l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
এ মাসের দ্বিতীয় সংস্করণে শীতের সব্জি নিয়ে খানাতল্লাশি ও
আপনার রান্নাঘর। সঙ্গে খবরের বৈচিত্র্য নিয়ে সংবাদের হাওয়াবদল।
‘খোঁড়া বাদশা’র খোঁজে
সেলিমও, দাবি সিআইডি-র
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
পুলিশ খুঁজছে। কিন্তু সংগ্রামপুরের বিষমদ-কাণ্ডে অন্যতম অভিযুক্ত ‘খোঁড়া বাদশা’ এলাকাছাড়া হওয়ার পিছনে ‘ভূমিকা’ রয়েছে মগরাহাট এলাকার দুষ্কৃতী সেলিম লস্কর ও তার দলবলেরও। ঘটনার তদন্তে নেমে এমনই তথ্য মিলেছে বলে দাবি সিআইডি-র। বুধবার বিষমদ-কাণ্ডের পরেই দুই স্ত্রী ও ছেলে-মেয়েকে নিয়ে বেপাত্তা ‘বাদশা’। মগরাহাট, রায়দিঘি, হলদিয়া ও দক্ষিণ শহরতলির মেটিয়াবুরুজে কয়েকটি গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে ওই চোলাই কারবারির সন্ধান না মিললেও ‘বাদশা’ এবং সেলিমের ‘আকচাআকচি’ নিয়ে বিস্তর তথ্য সিআইডি পেয়েছে। সেলিমের দল ‘বাদশা’কে খুঁজছে বলেও খবর রয়েছে সিআইডি-র কাছে। সোমবার আরও দু’জনের মৃত্যুর পরে বিষমদ-কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭২-এ। ওই ঘটনায় সেলিমের বিরুদ্ধে সরাসরি কোনও অভিযোগ নেই। তবে ইতিমধ্যেই ধরা পড়েছে ১৩ জন। রবিবার তাদের মধ্যে ৭ জনকে নিজেদের হেফাজতে পেয়েছে সিআইডি।
বিস্তারিত...
ঘিঞ্জি হাওড়ার পুরোটাই জতুগৃহ, মানছেন কর্তারা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
ছোট, মাঝারি, বড় কারখানার জঙ্গল তো দীর্ঘদিনের। তার সঙ্গে যেখানে-সেখানে গড়ে উঠেছে শপিং মল, বহুতল। গোটা হাওড়া শহরই যে কার্যত ‘জতুগৃহ’, তা পরোক্ষে স্বীকার করে নিলেন হাওড়া পুরসভা, পুলিশ, দমকল ও প্রশাসনের কর্তারা। তাঁদের বক্তব্য, ঘিঞ্জি হাওড়া শহরে একের পর এক বহুতল, শপিং মল, হাসপাতাল, নার্সিংহোম, কারখানা গড়ে উঠলেও অধিকাংশ ক্ষেত্রেই সেগুলির আগুন মোকাবিলার পরিকাঠামো নেই। এই অবস্থায় কোথাও আগুন লাগলে তা ভয়াবহ আকার নিতে পারে বলে কর্তাদের আশঙ্কা। তাই শুধু প্রশাসন নয়, মানুষেরও সচেতন হওয়া জরুরি। হাওড়া দমকল দফতর সূত্রের খবর, আগুনের মোকাবিলায় দমকলের পক্ষ থেকে মানুষকে হাতে-কলমে প্রশিক্ষণও দেওয়া হবে। জনতাকে সচেতন করতেই সোমবার একটি আলোচনাসভার আয়োজন করে জেলা প্রশাসন, হাওড়া সিটি পুলিশ এবং দমকল। শিবপুর পুলিশলাইনে ওই সভায় ছিলেন জেলার বিভিন্ন কারখানা, হাসপাতাল, নার্সিংহোম ও আবাসিক সংগঠনের প্রতিনিধিরা। ছিলেন জেলাশাসক সঙ্ঘমিত্রা ঘোষ, মেয়র মমতা জয়সোয়াল, দমকলের ডেপুটি ডিরেক্টর (পশ্চিমাঞ্চল) বিভাস গুহ ও সিটি পুলিশের কর্তারা।
বিস্তারিত...
ক্ষতিপূরণ মিলবে কি, দৃষ্টিহীনদের পরিবার ধন্দেই
শুভাশিস ঘটক • কলকাতা
বিষমদে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ২ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। টাকা কবে মিলবে, তা নিয়ে ধোঁয়াশা থাকলেও পরিবারগুলির ‘আশা’ এখন ওইটুকুই। কিন্তু যাঁরা বিষাক্ত চোলাই খেয়ে দৃষ্টিশক্তি হারিয়েছেন বা হারাতে বসেছেন, তাঁদের কী হবে, তা নিয়ে কোনও ঘোষণা নেই সরকারের তরফে। কী ভাবে সংসার চালাবেন, তা ভেবেই আকুল সদ্য দৃষ্টি হারানো গরিব মানুষ। দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক নারায়ণস্বরূপ নিগমের আশ্বাস, “কিছু একটা ব্যবস্থা হবেই। জেলা প্রশাসন পরিচালিত স্বনির্ভর প্রকল্পে ওই ব্যক্তিদের শারীরিক ক্ষমতা অনুযায়ী কোনও কাজের ব্যবস্থা করা হবে। সেই মতো আলোচনা করব।” এম আর বাঙুর হাসপাতালে চিকিৎসাধীন মগরাহাটের কলসহাট এলাকার বছর চল্লিশের বাসিন্দা নুরুল হক লস্কর এখন আর চোখে দেখতে পাচ্ছেন না।
বিস্তারিত...
সিপিএমের ১৭ নেতা বাদ নানা কমিটি থেকে
রানা সেনগুপ্ত • বর্ধমান
বর্ধমান শহরের ১৭ জন নেতাকে জোনাল ও চারটি লোকাল কমিটি থেকে সরিয়ে দিল সিপিএম। এঁদের মধ্যে রয়েছেন সুজিত ঘোষ, সুবীর রায়, সুনির্মল ওরফে কাল্টু নন্দী, রবিশঙ্কর পাল, দুর্র্গাশিব রায়, অধিক্রম সান্যাল, মৃদুল সেন প্রমুখ। দলের মধ্যে বিতর্ক এড়াতে শেষ তিন জনকে অবশ্য জোনাল কমিটির আমন্ত্রিত সদস্য করা হয়েছে। সিপিএমের পলিটব্যুরোর সদস্য তথা প্রাক্তন শিল্পমন্ত্রী নিরুপম সেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে হেরে যান। কেন্দ্রটি বর্ধমান শহর জোনাল কমিটির অন্তর্ভুক্ত। সেই কারণে দলের একাংশ মনে করছেন, বিধানসভা নির্বাচনে নিরুপমবাবুর পরাজয়ের জেরে এই ১৭ জনকে কমিটি থেকে সরিয়ে দেওয়া হল। পার্টি নেতৃত্ব অবশ্য তা মানতে চান নি। জোনাল কমিটির পুনর্নির্বাচিত সম্পাদক তাপস সরকার বলেন, “এটা আমাদের সাংগঠনিক প্রক্রিয়া। প্রতিটি সম্মেলনেই কেউ না কেউ বাদ পড়েন। তাঁদের জায়গায় আবার নতুন করে অন্য কাউকে নেওয়া হয়। তাই হয়েছে।”
বিস্তারিত...
বিদ্যুৎ বিচ্ছিন্ন, উৎপাদন বন্ধ ইসিএলের ৯ খনিতে
নিজস্ব সংবাদদাতা • আসানসোল
বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দেওয়ায় বন্ধ হল ৯টি খনির কাজ। আরও ২২টি খনির উৎপাদন বিঘ্নিত হয়েছে। টাকা বকেয়ার দাবিতে ডিসেরগড় পাওয়ার সাপ্লাই কর্পোরেশন (ডিপিএসসি) বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দিয়েছে। বিদ্যুৎ মিলছে না কয়েকশো কর্মী আবাসনেও। ডিপিএসসি জানিয়েছে, টাকা না-পেলে বিদ্যুৎ দেওয়া হবে না। ইসিএল কর্তৃপক্ষ জানান, তাঁরা আদালতে যাবেন। কিছু দিন ধরেই বকেয়া নিয়ে ‘কাজিয়া’ চলছে ইসিএল এবং ডিপিএসসি-র মধ্যে। কয়লার দাম না মেটানোয় ডিপিএসসি-র চিনাকুড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা সরবরাহ বন্ধ করেছে ইসিএল। ফলে ওই কেন্দ্রে ৩০ মেগাওয়াটের তিনটি ইউনিট বন্ধ। এমন পরিস্থিতিতে রবিবার দুপুরে জামুড়িয়ায় ইসিএলের শ্রীপুর, কেন্দা ও কাজোড়া এরিয়ায় এবং সোমবার সকালে রানিগঞ্জের কুনস্তরিয়া ও কুলটির সোদপুর এরিয়ায় বেশ কিছু কোলিয়ারি ও আবাসনে বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দেয় ডিপিএসসি।
বিস্তারিত...
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বাঁকুড়ায়,
পুরুলিয়ায় ভাল ফল কংগ্রেসের
নিজস্ব প্রতিবেদন
স্কুল পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে বাঁকুড়ায় জয়ের ধারা অব্যাহত রাখল তৃণমূল। পাশাপাশি বেশ কিছু ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বও প্রকাশ্যে এসেছে। পুরুলিয়ার স্কুল নির্বাচনেও বামেদের হার চলছে। সেখানে তুলনায় ভাল ফল করেছে কংগ্রেস। তবে এই জেলার অনেক স্কুলেই কংগ্রেসের সঙ্গে তাদের জোটসঙ্গী তৃণমূলের মুখোমুখি লড়াই হয়েছে। রবিবার বাঁকুড়ার পাঁচটি স্কুলে ভোট হয়। প্রতিটিতেই জয়ী হয়েছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। ওই দিন পাত্রসায়র ব্লকের হদল নারায়ণপুর হাইস্কুলে অভিভাবক প্রতিনিধির ৬টি আসনে নির্বাচন হয়। পাত্রসায়র ব্লক তৃণমূল সভাপতি স্নেহেশ মুখোপাধ্যায়ের গোষ্ঠী এবং স্থানীয় তৃণমূল নেতা পার্থপ্রতিম সিংহের গোষ্ঠী পৃথক ভাবে ৬ জন করে মোট ১২ জন প্রার্থী দেয়। ৬টি আসনের ৫টিতে স্নেহেশবাবুর মনোনীত প্রার্থীরা বড় ব্যবধানে জিতেছেন। একটি মাত্র আসন গিয়েছে অন্য গোষ্ঠীর ঝুলিতে। স্কুলের প্রধান শিক্ষক অচলকুমার মুখোপাধ্যায় বলেন, “মোট ভোটার ছিলেন ১২৫৬। ভোট পড়েছে ১০৫০।
বিস্তারিত...
কাজ না হওয়ার অভিযোগে
আন্দোলনের হুমকি গুরুঙ্গের
নিজস্ব সংবাদদাতা • দার্জিলিং ও শিলিগুড়ি
দলের যুব সংগঠন পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে আন্দোলনে নামার ঘোষণা করেছে রবিবার। রাজ্য সরকার তাতে প্রতিক্রিয়া জানায়নি। সোমবার আসরে নামলেন খোদ গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুঙ্গ। দার্জিলিং পাহাড়ে কাজের কাজ কিছু হচ্ছে না, এই অভিযোগ তুলে তিনি ফের আন্দোলনে নামার ‘হুমকি’ দিলেন। সোমবার দার্জিলিঙের সিংমারিতে দলের সদর দফতরে এক সাংবাদিক বৈঠকে গুরুঙ্গের অভিযোগ, “রাজ্য সরকার জিটিএ-চুক্তি করেছে। মুখ্যমন্ত্রী দার্জিলিংকে সুইৎজারল্যান্ড বানানোর কথা বলেছেন। আমরা অনেক উন্নয়নের আশায় বসে রয়েছি। কিন্তু, কথাই বেশি হচ্ছে। কাজের কাজ হচ্ছে না।” প্রায় ‘হুমকির সুরে’ বিমল বলেন, “এ ভাবে বেশি দিন বসে থাকতে পারব না। জানুয়ারির শেষে সমাবেশ করে নতুন করে আন্দোলনে নামতে বাধ্য হব।” কী ধরনের আন্দোলন করবেন? গুরুঙ্গের জবাব, “দলের যুব সংগঠন যা করছে, করুক। তা নিয়ে কিছু বলব না। আমরা যা করার, করব। যথা সময়ে ঘোষণাও করা হবে।”
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
উপাচার্যের সঙ্গে বিরোধ তুঙ্গে
ওঠায় আশঙ্কা অচলাবস্থার
দুর্ঘটনায় মৃত্যু, অবরোধ
দক্ষিণবঙ্গ
ক্যানিংয়ে বহু এলাকায়
চোলাইয়ের রমরমা
গোঘাটে ব্যাঘাত একশো
দিনের কাজের প্রকল্পে
বর্ধমান
ভাঙচুর-হামলায় অভিযুক্ত
সিপিএম, গ্রেফতার তিন
অনুষ্ঠানবাড়ি শহরে ক’টা,
জানা নেই পুরসভারই
পুরুলিয়া
সত্যজিৎ খুনে ধৃত
দশম শ্রেণির ছাত্র
জেলার স্কুল
নির্বাচনে মিশ্র ফল
মুর্শিদাবাদ
শিলান্যাসেই আটকে
রাস্তা তৈরির কাজ
মেদিনীপুর
বেহাল পাঠাগারে
নষ্ট হচ্ছে বইপত্র
জেল থেকে মুক্তিপ্রাপ্তদের
পুনর্বাসনে স্বেচ্ছাসেবী সংস্থা
কলকাতা
২৩.৭/১২.৪
আজকের দিনে
•
বিশ্ব মানব সংহতি দিবস।
•১৯০৫:
অস্ট্রেলীয় ক্রিকেটার
বিল ও’রিলির জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
আজকের জন্য
প্রতি মাসের ২১ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.