বিপিএল তালিকাভুক্তদের ন্যূনতম চিকিৎসা দিয়ে তাঁদের হেলথ কার্ড থেকে অনেক বেশি টাকা কেটে নেওয়ার অভিযোগ উঠল বরাকরের একটি নার্সিংহোমের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সালানপুর ব্লকের মেলেকোলা গ্রামে। অভিযুক্ত নার্সিংহোমটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন সালানপুরের বিডিও।
বিপিএলের জেলা কো-অর্ডিনেটর সৌমেন সিংহরায় জানিয়েছেন, সম্প্রতি সালানপুর ব্লকের মেলেকোলা গ্রামের ৩৩ জন রোগীকে চিকিৎসা করানোর জন্য নিজেদের গাড়ি করে নার্সিংহোমে নিয়ে যান বরাকরের একটি নার্সিংহোম কর্তৃপক্ষ। সেখানে তাঁদের চিকিৎসা করিয়ে ফের গ্রামে পৌঁছেও দেওয়া হয়।
সৌমেনবাবু বলেন, “রোগীদের হেলথ কার্ডের যে টাকা ওই নার্সিংহোম কর্তৃপক্ষ দাবি করছেন তাতে আমাদের সন্দেহ হয়। আমরা তখন ওই বিষয়ে তদন্ত করার জন্য মেলেকোলা গ্রামে গিয়ে রোগীদের সঙ্গে কথা বলি।”
সৌমেনবাবুর দাবি, “রোগীদের সঙ্গে কথা বলেই বুঝতে পারি, তাঁরা যে চিকিৎসা পেয়েছেন তার তুলনায় অনেক বেশি টাকা হেলথ কার্ড থেকে ওই নার্সিংহোম কর্তৃপক্ষ কেটে নিয়েছেন।”
এই প্রসঙ্গে জানতে চাওয়া হলে সালানপুরের বিডিও জয়দীপ পাল বলেন, “আমি এই অভিযোগ পেয়েছি। বিপিএল তালিকাভুক্তদের টাকা এ ভাবে আত্মসাৎ করা হলে তা অন্যায়। আমি বিষয়টি জেলার আধিকারিকদেরও জানিয়েছি। ওই নার্সিংহোমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হবে।”
এ বিষয়ে জেলা পরিষদ ও বিপিএল সংক্রান্ত বিষয়ের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলাশাসক শিশিরকুমার ঘোষ জানিয়েছেন, হাসপাতালের বিরুদ্ধে এই অভিযোগ প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। |