l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
মন্ত্রীর মঞ্চে হাজির সেই সাউদকে
গ্রেফতার করল পুলিশ
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া
খুন-সহ একাধিক দুষ্কর্মে অভিযুক্ত কেতুগ্রামের তৃণমূল নেতা সাউদ মিয়াঁ ওরফে সুফি সাইদুল মান্নানকে অবশেষে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় বামুনডিহি গ্রামের বাড়ি থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। আজ, শুক্রবার পুলিশের তাঁকে বর্ধমানের কাটোয়া আদালতে হাজির করানোর কথা। তিনটি খুন-সহ মোট আটটি মামলায় অভিযুক্ত সাউদকে ধরা যাচ্ছে না বলে অনেক দিন ধরেই জানিয়ে আসছিল পুলিশ। কিন্তু গত ২০ নভেম্বর কেতুগ্রামের কান্দরায় এক জনসভায় রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ ও তৃণমূলের স্থানীয় পর্যবেক্ষক অনুব্রত মণ্ডলের সঙ্গে মঞ্চে দেখা যায় সাউদকে। সভাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তাঁকে ধরেনি। পরের দিন আনন্দবাজার পত্রিকায় সে খবর প্রকাশ হওয়ার পরেই অবশ্য পুলিশ-প্রশাসনের কর্তারা নড়েচড়ে বসেন। প্রাথমিক ভাবে তৃণমূল নেতারা সাউদকে আড়াল করারই চেষ্টা চালিয়েছিলেন। পরের দিন মহাকরণে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন চন্দ্রনাথবাবু। তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রতবাবু এবং কেতুগ্রামের বিধায়ক শেখ সাহানেওয়াজও তাঁর সঙ্গে ছিলেন।
মুখ্যমন্ত্রীকে তাঁরা বলে আসেন, সাউদ ‘ভাল কাজ’ করছে। তাঁকে ‘মিথ্যা অভিযোগে’ ফাঁসিয়ে দেওয়া হয়েছে।
বিস্তারিত...
ইটভাটার দাপটে হারাচ্ছে কৃষি জমি
গৌরব বিশ্বাস • তেহট্ট
ঘটনা ১-মাসখানেক আগে জমিতে গিয়ে চমকে উঠেছিলেন বাউসমারীর অশোক মণ্ডল। পাশের জমিটা আর চেনাই যাচ্ছে না। অনুমতির তোয়াক্কা না করে ভাটা মালিককে বিক্রি করে দেওয়ায় সেখানে রাতারাতি গভীর গর্ত। ঘটনা ২-গত ডিসেম্বরের প্রথম সপ্তাহে মাঠে গিয়ে একই অভিজ্ঞতা হয়েছিল তেহট্টের নাটনা গ্রামের নিখিল বিশ্বাসের। রাতারাতি পাশের জমি থেকে মাটি উধাও হয়ে গিয়ে সেটা পুকুর হয়ে গিয়েছে। তিনি প্রশাসনকে বিষয়টি জানিয়ে ছিলেন। সুরাহা হয়নি।নিয়ম নীতির পরোয়া না করে গত কয়েক বছরে তেহট্ট মহকুমায় মাটি মাফিয়াদের এমনই লাগাতার দৌরাত্ম্য। যার ফলে ক্রমেই বদলে যাচ্ছে জমির শ্রেণী বিন্যাস। কমে যাচ্ছে কৃষি জমি। বিপন্ন হচ্ছে নদীও। সাধারণ মানুষের অভিযোগ, দিনের পর দিন প্রকাশ্যে চলছে এসব। কিন্তু স্থানীয় প্রশাসনের কোনও হেলদোল নেই। বাউসমারীর অশোক মণ্ডল কিংবা নাটনার নিখিল বিশ্বাসদের অভিযোগ, ‘‘আমাদের জমি থেকে মাটি কাটা হয়নি ঠিকই কিন্তু একেবারে পাশের আলের জমি থেকে যেভাবে মাটি কাটা হয়েছে তাতে আমাদের জমিরও মারাত্মক ক্ষতি হয়ে গিয়েছে। আগামী বর্ষায় আমাদের জমিও ভেঙে যাবে। এমনিতেই আমাদের মত কৃষকদের চাষআবাদ করাটাই এখন কঠিন হয়ে গিয়েছে। সেখানে এ ভাবে যদি দিনের পর দিন পাশের জমি থেকে মাটি কেটে নেওয়া হয় তাহলে একসময় আমাদের জমিরও কোন অস্তিত্ব থাকবে না।’’
বিস্তারিত...
চোলাইয়ের ঠেকে বচসার জেরে হত ২ বারুইপুরে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
চোলাই মদের ঠেকে বচসার জেরে দুই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা এলাকার সাউথ গড়িয়া পঞ্চায়েতের কুলবেড়িয়া গ্রামে। ঘটনার জেরে উত্তেজিত জনতা চোলাইয়ের ঠেক ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। গণপিটুনির জেরে দু’জন মহিলা-সহ তিন জন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় ভ্যানচালক তেগাছি গ্রামের বাসিন্দা সমীর সর্দার (৩২) গত শনিবার রাতে বাড়ি থেকে বেরিয়ে যান। তার পর থেকে তিনি নিখোঁজ। কুলবেড়িয়া গ্রামের বাপি নস্কর (৪০) নামে এক ব্যক্তির চোলাইয়ের ঠেকে সমীর নিয়মিত যেতেন। সমীরের পরিজনেরা বারুইপুর থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেন।বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা নাগাদ ওই বাপি নস্করের চোলাই মদের ঠেক থেকে ঢিল ছোড়া দূরত্বে এক ব্যক্তির পুকুরে বস্তাবন্দি একটি মৃতদেহ উদ্ধার হয়। ওই দেহটিই সমীরের।
তার পরই স্থানীয় বাসিন্দারা ওই চোলাই মদের ঠেকে চড়াও হয়। ঠেকের মালিক বাপি ও তার শাগরেদ হেমন্ত সর্দারকে বেধড়ক মারধর শুরু হয়।
বিস্তারিত...
অলচিকি মাধ্যমে পঞ্চম শ্রেণিতে ভর্তির দাবি
নিজস্ব সংবাদদাতা • খাতড়া
পঞ্চম শ্রেণিতে অলচিকি মাধ্যমে পড়ানোর ব্যবস্থা না থাকায় অলচিকি মাধ্যমে চতুর্থ শ্রেণি উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা ভর্তি হতে সমস্যায় পড়েছে। এই অভিযোগ তুলে বৃহস্পতিবার বাঁকুড়া জেলা জুড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল কয়েকটি আদিবাসী অরাজনৈতিক সংগঠন। এ দিন সকাল ৬টা থেকে কোথাও টানা তিন ঘন্টা আবার কোথাও টানা ৬ ঘন্টা ধরে চলে ওই অবরোধ। পরে বেলা ১১টা থেকে ১২টার মধ্যে অবশ্য সব অবরোধ উঠে যায়।এদিন সকাল ৬টা থেকে বাঁকুড়া সদরের ধলভাঙা মোড়, ইঁদপুর মোড়, হিড়বাঁধের হাতিরামপুর, তালড্যাংরা, সিমলাপাল, রাইপুর, সারেঙ্গা, পিড়রগাড়ি, ফুলকুসমা, রানিবাঁধ ও খাতড়া এলাকার ১৭টি জায়গায় এই অবরোধ হয়। ধলভাঙা মোড়ে এই অবরোধ সকাল ৯টা নাগাদ উঠে যায়। অন্যান্য জায়গায় এই অবরোধ ওঠে বেলা ১১টা থেকে ১২টার মধ্যে।
জেলাজুড়ে বিশেষত খাতড়া মহকুমার বিভিন্ন এলাকায় দীর্ঘক্ষণ অবরোধ চলায় চূড়ান্ত হয়রানির শিকার হন সাধারণ নিত্যযাত্রীরা। বাঁকুড়া-খাতড়া, বাঁকুড়া-রাইপুর, খাতড়া-রানিবাঁধ, খাতড়া- রাইপুর, খাতড়া-সারেঙ্গা রুটে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ ছিল।
বিস্তারিত...
রাজস্ব আদায়ে বাধা শাসক তৃণমূলেরই
নিজস্ব সংবাদদাতা • পটাশপুর
মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ভূমি-ভূমিরাজস্ব মন্ত্রী। আর পূর্ব মেদিনীপুরের পটাশপুর-১ ব্লকে মুখ্যমন্ত্রীর দলেরই লোকজন ভূমি-রাজস্ব আদায়ের বিরোধিতায় পথে নামল! ব্লক অফিসের সামনে রাস্তা অবরোধ থেকে শুরু করে বিডিও অমিতেন্দু পাল ও ব্লক ভূমি-ভূমিরাজস্ব আধিকারিক পার্থ মোদকের দফতর ঘেরাও করে বিক্ষোভ দেখাল তারা। রাজ্য যখন অর্থ-সঙ্কটে ধুঁকছে, উন্নয়ন-প্রকল্পের টাকা জোগাড়ে হয়রান সরকারতখন শাসকদলের লোকজনের এ হেন রাজস্ব-বিরোধিতায় বিস্মিত প্রশাসনের একাংশ থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক শিবির। চাষের পর জমি থেকে মাটি বিক্রির জন্য সরকারকে রাজস্ব দেওয়ার বিরেধিতা করেই পটাশপুর-১ ব্লকের অমর্ষি গ্রামের বাসিন্দারা তৃণমূলের নেতৃত্বে বৃহস্পতিবার দুপুরে ব্লক অফিসের সামনে রাস্তা অবরোধ করেন। পুলিশ গিয়ে অবরোধ তুলে দিলে তাঁরা বিডিও ও ব্লক ভূমি-ভূমিরাজস্ব আধিকারিকের দফতর ঘেরাও করেন।
পরে ঘটনাস্থলে গিয়ে পটাশপুরের তৃণমূল বিধায়ক জ্যোতির্ময় করের উপস্থিতিতে বিক্ষোভকারীদের সঙ্গে বৈঠক করেন এগরার মহকুমাশাসক রত্নেশ্বর রায়।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মাঠ থেকে ফসল তুলে নেওয়ার পরে ব্লক এলাকার জমি থেকে মাটি তুলে বিক্রি করছিলেন চাষিরা। বাস্তুজমি ভরাট করতে এবং বন্যাপ্রবণ এলাকার চাষজমি উচু করার জন্য এই মাটি বিক্রি করা হচ্ছিল।
বিস্তারিত...
ধান কেনায় গতি নেই, অভিযোগ তৃণমূলেরই
নিজস্ব সংবাদদাতা • কালনা
ধান কেনার ব্যাপারে নানা ভাবে হয়রান করছেন চালকল কর্তৃপক্ষ। এমন অভিযোগে কালনার মধুবন ও লিচুতলা এলাকার দু’টি চালকলে তৃণমূলের নেতৃত্বে বিক্ষোভ দেখালেন চাষিরা। চালকল মালিক ও তৃণমূল নেতৃত্বের মধ্যে বৈঠকের পরে কিছু ব্যাপারে আশ্বাস মেলায় বিক্ষোভ থামে।বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ লিচুতলা এলাকার চালকলে জমায়েত হন চাষিরা। তাঁরা অভিযোগ করেন, চাল কেনা নিয়ে খেয়ালখুশি মতো আচরণ করছেন মিল কর্তৃপক্ষ। একে তো প্রয়োজনের তুলনায় কম ধান কেনা হচ্ছে, তার উপরে নিম্নমানের দাবি করে বস্তা পিছু নেওয়া হচ্ছে অতিরিক্ত ধান। তার পরিমাণ ২ থেকে ৬ কিলোগ্রাম পর্যন্ত। ধানের প্রজাতি নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে। অভিযোগ, চাষিরা যে প্রজাতির ধান বিক্রি করছেন, তা অস্বীকার করে অন্য নাম বলে কম দাম দেওয়া হচ্ছে। সুলতানপুর, বাঘনাপাড়া, হাটকালনা, কৃষ্ণদেবপুর পঞ্চায়েত এলাকার চাষিরা জানান, ধান কাটার পরেই আলু চাষ শুরু হয়।
আলুর বীজ, রাসায়নিক সার, সেচ-সহ খরচের একটা বড় অংশ আসে ধান বিক্রি করে। এলাকার চালকলগুলি শ্লথ গতিতে ধান কেনায় সমস্যা ক্রমেই বাড়ছে।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
তিলক চৌধুরীর
বিরুদ্ধে অভিযোগ
নতুন নয়
চার্জশিট নিয়ে চাওয়া
হবে মমতার হস্তক্ষেপ
দক্ষিণবঙ্গ
সুন্দরবনে বাঁধের জন্য
জমি অধিগ্রহণ বিশ
বাঁও জলেই
ফলতায় গণপ্রহারে মৃত্যু ডাকাতের, ধৃত আরও ২
বর্ধমান
টিএমসিপি-র গোষ্ঠীদ্বন্দ্ব,
সংসদ গঠন ভেস্তে
গেল রাজ কলেজে
দিনে-দুপুরে
গৃহকর্ত্রীকে বেহুঁশ
করে লুঠ দুর্গাপুরে
পুরুলিয়া
নির্মীয়মাণ স্কুলবাড়ি
ভাঙায় অভিযুক্ত
এলাকাবাসী
কাজের দাবিতে মিছিল,
সভা ক্রাশার-শ্রমিকদের
মুর্শিদাবাদ
লটারিতে থাকতে না
পারায় স্কুলে বিক্ষোভ অভিভাবকদের
মেদিনীপুর
সর্বদলের সৌজন্য
মানসের সভায়
তৃণমূল যুব নেতা
প্রহৃত পাঁশকুড়ায়
কলকাতা
২৬.৫/১৮.২
আজকের দিনে
•
১৮৫২:
ব্রেইল পদ্ধতির উদ্ভাবক
লুই ব্রেইলের মৃত্যু।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
এ সপ্তাহে ‘হাওড়া’ প্রকাশিত হল না
প্রতি মাসের ২১ তারিখ
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.