l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
যশোহর রোডে জমি-জটেই
প্রকল্প ছাড়ল সড়ক সংস্থা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
চার বছরে কম করেও ৩০টি বৈঠক করেছেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ বা এনএইচএআই। তার পরেও বারাসত থেকে বনগাঁ পর্যন্ত যশোহর রোডের সমান্তরাল চার লেনের নতুন রাস্তা তৈরির জন্য প্রয়োজনীয় জমি হাতে আসেনি। তাই প্রকল্পের দায়িত্ব ছেড়ে দিচ্ছে ওই কেন্দ্রীয় সংস্থা। ফলে চার লেনের ওই রাস্তা তৈরির প্রকল্পটিই কার্যত ভেস্তে যেতে বসেছে। তবে রাজ্যের খাদ্যমন্ত্রী ও তৃণমূলের উত্তর ২৪ পরগনা জেলা পর্যবেক্ষক জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “ওই রাস্তা নিয়ে আমাদের পরিকল্পনা রয়েছে। সেই কাজে যদি জমি লাগে, সরকারের জমি-নীতি মেনেই তার ব্যবস্থা করা হবে।” জমির অভাবেই যে সাড়ে ৬২ কিলোমিটার দীর্ঘ নতুন চার লেনের প্রস্তাবিত রাস্তাটি তৈরি করা সম্ভব হচ্ছে না, এনএইচএআই-এর প্রকল্প অধিকর্তা অনিল দীক্ষিত বুধবার তা জানিয়ে দিয়েছেন। তিনি জানান, চার লেনের কম কোনও সড়ক তৈরির প্রকল্প হাতে নেয় না এনএইচএআই। জমি না-পাওয়ায় এখানে চার লেনের প্রকল্প রূপায়ণ করা সম্ভব নয়। তাই তাঁরা ওই প্রকল্প ছেড়ে দিচ্ছেন। ওখানে সমীক্ষার কাজ করছিল এনএইচএআই-এর পরামর্শদাতা সংস্থা। সব দিক বিবেচনা করে তারা তাঁদের ওই প্রকল্প থেকে সরে আসার পরামর্শই দিয়েছে বলে জানান অনিলবাবু। সেই অনুসারে শীঘ্রই রাজ্য সরকারকে তাদের সিদ্ধান্তের কথা জানিয়ে দেবে এনএইচএআই।
বিস্তারিত...
রঘুনাথপুরে বালাজির ইস্পাত প্রকল্প নিয়ে সংশয়
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথপুর ও কলকাতা
আশঙ্কা ছিলই। কাটোয়ায় এনটিপিসি-র তাপবিদ্যুৎ কেন্দ্রের পরে এ বার নতুন জমি নীতির ‘আঁচ’ পড়ল পুরুলিয়ার রঘুনাথপুরে জয় বালাজি গোষ্ঠীর প্রস্তাবিত ইস্পাত প্রকল্পেও। জয় বালাজির প্রকল্পের জন্য প্রয়োজনীয় ৩২৫০ একরের মধ্যে এখনও পর্যন্ত রাজ্য শিল্পোন্নয়ন নিগমের মাধ্যমে অধিগৃহীত হয়েছে (বাম জমানায়) প্রায় ১৩০০ একর। নতুন সরকারের জমি নীতি অনুযায়ী, বেসরকারি শিল্পসংস্থাকে সরাসরি জমি কিনতে হবে। সরকার মাঝখানে থাকবে না। ফলে, জয় বালাজির প্রস্তাবিত প্রকল্পের বাকি জমি পাওয়ার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে। রঘুনাথপুর ১ ব্লকের নতুনডি গ্রাম পঞ্চায়েত এলাকায় ইস্পাত, সিমেন্ট ও তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ছে জয় বালাজি গোষ্ঠী। ২০০৭-এর নভেম্বরে ওই প্রকল্পের শিলান্যাস করেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এর পর জমি অধিগ্রহণ শুরু করে শিল্পোন্নয়ন নিগম। তবে জয় বালাজি যে জমি পেয়েছে, গত চার বছরে সেখানেও কারখানা গড়ার কাজ কার্যত হয়নি বললেই চলে। সেই নিয়েও এলাকায় ক্ষোভ রয়েছে। অধিগৃহীত জমি ফেরতের দাবি তুলেছে স্থানীয় কৃষিজমি রক্ষা কমিটি। কমিটির কয়েকশো সদস্য বুধবার পুরুলিয়া শহরে মিছিল করে জেলাশাসকের হাতে দাবিপত্র তুলে দেন।
বিস্তারিত...
অবস্থান তুলে নিচ্ছে কর্মচারী সমিতি
নিজস্ব সংবাদদাতা • কলকাতা ও শিলিগুড়ি
ঘরে-বাইরে চাপের মুখে পড়ে অবশেষে আন্দোলন স্থগিত রাখার কথা ঘোষণা করল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতি। বুধবার কলকাতায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের সঙ্গে আন্দোলনকারী সংগঠনের বৈঠকের পরে ওই সিদ্ধান্তের কথা জানান সমিতির সাধারণ সম্পাদক দেবীপ্রসাদ বুট। তিনি জানান, সকলের আর্জির কথা মাথায় রেখেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অরুণাভ বসুমজুমদারের অফিসের সামনে থেকে অবস্থান তুলে নেওয়া হবে। ওই বৈঠকে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব, রাজ্য উচ্চশিক্ষা সংসদের চেয়ারম্যান সুগত মারজিৎ, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সেখানকার শিক্ষক সংসদের সচিব ও উচ্চশিক্ষা দফতরের কর্তারা ছিলেন। সরকারি সূত্রের খবর, ওই বৈঠকের গোড়াতেই ব্রাত্যবাবু ও গৌতমবাবু স্পষ্ট জানান, উপাচার্যকে অফিসে ঢুকতে দেওয়া হবে না বলে যে আন্দোলন দিনের পর দিন চলছে তা তুলে নিতেই হবে। তা নিয়ে প্রায় সকলেই সহমত হন। কিন্তু, উচ্চ শিক্ষা সংসদের চেয়ারম্যান জানুয়ারি মাস পর্যন্ত কাজ করার পরে উপাচার্যকে ছুটিতে পাঠানোর প্রস্তাব দিলে তাতে আপত্তি করেন উচ্চ শিক্ষামন্ত্রী-সহ অনেকেই। শেষ পর্যন্ত ওই প্রস্তাব গৃহীত হয়নি। তবে বিশ্ববিদ্যালয়ের নানা ব্যাপারে যে সব অভিযোগ রয়েছে তা খতিয়ে দেখার জন্য তিন সদস্যের কমিটি গঠনের সিদ্ধান্তে সকলেই একমত হন।
বিস্তারিত...
সহকর্মীর স্ত্রীর শ্লীলতাহানিতে অভিযুক্ত ওসি
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর
সহকর্মীর স্ত্রীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করা হল বহরমপুর রেলপুলিশের ওসি বিশ্বজিৎ সাউকে। তাঁর ওই সহকর্মী রেলপুলিশের কনস্টেবল বিশ্বজিৎ মুখোপাধ্যায়কেও গ্রেফতার করা হয়েছে। কনস্টেবল বিশ্বজিৎবাবু ওসি’কে মারধর করেছেন বলে অভিযোগ। রেল পুলিশের এডিজি দিলীপ মিত্র জানিয়েছেন, ওই ওসি এবং কনস্টেবলকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। বুধবার বহরমপুর লাগোয়া কাশিমবাজারের একটি মাঠে পিকনিক করতে গিয়েছিলেন ওই ওসি এবং তাঁর ওই সহকর্মীর পরিবার। সেখানেই মদ্যপ অবস্থায় দুপুরে ওই ওসি কনস্টেবল বিশ্বজিৎবাবুর স্ত্রীকে জোর করে মদ খাওয়াতে যান বলে অভিযোগ। মুর্শিদাবাদের পুলিশ সুপার ভরতলাল মিনা বলেন, “রেলপুলিশের এক কনস্টেবল বহরমপুর থানায় অভিযোগ করেছেন যে, তাঁর স্ত্রীর শ্লীলতাহানি করেছেন ওই ওসি। ওই ওসিকে গ্রেফতার করা হয়েছে। ওই ওসি’কে মারধর করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ওই কনস্টেবলকেও।” রেলের শিয়ালদহ শাখার এসআরপি তাপসরঞ্জন ঘোষ বলেন, “রেলের ডেপুটি পুলিশ সুপার ও ইন্সপেক্টর মর্যাদার দুই অফিসারকে দিয়ে গোটা ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। রিপোর্ট হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
বিস্তারিত...
অ্যাকাউন্ট না খোলায় শ্রমিকদের
সমস্যা একশো দিনের কাজে
পীযূষ নন্দী • আরামবাগ
আরামবাগ মহকুমার বেশ কিছু পঞ্চায়েত এলাকায় স্রেফ অ্যাকাউন্ট খুলতে না পারায় বিপুল সংখ্যক শ্রমিক একশো দিনের প্রকল্পে কাজ করতে পারছেন না। শ্রমিকদের ক্ষোভ-বিক্ষোভে জেরবার পঞ্চায়েতগুলি। বিডিওদের স্মরণাপন্ন হয়েছেন প্রধানেরা। বিডিওরা ব্যাঙ্ক, ডাকঘর, সমবায় সমিতিগুলিতে তদবির করছেন শ্রমিকদের অ্যাকাউন্ট খোলার জন্য। কিন্তু বিশেষ সাড়া মিলছে না। বিডিওদের অভিযোগ, ব্যাঙ্ক, ডাকঘর, সমবায় সমিতিগুলির অ্যাকাউন্ট খোলা নিয়ে ‘অসহযোগিতায়’ একশো দিনের কাজের প্রকল্প-সহ দারিদ্র্য দূরীকরণের বেশ কিছু প্রকল্প মার খাচ্ছে। আরামবাগের মহকুমাশাসক অরিন্দম নিয়োগী বলেন, “ব্যাঙ্ক, ডাকঘর সর্বত্রই দ্রুত অ্যাকাউন্ট খোলার নির্দেশ দেওয়া হয়েছে। যাতে এক দিনের মধ্যেই অ্যাকাউন্ট খোলা যায় সে বিষয়ে পঞ্চায়েতগুলিকেও সক্রিয় হতে বলা হয়েছে।” যদিও তাতে পরিস্থিতি বিশেষ বদলায়নি। পঞ্চায়েত এলাকায় গিয়ে ক্ষোভ-বিক্ষোভ, এমনকী ঘেরাওয়ের মুখে পড়ছেন বিডিওরাও। মহকুমায় এখন একশো দিনের কাজ প্রকল্পের বিশেষ প্রচারাভিযান শুরু হয়েছে গত ১৫ ডিসেম্বর থেকে। চলবে টানা এক মাস।
বিস্তারিত...
মাওবাদী ‘ঘনিষ্ঠ’ সন্দেহে
৫ জনকে প্রহার ঝাড়গ্রামে
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম
মাওবাদী-ঘনিষ্ঠতার অভিযোগে ৫ জনকে মারধর করে পুলিশের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা। ঝাড়গ্রামের ঘৃতখামের ঘটনা। বুধবার সকালের ঘটনায় পুলিশ ওই ৫ জনকে গ্রেফতার করলেও তাঁরা গুরুতর জখম হওয়ায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে বছর ৪৮-এর খোকন মাহাতোর অবস্থা আশঙ্কাজনক। গ্রামবাসীদের দাবি, ঘৃতখামেরই বাসিন্দা খোকন এবং তাঁর সঙ্গী ঝাড়েশ্বর মাহাতো, গুরুচরণ মাহাতো, অশোক মাহাতো ও রূপক মাহাতোরা ‘মাওবাদীদের লোক’। গত দেড়-দু’বছর ধরে ‘জনগণের কমিটি’র আন্দোলনের নামে তাঁরা এলাকায় ‘সন্ত্রাস-রাজ’ কায়েম করেছিলেন। স্থানীয়দের অভিযোগ, গত দেড় বছরে ঘৃতখামের এক মহিলা-সহ ৬ জনকে খোকনরা বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিলেন। পরে তাঁদের দেহ মেলে। জোর করে গ্রামবাসীদের মিছিল-মিটিংয়েও নিয়ে যেতেন খোকনরা। তাঁদের খোঁজে গত বছর ২৭ জুন যৌথ বাহিনী গ্রামে তল্লাশি চালায়।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
সার্ধশতবর্ষের সমাপ্তিতে
পুনর্মিলন জেনকিন্সে
দরপত্রে দুর্নীতির অভিযোগ
দক্ষিণবঙ্গ
ট্রেন থেকে পড়ে
বৃদ্ধ জখম বসিরহাটে
তৃণমূল নেতাকে খুনে অভিযুক্তের মৃত্যু প্রহারে
বর্ধমান
১০০ দিনে পিছিয়ে জেলা, ঘাটতি মেটাতে পরিকল্পনা
লাউদোহায় বাস উল্টে খালাসির মৃত্যু, জখম ১১
পুরুলিয়া
বিষ্ণুপুর ও রঘুনাথপুরে শুরু পর্যটন-সংস্কৃতি উৎসব
দ্বারকা থেকে উদ্ধার
দুই মহিলার দেহ
মুর্শিদাবাদ
লালবাগে সিটু-তৃণমূল টাঙা
ইউনিয়নের সংঘর্ষে ধৃত ৭
কৃষ্ণনগরের ইটভাটায়
বিডিও-র অভিযান
মেদিনীপুর
পঞ্চায়েতের কাজ দেখতে জেলায় স্ট্যান্ডিং কমিটির প্রতিনিধিদল
পাঁচ বছরেই বাড়ি
সমস্ত ভূমিহীনকে
কলকাতা
২৬.৬/১৭.৭
আজকের দিনে
•
১৯৪২:
অভিনেতা
রাজেশ খন্নার জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
এ সপ্তাহে ‘হাওড়া’ প্রকাশিত হল না
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
কলকাতার কথকতা নিয়ে
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.