মোটরবাইক আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মিনিবাস উল্টে মৃত্যু হয়েছে খালাসির। বুধবার ঘটনাটি ঘটে ফরিদপুর (লাউদোহা) থানার জব্বরপল্লিতে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মলয় বন্দ্যোপাধ্যায় (৪২)। বাড়ি জব্বরপল্লিতে। এই ঘটনায় জখম হয়েছেন মোট ১১ জন বাসযাত্রী। তাঁদের মধ্যে ১০ জনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হলেও গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন এক মহিলা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাণ্ডবেশ্বর থেকে মিনিবাসটি দুর্গাপুরের প্রান্তিকায় যাচ্ছিল। উল্টো দিক থেকে তীব্র গতিতে আসা একটি বাইককে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় বাসটি। রাস্তার পাশে একটি বড় খন্দে পড়ে সেটি উল্টে যায়। খালাসি মলয়বাবু গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দা তথা ব্লক তৃণমূল সভাপতি সুজিত মুখোপাধ্যায় বলেন, “বাসের দরজার দিক মাটিতে বসে যাওয়ায় যাত্রীদের উদ্ধার করতে একটু বেগ পেতে হয়।” তাই বাসের জানালার কাচ ভেঙে যাত্রীদের উদ্ধার কাজ শুরু করেন বাসিন্দারা। কিছুক্ষণ পরেই ফরিদপুর থানা থেকে যায় পুলিশ। গুরুতর জখম মলয়বাবুকে হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্যোগ হলে পথেই মারা যান তিনি।
|
জখম ১১ যাত্রীর মধ্যে নাক দিয়ে রক্তক্ষরণ হওয়ায় ইছাপুরের বধূ চম্পা স্বর্ণকারকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে।
দুর্ঘটনাগ্রস্ত বাসটিতেই ১৬ দিনের সন্তানকে নিয়ে পাণ্ডবেশ্বর থেকে দুর্গাপুর যাচ্ছিলেন হেনা বেজ। দুর্ঘটনার পরে অবশ্য সুস্থ রয়েছেন মা ও শিশু। বেশ কিছুক্ষণ পরে অন্য একটি বাসে করে যাত্রীরা দুর্গাপুরের দিকে রওনা হন। পরে ক্রেন নিয়ে এসে বাসটিকে তোলা হয়।
এ দিকে, দুর্ঘটনার পরে রাস্তার বেহাল দশা নিয়ে ক্ষোভ প্রকাশ করতে থাকেন বাসিন্দারা। তাঁদের অভিযোগ, দীর্ঘ দিন ধরে রাস্তাটি সংস্কার করেনি আসানসোল-দুর্গাপুর উন্নয়ন সংস্থা (এডিডিএ)। বেশ কিছু দিন আগে ওই রাস্তাতেই স্কুলবাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল দুর্গাপুরের একটি বেসরকারি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী উখড়ার করুণা সিংহের। তার পরেও নড়েচড়ে বসেনি প্রশাসন। স্থানীয় বাসিন্দা সুরজিৎ বাউরি, সোমনাথ মণ্ডলদের অভিযোগ, “নিত্য ঝুঁকি নিয়ে এই রাস্তায় চলাচল করতে হয়।” অবিলম্বে রাস্তা সংস্কারের দাবি জানান তাঁরা।
এ ব্যাপারে এডিডিএ-র চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় বলেন, “পূর্বতন বোর্ড কেন রাস্তাটি সংস্কারের জন্য উদ্যোগী হয়নি তা জানি না। সংস্কারের অভাবে রাস্তাটির বেহাল দশা। রাস্তাটির আমূল সংস্কার করতে প্রায় ৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।” শীঘ্র ওই রাস্তার সংস্কার কাজ শুরু হবে বলে জানিয়েছেন তিনি। |