ঘদিন ধরে সিএমও তাঁকে চাপ দিচ্ছিলেন। সই না করায় তাঁকে বরখাস্তও করা হয়।
|
জলদস্যু সন্দেহে ২ মত্স্যজীবীকে গুলি করে হত্যা করল ইতালির মালবাহী জাহাজের নাবিকরা। কেরলের সমুদ্রোপকূলের ঘটনা। সেই প্রেক্ষিতেই ইতালির রাষ্ট্রদূতকে তলব করল ভারতের বিদেশমন্ত্রক। নির্দেশ দেওয়া হয়েছে কোচি পুলিশকে এই বিষয়ে সবরকম সহযোগিতা করার। বিশেষ সূত্রে খবর, নাবিকদের গ্রেফতার না করার জন্য ইতালির কর্তৃপক্ষের তরফ থেকে কেরল পুলিশকে চাপ দেওয়া হচ্ছে।
|
লন্ডন অলিম্পিকে স্পনসর থাকছে ডাও কেমিক্যালস |
লন্ডন অলিম্পিকে ডাও কেমিক্যালসের লন্ডন অলিম্পিকে ডাও কেমিক্যালসের স্পনসরশিপ থাকবে, এমনটাই জানাল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ভোপাল গ্যাস দুর্ঘটনায় ডাও কেমিক্যালস দায়ী, এই অভিযোগে ২০১২-র অলিম্পিকে ডাও-এর স্পনসরের তীব্র বিরোধিতা করেছিল ভারত। কিন্তু সংস্থাটিকে কিছুটা আড়াল করেই ভারতের পক্ষ থেকে আনা সমস্ত অভিযোগ উড়িয়ে দেয় কমিটি। তাদের মতে, ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য ডাও কোনওভাবেই দায়ী নয়। বরং, সংস্থাটির সঙ্গে চুক্তি করার সময় দুর্ঘটনাটির বিষয় নিয়েও যথেষ্ট ওয়াকিবহাল ছিল তারা। শুধু তাই নয়, এর সঙ্গে ৩০ বছরেরও বেশি সম্পর্ক কমিটির। কমিটি আরও জানিয়েছে, গ্যাস দুর্ঘটনায় আক্রান্তদের প্রতি তাদের সমবেদনা রয়েছে। স্পনসর বিষয়ে তারা ইতিমধ্যে ভারতের অলিম্পিক অ্যাসেসিয়েশনকে চিঠিও পাঠিয়েছে। |
আমরি-কাণ্ড: জামিনের আবেদন ৩ কর্তার |
আমরি-কাণ্ডে অভিযুক্ত ৩ কর্তা আগাম জামিনের আবেদন করেন জেলা জজ আদালতে। ঘটনার পর থেকেই ফেরার ছিলেন তাঁরা। আজ জামিনের আবেদন জানান আদিত্য অগ্রবাল, রাহুল তোদি ও প্রীতি সুরেখা।
|
বন্ধুর বাড়ি থেকে উদ্ধার যুবকের মৃতদেহ |
বন্ধুর বাড়ি থেকে উদ্ধার হল এক যুবকের মৃতদেহ। মৃতের নাম চৈতক মুখার্জি। ঘটনাটি বাঁকুড়ার কোতুলপুরের। গত দু’দিন ধরে নিখোঁজ ছিল সে। বন্ধু শ্রীমন্ত দাসের বাড়িতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী। আটক করা হয়েছে শ্রীমম্ত দাসকে। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ।
|
আজ সকাল ১০.১০ নাগাদ আগুন লাগে হাওড়া-শিয়ালদহ রুটের সরকারি বাসে। ঘটনায় হুড়োহুড়ি পড়ে যায় বাসটিতে। ভিড়ে ঠাসা হাওড়া ব্রিজের ওপর অন্যান্য বাসের যাত্রীদের মধ্যেও আতঙ্ক ছড়ায়। বাসের ইঞ্জিন থেকে পেছনের দিকে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছে অবস্থা সামলায় দমকল বাহিনী। বাসটিকে পোস্তা থানা এলাকায় নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে স্ট্র্যান্ড রোড ও ব্রেবোর্ন রোডে প্রবল যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টায় করছে কলকাতা পুলিশ।
|
কাঁকিনাড়া স্টেশনে শ্লীলতাহানির চেষ্টা ছাত্রীর |
গত রাতে কাঁকিনাড়া স্টেশনে তিন মদ্যপ দুষ্কৃতীর হাতে হেনস্থার শিকার দ্বাদশ শ্রেণীর এক ছাত্রী। শিক্ষকের থেকে পড়ে নিজের বাড়ি ফেরার পথে এই ঘটনা ঘটে। ছাত্রীর সঙ্গে তাঁর দাদা থাকা সত্ত্বেও রেহাই পায়নি সে। মত্ত অবস্থায় ছাত্রীর দাদাকে মারধর করে ট্রেনের তলায় ফেলে দিতে গেলে যাত্রীরা এসে বাঁচান। ঘটনার পর কাঁকিনাড়া জিআরপি-তে অভিযোগ দায়ের করতে যায় তারা। কিন্তু জিআরপি অভিযোগ নিতে অস্বীকার করে। আজ ছাত্রীটি, তাঁর বাবা ও দাদাকে ডেকে পাঠায় নৈহাটি জিআরপি। তাদের অভিযোগও নেওয়া হয়। তবে এই ঘটনায়এখনও পর্যন্ত গ্রেফতার হয়নি কেউ।
|
বেনাচাপড়া কঙ্কাল-কাণ্ডে জামিন পাওয়ার পর আজ মেদিনীপুর আদালতে হাজিরা দিলেন সুশান্ত ঘোষ। আজ থেকে শুরু হচ্ছে এই মামলার মূল বিচারপর্ব। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে জামিনে মুক্তি পেয়েছেন তিনি। এই ঘটনায় সুশান্তবাবুর ফাঁসির দাবিতে আদালত চত্বরের বাইরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।
|
বৃষ্টির কবলে বিভিন্ন জেলা |
ফের শীতের মাঝে বৃষ্টির কবলে কলকাতা-সহ বিভিন্ন জেলা। গত কাল মধ্য রাত থেকে হালকা ও মাঝারি ধরণের বৃষ্টির ধারায় সিক্ত বহু জেলা। কলকাতায় বৃষ্টির দাপটে কমল তাপমাত্রার পারদ। আজ তাপমাত্রা ১৯.১ ডিগ্রি সেলসিয়াস। এখনও পর্যন্ত বৃষ্টি হয়েছে ৬.৯ মিলিমিটার।
|