|
|
|
|
মাওবাদী ‘ঘনিষ্ঠ’ সন্দেহে ৫ জনকে প্রহার ঝাড়গ্রামে |
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
মাওবাদী-ঘনিষ্ঠতার অভিযোগে ৫ জনকে মারধর করে পুলিশের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা। ঝাড়গ্রামের ঘৃতখামের ঘটনা। বুধবার সকালের ঘটনায় পুলিশ ওই ৫ জনকে গ্রেফতার করলেও তাঁরা গুরুতর জখম হওয়ায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে বছর ৪৮-এর খোকন মাহাতোর অবস্থা আশঙ্কাজনক।
গ্রামবাসীদের দাবি, ঘৃতখামেরই বাসিন্দা খোকন এবং তাঁর সঙ্গী ঝাড়েশ্বর মাহাতো, গুরুচরণ মাহাতো, অশোক মাহাতো ও রূপক মাহাতোরা ‘মাওবাদীদের লোক’। গত দেড়-দু’বছর ধরে ‘জনগণের কমিটি’র আন্দোলনের নামে তাঁরা এলাকায় ‘সন্ত্রাস-রাজ’ কায়েম করেছিলেন। স্থানীয়দের অভিযোগ, গত দেড় বছরে ঘৃতখামের এক মহিলা-সহ ৬ জনকে খোকনরা বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিলেন। পরে তাঁদের দেহ মেলে। জোর করে গ্রামবাসীদের মিছিল-মিটিংয়েও নিয়ে যেতেন খোকনরা। |
|
মাওবাদী ঘনিষ্ঠ সন্দেহে প্রহৃতরা। বুধবার ঘৃতখামে। নিজস্ব চিত্র। |
তাঁদের খোঁজে গত বছর ২৭ জুন যৌথ বাহিনী গ্রামে তল্লাশি চালায়। মাওবাদীরা গুলি চালালে নিহত হন এক জওয়ান। বাহিনীর গুলিতে প্রাণ যায় এক গ্রামবাসীর। ঝাড়গ্রামের পুলিশ সুপার গৌরব শর্মা জানিয়েছেন, খুন, অপহরণ, তোলাবাজি, হামলা-নাশকতার একাধিক মামলায় ওই ৫ জন জড়িত। সুস্থ হয়ে ওঠার পরে ধৃতদের আদালতে হাজির করা হবে।
সাধারণ মানুষের মধ্যে ক্রমেই ‘মাওবাদী-বিরোধী’ মনোভাব-বৃদ্ধির প্রেক্ষিতে মাওবাদী-ঘনিষ্ঠ হিসাবে চিহ্নিত ‘নারী ইজ্জৎ-বাঁচাও কমিটি’র নেত্রী জ্যোৎস্না মাহাতো তাঁদের সংগঠনে যোগ দিয়েছেন বলে বুধবার দাবি করেছেন ‘জনজাগরণ মঞ্চে’র নেতা নিশীথ মাহাতো। জ্যোৎস্নার বক্তব্য, “মানুষ যে দিকে, আমিও সেই পক্ষে। শান্তি চাই। চাই, সব রকম অত্যাচারই বন্ধ হোক।”
স্থানীয় সূত্রের খবর, যৌথ বাহিনীর লাগাতার তল্লাশির জেরে খোকনরা মাস খানেক আগে গা-ঢাকা দেন। মঙ্গলবার রাতে তাঁরা বাড়ি ফেরেন। বুধবার ভোরে শ’দুয়েক গ্রামবাসী খোকনদের বাড়ি থেকে টেনে বের করেন। প্রাথমিক বিদ্যালয়ের কাছে হাত-পা পিছমোড়া করে বেঁধে শুরু হয় গণধোলাই। খোকনকে গ্রামবাসীরাই প্রথমে ঝাড়গ্রাম মহকুমা হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে ঝাড়গ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ভারতী ঘোষের নেতৃত্বে যৌথ বাহিনী পৌঁছয়। বাকি চার জনকে উদ্ধার করার পরে খোকন-সহ ৫ জনকেই মেদিনীপুর মেডিক্যালে ভর্তির ব্যবস্থা করে পুলিশ। ওই ৫ জনের বাড়ি থেকে একটি পিস্তল, ৩ রাউন্ড কার্তুজ, একটি মোটরবাইক, কম্পিউটার, প্রচুর ওষুধপত্র, নিহত মাওবাদী নেতা শশধর মাহাতোকে নিয়ে লেখা ব্যানার উদ্ধার হয় বলে দাবি গ্রামবাসীদের। সে-সব পুলিশের হাতে তুলে দেওয়া হয়। |
|
|
|
|
|