হাসপাতালের অগ্নি
সুরক্ষায় দমকল আইন বদল
|
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: ঢাকুরিয়ার আমরি হাসপাতালের অগ্নিকাণ্ডে অসহায় রোগীদের মৃত্যুতেই বুঝি বোধোদয় হল রাজ্য সরকারের!
ওই হাসপাতালের ভিতরে বদ্ধ পরিবেশে ধোঁয়ার গ্রাসে অশক্ত রোগীদের মৃত্যুর জেরে এ বার দমকল আইনটাই নতুন করে ঢেলে সাজার কথা ভাবা হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব আইনের রদবদল ঘটানো হবে বলে বুধবার জানান দমকলমন্ত্রী জাভেদ খান। তিনি বলেন, “আমরা ঠেকে শিখেছি। হাসপাতালগুলোয় বিপদের রক্ষাকবচ হিসেবে আপাতত তিনটি সংশোধনী নিয়ে আসার কথা ভাবা হয়েছে।” |
|
আমরি দেখেও শেখেনি পিজি |
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: ‘শিবঠাকুরের আপন দেশেই’ চলছে অনিয়মের রাজত্ব!
আমরি-কাণ্ডের পরে অগ্নি-নিরাপত্তা নিয়ে অন্যান্য হাসপাতালের কাছে যারা দৃষ্টান্ত হতে পারত, রাজ্যের সেই সুপার স্পেশ্যালিটি হাসপাতাল এসএসকেএম-ই যে এই বিষয়ে কতটা উদাসীন, মঙ্গলবার রাতের আগুন তা চোখে আঙুল গিয়ে দেখিয়ে দিল।
আমরি-কাণ্ডের তদন্তে জানা গিয়েছিল, হাসপাতালের বেসমেন্টে অবাধে ধূমপান চলত। সেই সিগারেট থেকেই তুলোর স্তূপে আগুন লেগেছিল বলে তদন্তকারীদের অনুমান। |
|
|
সংস্কারের অভাবে ধুঁকছে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র |
|
সমীর দত্ত, বান্দোয়ান: কোথাও ঝোপঝাড়ে ভর্তি। আগাছা পরিষ্কার হয়নি অন্তত দশ বছর। কোথাও বা সংস্কারের অভাবে দরজা জানলা খুলে পড়ছে। আবার কোনও স্বাস্থ্যকেন্দ্রে জলের সংস্থান নেই। শুধু তাই নয়, বিদ্যুতের অভাবে সন্ধ্যা নামলেই স্বাস্থ্যকেন্দ্র ভুতুড়ে ঘরে পরিণত হয়।
বান্দোয়ানের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির এমনই দশা। বাসিন্দাদের অভিযোগ, দিনের বেলা চিকিৎসকেরা থাকেন। কিন্তু দু’তিন ঘণ্টার বেশি স্বাস্থ্য পরিষেবা মেলে। চিকিৎসক চলে গেলে সামান্য জ্বর, পেটব্যথার জন্য বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যেতে হয়।
বান্দোয়ানের ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অধীনে তিনটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। |
|
ভবঘুরেদের থাকার ব্যবস্থা
শিশুস্বাস্থ্য কেন্দ্রে, বিতর্ক |
|
|
|
অবরোধ পূর্বস্থলীতে,
স্বাস্থ্যকেন্দ্রের হাল
ফেরানোর দাবি |
|
হাসপাতাল ভবনেও বসল সিসি ক্যামেরা |
|
হেলথ কার্ড থেকে অতিরিক্ত টাকা কেটে নেওয়ার অভিযোগ |
|
টুকরো খবর |
|
|