৬ অভিলাষ, ইচ্ছা।
৭ প্রতিষ্ঠা লাভ করেছে।
৯ যৎসামান্য মিষ্টান্নভোজন।
১০ শিবপত্নী দুর্গা।
১১ সুশিক্ষার ফলে বুদ্ধি উৎকর্ষপ্রাপ্ত হয়েছে।
১২ শিক্ষাকল্প ব্যাকরণ নিরুক্ত ছন্দ জ্যোতিষ বেদের আনুষঙ্গিক এই ছয় প্রকার শাস্ত্র।
১৩ শাসনকারী এমন হলে রাজ্যবাসী সুখে থাকে।
১৪ গোপনে সংবাদ সংগ্রহকারী।
১৬ নুন রাখার পাত্র।
১৮ দেবী দুর্গার রূপভেদ।
২০ ব্যাঘাতহীন, অব্যাহত।
২১ অক্ষরবিন্যাসের দক্ষতা।
২৩ যা সব সময় ত্যাগ করা উচিত।
২৫ প্রথার সঙ্গে সঙ্গতি আছে এমন।
২৭ ব্যাঘাত, ঝামেলা।
২৯ পথে ডাকাতি।
৩১ পাপপুণ্য বা উচিত-অনুচিত
সম্পর্কে বিচারবোধ।
৩২ পরের গুণ উপলব্ধি
করা ও তার মর্যাদা দেওয়া।
৩৪ যে নাটকে বা কাহিনিতে
তত্ত্বকে রূপ দেওয়া হয়।
৩৫ হিন্দুমতে ব্রহ্মহত্যা করলে যা হয়।
৩৬ রাজার মেয়ে।
৩৭ কান্দাহারের প্রাচীন নাম। |
|
১ আঘাত পায়নি এমন।
২ জ্যোতিষ মতে কালের প্রশস্ত বা শুভ ভাগ।
৩ পরাজিত হয়ে পলায়ন।
৪ মহিলাদের পক্ষে স্বাভাবিক, মানানসই।
৫ প্রবল উচ্ছ্বাস।
৬ কলঙ্কযুক্ত।
৮ বিবরণদাতা।
১৫ বীণাজাতীয় বাদ্যযন্ত্র।
১৬ অত্যাচার বা পীড়নকারী।
১৭ নীচে লেখা আছে।
১৯ দরিদ্র, আবার অতিশয় লোলুপতা।
২০ শান্তশিষ্ট।
২২ নারায়ণের বক্ষোভূষণ।
২৪ সময় নির্ধারণ।
২৬ একত্রীকরণ।
২৮ স্নেহের পাত্রদের কাছে
লিখিত সম্বোধন পাঠ।
৩০ দুটি বিরুদ্ধ পক্ষের
পরস্পর যুদ্ধ, আক্রমণ।
৩১ অতি ভয়ংকর।
৩২ গুণ করতে হবে।
৩৩ যেখানে পাঠকদের জন্য
বহু বই সাজিয়ে রাখা হয়। |