|
|
|
|
ফলতায় গণপ্রহারে মৃত্যু ডাকাতের, ধৃত আরও ২ |
নিজস্ব সংবাদদাতা • ফলতা |
লুঠপাট চালিয়ে পালানোর সময় জনতার হাতে ধরা পড়ে গণপ্রহারে মৃত্যু হল এক ডাকাতের। আরও দুই ডাকাতকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে জনতা। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ফলতায় তালান্ডা গ্রামে। ফলতার ডিএসপি পাপিয়া সুলতানা বলেন, “লুঠপাট চালিয়ে পালানোর সময় জনতার প্রহারে মারা যায় এক ডাকাত। মৃত রিয়াজ আলি দপ্তরি (৫৫) ডায়মন্ড হারবারের নারায়ণতলা গ্রামের বাসিন্দা। ধৃত দু’জনের নাম মইউদ্দিন মণ্ডল জাকির খানসামা। দু’জনেরই বাড়ি উস্থির শেরপুর গ্রামে। এই ঘটনায় একটি ডাকাতির মামলা রুজু হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।” বৃহস্পতিবার ধৃত দু’জনকে ডায়মন্ড হারবার আদালতে তোলা হলে তাদের ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দেন বিচারক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় তালান্ডা গ্রামের আব্দুস সালাম শেখের বাড়িতে হালখাতার অনুষ্ঠান ছিল। তিনি এলাকায় চাষের কাজে ট্র্যাক্টর ভাড়া দেন। যাঁরা ট্র্যাক্টর ভাড়া নিয়েছিলেন তাঁদের কাছ থেকে পাওনা আদায়ের জন্যই ছিল হালখাতার অনুষ্ঠান। বিকেলে অনুষ্ঠান শুরু হয়। রাত ৯টা নাগাদ সব মিটে যাওয়ার পরে আচমকাই জনা আটেকের এক ডাকাত দল সালাম শেখের বাড়িতে চড়াও হয়। তাদের সকলের হাতেই আগ্নেয়াস্ত্র ছিল। সালাম শেখের দাবি, নগদ প্রায় ৫০ হাজার টাকা ও গয়নাগাটি নিয়ে পালায় ডাকাতেরা।
সালাম শেখের দুই স্ত্রী দেলেজা বিবি ও ইউখাস বিবি বলেন, “এ দিন বাড়িতে হালখাতার অনুষ্ঠান মিটে যাওয়ার পরে স্থানীয় মসজিদের ইমাম-সহ ৫-৬ জন অতিথি বারান্দায় খেতে বসেছিলেন। বারান্দার গ্রিলের দরজদা খোলা ছিল। ডাকাত দলের ৪-৫ জন হুড়মুড়িয়ে ঘরে ঢুকে পড়ে। সবার হাতে আগ্নেয়াস্ত্র ছিল। কয়েক জনের মুখ কালো কাপড়ে ঢাকা ছিল। ওরা টাকাপয়সা, গয়নাগাটি লুঠ করে আমাদের একটি ঘরে ঢুকিয়ে দেয়।” আমন্ত্রিত অতিথিদের মধ্যে খলিলুর রহমান, মনিরুল মোল্লা বলেন, “আমরা খেতে বসার কিছুক্ষণ পরেই ডাকাতেরা হামলা চালায়। সবার হাতেই অস্ত্র ছিল। ওরা ডাকাতি করে বেরিয়ে যাওয়ার পরে আমাদের চিৎকার চেঁচমেচিতে গ্রামের লোকজন জড়ো হয়ে যায়। কাছেই একটি মসজিদ রয়েছে। সেখান থেকে মাইকে ঘোষণা করে দেওয়া হয় ডাকাতির কথা।” এর পরেই গ্রামের লোকজন ডাকাতদের তাড়া করলে তারাও পাল্টা বোমা ছুড়তে থাকে। কিন্তু তা সত্ত্বেও তাড়া করে গ্রামবাসীরা তিনজনকে ধরে ফেলে। শুরু হয় গণধোলাই। মারের চোটে ঘটনাস্থলেই একজন ডাকাত মারা যায়। পরে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। বাকি দু’জনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। |
|
|
|
|
|