সহায়ক মূল্যে ধান কেনা, ব্লক অফিস চত্বরে ধান কেনার শিবির করা, প্রত্যেক পঞ্চায়েত এলাকায় ধান কেনার ব্যবস্থা-সহ সাত দফা দাবিতে বুধবার দুপুরে মন্তেশ্বর ব্লক অফিসে অবস্থান বিক্ষোভ করলেন স্থানীয় চাষিরা। বিক্ষোভ শেষে বিডিও-র কাছে স্মারকলিপিও জমা দেন জমা দেন তাঁরা। মন্তেশ্বরের বিডিও প্রদীপকুমার অগ্রবালের সমস্যা সমাধানের আশ্বাস দিলে বিক্ষোভ ওঠে। চাষিদের তরফে জ্যোতিময় মণ্ডল, সুখদেব গড়াইদের দাবি, “এলাকার বহু চাষি এখনও সহায়ক মূল্যে ধান বিক্রি করতে পারেননি। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।”
|
শুরু হল বর্ধমান জেলা ছাত্র যুব উৎসব ২০১১। বুধবার কালনা ১ ব্লকের ধাত্রীগ্রাম এলাকায় এই উৎসবের উদ্বোধন করেন কারিগরি শিক্ষামন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায়। মন্ত্রী ছাড়াও এ দিন অনুষ্ঠানে হাজির ছিলেন পূর্বস্থলী দক্ষিণ কেন্দ্রের বিধায়ক স্বপন দেবনাথ, কালনা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তি চাল প্রমুখ। উৎসব কমিটির তরফে জানানো হয়েছে, রবীন্দ্রসঙ্গীত, লোকনৃত্য, নাটক-সহ ২৮টি বিভাগে ১৮০০ জন প্রতিযোগী যোগ দিয়েছেন। এ দিন কালনা মহকুমায় সাহিত্যচর্চার প্রশংসা করেন রবিরঞ্জনবাবু। |