l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
কোস্টা রিকার মতো একটা ছোট্ট দেশ ঘুরতে গিয়ে সেখানকার স্থানীয় খাদ্য সম্ভারের দিকে তাকালে অবাক হয়ে যেতে হয়!
‘খানাতল্লাশি’
তে এ বার সেই আশ্চর্য খাদ্য ভাণ্ডারের হদিশ। সঙ্গে বাঙালির আদরের শীত-খাবার ‘পিঠে’ হাজির
‘আপনার রান্নঘর’
-এ। মাঝমাসের হাওয়াবদলে অন্য খবরের ডালি সাজিয়ে রইল
‘সংবাদের হাওয়াবদল’
।
মেয়েকে দেখতে দেবে কি পুলিশ, প্রশ্ন মায়ের
সমীর দত্ত • বেলপাহাড়ি
দেবব্রত দাস • রানিবাঁধ
আত্মসমর্পণ মানে কি মায়ের কাছে ফেরা? জানেন না জাগরীর মা। আট বছর ঘরছাড়া তাঁর মেয়ে। এ বার মেয়েকে একবার দেখতে চান গুরুবারি বাস্কে। মা যতটা আকুল, ভাই ততটা নন। মাওবাদী দিদির জন্য বাড়িতে বহুবার পুলিশি হেনস্থা হয়েছে। দিদির উপর তাই তাঁর অনেক অভিমান। খানিকটা ক্ষোভও। ঘটনাচক্রে, বুধবারই তিনি পুলিশে চাকরির আবেদনপত্র জমা দিয়েছেন। বস্তুত, বাড়ির মেয়ের মাওবাদী স্কোয়াডে থাকার জন্য পরিবারের উপরে অনেক ঝড়ঝাপটা বয়ে গিয়েছে। পুলিশ বারবার এসেছে। জেরা করেছে। জাগরী বাস্কের আত্মসমর্পণ করার খবরে তাই খুব একটা ‘আবেগপ্রবণ’ হতে পারছেন না তাঁর ভাই শোভারাম। পুরুলিয়া-পশ্চিম মেদিনীপুরের সীমানায় বেলপাহাড়ির বকডোবা গ্রামের বাড়িতে এই যুবকের প্রতিক্রিয়া, “দিদি আট বছর আগে বাড়ি ছেড়েছে। এত দিন একবারের জন্যও যোগাযোগ করেনি। তাই ভালমন্দ কিছুই আমার অন্তত মনে হচ্ছে না।”গুরুবারি বাস্কে অবশ্য মেয়েকে একবার চোখের দেখা দেখতে আকুল। বান্দোয়ানের গুড়পানায় সিআরপি শিবির থেকে জঙ্গলপথে প্রায় দু’কিলোমিটার হেঁটে সন্ধের মুখে পৌঁছনো গেল প্রত্যন্ত গ্রামটিতে। গ্রামের ‘বিবাগী’ মেয়ে যে খোদ মুখ্যমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করেছে, তা তখনও জানা ছিল না তাঁদের। গ্রামে একটাই টিভি। ব্যাটারিতে চলত। বহুদিন হল খারাপ। আনন্দবাজারের কাছেই প্রথম শুনলেন তাঁরা।
বিস্তারিত...
মাওবাদী-বিরোধী ‘জনজাগরণ’
শুরু হয়েছে, বললেন শুভেন্দু
নিজস্ব সংবাদদাতা • সাঁকরাইল ও মেদিনীপুর
সেই সাঁকরাইল। ২০০৯-এর ২০ অক্টোবর সাঁকরাইল থানাতেই হামলা চালিয়েছিল মাওবাদীরা। দুই পুলিশ কর্মীকে মেরে, অস্ত্র লুঠ করে যাওয়ার সময়ে হামলাকারীরা অপহরণ করে নিয়ে গিয়েছিল ওসি অতীন্দ্রনাথ দত্তকেও। রাজ্যে থানায় মাওবাদী হামলার সেটাই প্রথম ঘটনা। বৃহস্পতিবার সেই সাঁকরাইল থানার অদূরে কেশিয়াপাতায় ভিড়ে ঠাসা সমাবেশে যুব তৃণমূলের রাজ্য সভাপতি তথা সাংসদ শুভেন্দু অধিকারী ঘোষণা করলেন, মাওবাদীদের বিরুদ্ধে জঙ্গলমহলে ‘জনজাগরণ’ শুরু হয়েছে। এ দিনই আত্মসমর্পণ করেছেন মাওবাদীদের অন্যতম শীর্ষনেত্রী জাগরী বাস্কে ও তাঁর স্বামী রাজারাম সোরেন। মহাকরণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে জাগরী বলেছেন, “মাওবাদীরা আর গরিব মানুষের স্বার্থ দেখছে না। শুধু খুনের রাজনীতিই করছে।” মাওবাদী নেত্রীর এই বক্তব্য ও আত্মসমর্পণ প্রসঙ্গে শুভেন্দুর প্রতিক্রিয়া, “শুভ পদক্ষেপ। আগেই বলেছি, বন্দুকগুলো থানায় জমা দিয়ে ওরা আত্মসমর্পণ করুক।” একই প্রসঙ্গে কেশিয়াপাতার সমাবেশে উপস্থিত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়ের মন্তব্য, “পথভ্রষ্টরা মূল স্রোতে ফিরতে চাইছেন। আমরা স্বাগত জানাচ্ছি।”
বিস্তারিত...
কাঁটাডির লুঠ হওয়া অস্ত্র মিলেছে
মৃত মাওবাদীদের কাছে
প্রশান্ত পাল • পুরুলিয়া
অযোধ্যা পাহাড়ের পাদদেশে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে দুই মাওবাদী স্কোয়াড সদস্যের মৃত্যুর পাশাপাশি অস্ত্র উদ্ধারের ঘটনাকেও ‘সাফল্য’ হিসেবে দেখছে পুলিশ বা যৌথ বাহিনী। সোমবার রাতে বলরামপুরের ঘাটবেড়া গ্রামের অদূরে অযোধ্যা পাহাড়ের পাদদেশে দুয়ারসিনি ঝোরার নীচে খুনটাঁড় গ্রামে ‘অপারেশন’ সেরে ফেরার পথে যৌথ বাহিনীর মুখোমুখি পড়ে যায় মাওবাদীরা। রাতভর গুলির লড়াইয়ের পরে ঘটনাস্থল থেকে দুই মাওবাদীর মৃতদেহের পাশাপাশি তাঁদের বেশ কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, একটি .৯ এমএম পিস্তল, একটি এসএলআর (স্বয়ংক্রিয় রাইফেল), একটি থ্রি-নট-থ্রি রাইফেল এবং একটি দো-নলা বন্দুক ছাড়াও উদ্ধার হয়েছে ওই সব আগ্নেয়াস্ত্রের মোট ১৫০ রাউন্ড গুলি। পুরুলিয়ার পুলিশ সুপার সুনীলকুমার চৌধুরী বলেন, “উদ্ধার হওয়া থ্রি-নট-থ্রি রাইফেলটি ২০০৬-এর ফেব্রুয়ারিতে আড়শার কাঁটাডি পুলিশ ক্যাম্প থেকে লুঠ করেছিল মাওবাদীরা। যে এসএলআর-টি মিলেছে, সেটিও মাওবাদীদের লুঠ করা। ২০০৯-এর ফেব্রুয়ারিতে বরাভূম (বলরামপুর) স্টেশনে ট্রেনের কামরায় আরপিএফ জওয়ানদের খুন করে ওই এসএলআর লুঠ করেছিল মাওবাদীরা।” কিন্তু .৯ এমএম পিস্তল তো শুধুমাত্র পুলিশবাহিনীই ব্যবহার করে? পুলিশ সুপারের জবাব, “ওই পিস্তলটিও লুঠ করা। তবে কোথা থেকে, তা খোঁজ নেওয়া হচ্ছে।”
বিস্তারিত...
জঙ্গলের জন্মদিনে খুদেরা পেল পুতুল হাতি
সমীর দত্ত • মানবাজার
টুম্পা, বুবুন, রিমঝিমদের জন্মদিন পালন করা হয়। পালন করা হয় পোষ্য পশুরও জন্মদিন। তাবলে জঙ্গলের জন্মদিন পালন! বৃহস্পতিবার এমন ঘটনাই ঘটল। মানবাজারের ঝাড়বাগদা জঙ্গলের জন্মদিন পালন করা হল। ‘জঙ্গলের বন্ধু’ কয়েকশো শিশুকে নিমন্ত্রণ করা হয়েছিল। তাদের পুতুল হাতি উপহার দেওয়া হল। জাপানের একটি সংস্থা এই উপহারগুলি পাঠিয়েছে। সংস্থার পটমদা এলাকার দায়িত্বে থাকা প্রকল্প আধিকারিক নন্দলাল বক্সী জানান, আগে এই এলাকা ঝাড়বাগদার পাহাড় নামে পরিচিত ছিল। ন্যাড়া পাহাড়। চারদিক ধূ ধূ ফাঁকা এলাকা। ১৯৯৯ সালে এই এলাকার প্রায় ৩০০ একর জায়গা জুড়ে তাঁরা বনসৃজন শুরু করেন। গত এক দশকে সেই ফাঁকা এলাকা এখন জঙ্গলে পরিণত হয়েছে। নাম বদলে গিয়েছে এলাকার। কেউ আর ঝাড়বাগদার পাহাড় বলেন না। বলেন, ঝাড়বাগদার জঙ্গল।এই জঙ্গলেরই জন্মদিন পালন করা হল। অনুষ্ঠানে ছয়টি প্রাথমিক ও শিশু শিক্ষাকেন্দ্রের কয়েকশো পড়ুয়াকে ডাকা হয়েছিল। জাপান থেকে তাঁদের জন্য তিন হাজার পুতুল হাতি পাঠানো হয়েছিলেন। খুদেদের হাতে সেই পুতুল তুলে দেওয়া হল। কারণ তাঁরা যে জঙ্গলের বন্ধু!
বিস্তারিত...
উন্মুক্ত শিল্পপ্রদর্শনী হচ্ছে উত্তরসেহেলায়
অরুণ মুখোপাধ্যায় • শান্তিনিকেতন
শিল্পকর্ম শুধু চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এমনকী ছবি আঁকা বা ভাস্কর্য তৈরি করাকে ‘আর্ট’ বলা যায় না। প্রাকৃতিক পরিবেশে কোনও শিল্পকর্ম করলেও তা ‘আর্টে’র মধ্যে পড়ে। তার প্রমাণ পাওয়া গিয়েছিল আগেই। গত বছর জানুয়ারি মাসে ইলামবাজারের কাছে দ্বারন্দা গ্রামে অনুষ্ঠিত রাজ্য আদিবাসী সংস্কৃতি উৎসবে। এ বার সেই রকম একটি শিল্প প্রদর্শনীর আয়োজন করেছেন জাপানের ৮ জন পুরুষ ও মহিলা শিল্পী। তাঁরা শিল্প প্রদর্শনীর জন্য বেছে নিয়েছেন শান্তিনিকেতন থেকে ৮ কিলোমিটার দূরে উত্তরসেহেলা গ্রামটিকে। গত বছর স্থানীয় একটি ফুটবল মাঠে হুবহু তুলে আনা হয়েছিল দ্বারন্দা আদিবাসী গ্রামটিকে। সেই কাজ হয়েছিল বিশিষ্ট নাট ব্যক্তিত্ব রতন থিয়ামের পরিকল্পনায়। চট ও খড় দিয়ে আদিবাসীদের বাড়ি তৈরি করা হয়েছিল। যা উন্মুক্ত প্রাঙ্গণে শিল্পের চেহারা নিয়েছিল। ঠিক ওই রকম না হলেও কোপাই নদী ঘেরা আদিবাসী গ্রাম উত্তরসেহেলাকে নিয়ে শিল্প প্রদর্শনীর আয়োজন করেছেন জাপানের ৮ তরুণ শিল্পী।
বিস্তারিত...
গাড়িতে ব্যাজ, ট্রাফিক
আইন ভাঙার হিড়িক বারাসতে
অরুণাক্ষ ভট্টাচার্য • কলকাতা
রাজনৈতিক দলের একটা ব্যাজ। ব্যস্ততম রাস্তায় ট্র্যাফিক সিগন্যালের তোয়াক্কা না করে গাড়ি চালানোর ‘ছাড়পত্র’ এটাই। গাড়িতে ঝুলিয়ে বা ড্যাশবোর্ডে ফেলে রাখলেই ‘কাজ’ হবে। সিগন্যালকে বুড়ো আঙুল দেখিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যেতে গিয়ে যদি বা কোনও পুলিশকর্মী গাড়ি দাঁড় করান, ভিতর থেকে উত্তর আসতে পারে, “দেখছেন না, জরুরি কাজে যাচ্ছি। নিজের কাজ করুন।” কিংবা, “পার্টির কাজে যাচ্ছি। তাড়া আছে।” ভারী গলায় এই উত্তর শোনার পরে ট্র্যাফিক পুলিশের কনস্টেবলের ঘাড়ে ক’টা মাথা, তাঁরা গাড়ি আটকাবেন কিংবা কেস দেবেন! উত্তর ২৪ পরগনায় যশোহর রোডে খানিক ক্ষণ দাঁড়ালেই রোজ চোখে পড়বে এমন ব্যাজ লাগানো অসংখ্য গাড়ি। মূলত রাজ্যে ক্ষমতাসীন দল তৃণমূলের ব্যাজ লাগিয়েই সিগন্যাল ভাঙার প্রবণতা দেখা যাচ্ছে বলে জানালেন পুলিশ কর্তারা। কিন্তু কাজটা তো বেআইনি। ‘ভিআইপি’ কিংবা ‘প্রেস’ স্টিকার লাগানো গাড়ি তো বটেই, মন্ত্রী-সান্ত্রীদের গাড়িও ট্রাফিক সিগন্যাল ভাঙতে পারে না।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
তৃণমূলের নেতা খুন,
অভিযুক্ত কংগ্রেস
উড়ান চালাতে
আর্জি রাজ্যকে
দক্ষিণবঙ্গ
পড়শি বালিকাকে ধর্ষণ
করে খুন, ধৃত কিশোর
কার্তিক পুজোয়
ঢল বাঁশবেড়িয়ায়
বর্ধমান
প্রস্তুত বাজনা থেকে
আলো, আজ ‘লড়াইয়ে’
মাততে তৈরি কাটোয়া
পুনর্বাসনের জন্য তৈরি
হল বিশেষজ্ঞ কমিটি
পুরুলিয়া
নিম্নমানের কাজের অভিযোগ,
রাস্তা তৈরিতে বাধা
ছড়া-ছবি দেখে শৈশবের
কথা মনে পড়ে প্রবীণদের
মুর্শিদাবাদ
হকারমুক্ত নবদ্বীপ
গড়ছে পুরসভা
বার্ষিক পরীক্ষা কবে,
জানেন না শিক্ষকেরা
মেদিনীপুর
হাইকোর্টে প্রাথমিক তদন্ত
রিপোর্ট পেশ করল সিআইডি
জমি অধিগ্রহণের
আগেই কাজ শুরু
কলকাতা
৩১.৬৫/১৯.৫
আজকের দিনে
•
১৯০১:
অভিনেতা ও নির্দেশক
ভি শান্তারামের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
প্রতি মাসের ২১ তারিখে কলকাতার কথকতা নিয়ে
দীপাবলী, কালীপুজো, দীপান্বিতা লক্ষ্মীপুজো: এখন, অতীত ও পুরাণ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.