৬ কালচে পীতবর্ণ মণি।
৭ এ রকম রচনা নির্মল
আনন্দ উদ্রেক করে।
৯ তাৎপর্য, মূল কথা।
১০ প্রয়োজনের তুলনায় বেশি হওয়া।
১১ সমুদ্রের তটভূমি।
১২ সূর্যোদয় থেকে পুনরায়
সূর্যোদয় পর্যন্ত এক অহোরাত্র।
১৩ ক্ষীরের সন্দেশবিশেষ।
১৪ ক্লান্তিহীন।
১৬ নদী বা জলাধারের
জলস্ফীতি যে রেখা ছাপিয়ে
উঠলে বন্যার আশঙ্কা থাকে।
১৮ দেখাশুনা।
২০ মন্ত্রীর কর্মদফতর।
২১ হাতে হাতে।
২৩ এ ভাবে দিন কাটানো উচিত নয়।
২৫ নত হয় এমন।
২৭ গায়ক বা বাদকের লয়ের
নানা বৈচিত্র প্রদর্শন।
২৯ প্রতিনিয়ত, সর্বদা।
৩১ মন্দ কথা।
৩২ বেশভূষা।
৩৪ বরিশালের সরু চাল।
৩৫ বাদশাহের তুল্য আড়ম্বরপূর্ণ জীবন।
৩৬ বংশের তিলক।
৩৭ রেশম ও কার্পাস মিশিয়ে
প্রস্তুত দামি শৌখিন বস্ত্রবিশেষ। |
|
১ কাজে আসে এমন।
২ চশমাদিতে ব্যবহৃত
কাচের গোল চাকতি।
৩ পুরাণের দ্যুমুৎসেন রাজার
পুত্র ও সাবিত্রীর স্বামী।
৪ সফলতাযুক্ত।
৫ মায়ের বাবা।
৬ শত্রুতা করা।
৮ প্রত্যক্ষদর্শী এবং প্রমাণসমূহ।
১৫ স্বামী বর্তমান যে নারীর।
১৬ বিদ্যাশিক্ষার কেন্দ্র।
১৭ প্রজার দখল উপেক্ষা করে
জমিদারের অধিকার স্থাপন।
১৯ সম্পূর্ণ বিনষ্ট বা ধ্বংসপ্রাপ্ত।
২০ রান্নাকরা খাদ্যবস্তু ও
তার স্পর্শজনিত দোষ।
২২ পরিবর্তন, বিনিময়।
২৪ দেবী দুর্গা।
২৬ সদ্য বিবাহিত স্বামী-স্ত্রী।
২৮ প্রয়োজন সাধনের ক্ষমতা।
৩০ অনবরত।
৩১ আবির ও সুবাসিত
জলে পূর্ণ গোলকবিশেষ।
৩২ নানা কথার মধ্যে সার কথা।
৩৩ ব্যঙ্গে অত্যন্ত সুবিধাজনক অবস্থা। |