l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
কোস্টা রিকার মতো একটা ছোট্ট দেশ ঘুরতে গিয়ে সেখানকার স্থানীয় খাদ্য সম্ভারের দিকে তাকালে অবাক হয়ে যেতে হয়!
‘খানাতল্লাশি’
তে এ বার সেই আশ্চর্য খাদ্য ভাণ্ডারের হদিশ। সঙ্গে বাঙালির আদরের শীত-খাবার ‘পিঠে’ হাজির
‘আপনার রান্নঘর’
-এ। মাঝমাসের হাওয়াবদলে অন্য খবরের ডালি সাজিয়ে রইল
‘সংবাদের হাওয়াবদল’
।
জোড়া খুনের প্রতিক্রিয়ায়
দু’রকম ছবি বলরামপুরে
নিজস্ব প্রতিবেদন
মাওবাদী হামলায় জোড়া খুন হয়েছে সোমবার। কিন্তু তার প্রতিক্রিয়ায় মঙ্গলবার দু’টো আলাদা ছবি দেখাল পুরুলিয়ার বলরামপুর। একটা অংশে আতঙ্ক ফিরেছে চেনা চেহারায়। অন্য অংশে চোখে পড়েছে আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরার মরিয়া প্রয়াস। প্রথমটা অযোধ্যা পাহাড় লাগোয়া ঘাটবেড়া-কেরোয়া পঞ্চায়েত এলাকা। ব্যাস ১৪-১৫ কিলোমিটার। দ্বিতীয়টা ১৫ কিলোমিটার দূরের বলরামপুর সদর এবং তাকে কেন্দ্র করে ৭-৮ কিলোমিটার ব্যাসের একটা বৃত্ত। ঘাটবেড়া-কেরোয়া এলাকারই খুনটাঁড় গ্রামে তৃণমূল কর্মী রাজেন সিংহ সর্দারকে বাড়িতে না পেয়ে তাঁর বাবা অজিত ও ভাই বাকুকে গুলি করে খুন করে মাওবাদীরা। মঙ্গলবার যৌথ বাহিনীর উপস্থিতি সত্ত্বেও সেখানে ফিরে এসেছে মাস পাঁচেক আগের নির্বাচন-পূর্ববর্তী আশঙ্কার বাতাবরণ। বিধানসভা ভোটের আগে পুলিশের চর সন্দেহে বলরামপুরের একাধিক খুন করেছে মাওবাদীরা। নিরাপত্তার কড়াকড়ি করেছিল যৌথ বাহিনীও। সে সময়ে এলাকার মানুষ তটস্থ থাকতেন। স্থানীয় সূত্রের খবর, অযোধ্যা পাহাড়ের কোল ঘেঁষা গ্রামগুলোতে ফের সেই আতঙ্কের আবহ ফিরিয়ে এনেছে সোমবারের জোড়া খুন। এ দিন সকালে সুনসান খুনটাঁড় গ্রামে চলছিল যৌথ বাহিনীর টহল। আতঙ্ক সেখানে কতটা, তা স্পষ্ট নিহত অজিতবাবুর স্ত্রী চারুবালা সিংহ সর্দারের কথায়।
বিস্তারিত...
বোমা নিষ্ক্রিয় করতে নামল সিআইডি
নিজস্ব সংবাদদাতা • নানুর ও লালবাগ
নানুরের সুচপুরে যে জায়গায় বোমা নিষ্ক্রিয় করতে এক পুলিশকর্মীর মৃত্যু হয়েছিল সেই বোমা নিষ্ক্রিয় করতে নামানো হল সিআইডি-র ‘বম্ব ডিসপোজাল স্কোয়াড’কে। মঙ্গলবার সকাল ৯টা নাগাদ সিআইডি-র পাঁচ সদস্যের একটি দল বোমাগুলি নিষ্ক্রিয় করে। এ দিন দুপুরেই মুর্শিদাবাদ পুরসভা প্রাঙ্গণে তিন মন্ত্রীর উপস্থিতিতে ‘গান স্যালুট’ দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হল মৃত পুলিশকর্মী নওনেহাল মির্জাকে। সুচপুরে সকালে গিয়ে দেখা যায়, বোমা নিষ্ক্রিয় করার জন্য ছোট একটি গাছের নীচে গর্ত কতগুলি বোমা রাখা হয়েছে। আর গাছে বাঁধা রয়েছে ‘কপিকল’। কপিকলের একপ্রান্তে লোহার বল ঝোলানো। ওই গর্ত থেকে প্রায় ৫০ ফুট দূরত্বে দড়ি দিয়ে ওই বল বোমার উপরে ফেলা হচ্ছে। তবে কর্মীদের হাতে ও শরীরে কোনও বিস্ফোরক প্রতিরোধকারী পোশাক নেই। এ ব্যাপারে অবশ্য কর্মীরা কোনও মন্তব্য করতে চাননি। প্রসঙ্গত, রবিবার সুচপুর গ্রামের একটি পুকুরপাড়ে মাটি খুঁড়ে পুলিশ ৮টি ড্রাম ভর্তি প্রায় ৭০০ বোমা এবং আরও একটি ড্রামে বোমার মশলা উদ্ধার করে।
বিস্তারিত...
কংগ্রেস মন্ত্রীর ইস্তফা দাবি করল তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ
রাজ্যের উন্নয়ন ও পরিকল্পনা দফতরের প্রতিমন্ত্রী প্রমথনাথ রায়ের পদত্যাগ দাবি করল তৃণমূল। সম্প্রতি রায়গঞ্জে এইমস-এর ধাঁচে হাসপাতাল তৈরির দাবিতে কংগ্রেস যে আন্দোলনে নেমেছে, তাতে কালিয়াগঞ্জের ওই কংগ্রেস বিধায়কও সামিল হয়েছেন। তৃণমূলের বক্তব্য, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ‘দ্বিচারিতা’র অভিযোগ তুলেই কংগ্রেস আন্দোলনে নেমেছে। মন্ত্রীও ওই আন্দোলনে সামিল হয়ে রাজ্য মন্ত্রিসভায় থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। মঙ্গলবার রায়গঞ্জে সাংবাদিক বৈঠক করে উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের অন্যতম নেতা তিলক চৌধুরী বলেন, “রাজ্য মন্ত্রিসভার সদস্য হয়েও প্রমথনাথবাবু মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারে সামিল হয়েছেন। তাঁর আর মন্ত্রিসভায় থাকার নৈতিক অধিকার নেই। উনি এ বার পদত্যাগ করুন।” প্রমথনাথবাবু অবশ্য তৃণমূলের ওই দাবি নিয়ে মাথা ঘামাতে রাজি নন। তিনি বলেন, “মানুষের স্বার্থে কাজ করছি। কে, কোথায় আমার পদত্যাগ দাবি করল তা নিয়ে মাথা ঘামানো বা মন্তব্য করার মানসিকতা আমার নেই।” তৃণমূলের দাবি, আগামী পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে কংগ্রেস হাসপাতাল নিয়ে রাজনীতি করছে। তিলকবাবু বলেন, “রায়গঞ্জে হাসপাতাল হোক, সেটা আমরাও চাই।
বিস্তারিত...
ভাঁড়ে ভবানী, দু’টাকার চাল বন্ধ মেদিনীপুরে
সুমন ঘোষ • মেদিনীপুর
রাজ্যের কোষাগারের হাল এমনই, গণবণ্টন ব্যবস্থাই ভেঙে পড়ার উপক্রম হয়েছে পশ্চিম মেদিনীপুরে। মাওবাদী প্রভাবিত, ‘পিছিয়ে পড়া’ যে জেলাতেই কি না আমলাশোল, সেখানে বিপিএল ও অন্ত্যোদয় যোজনার তালিকাভুক্ত গরিব মানুষ রেশনে চাল পাচ্ছেন না। কবে ফের পাবেন, সে নিয়ে স্পষ্ট কোনও আশ্বাসও দিতে পারছেন না জেলা প্রশাসনের আধিকারিকরা। জেলা খাদ্য নিয়ামক প্রদীপ ঘোষের বক্তব্য, “সমস্যা সমাধানের চেষ্টা চলছে।”রাজ্যের কাছে অর্থও চেয়েছে জেলা খাদ্য দফতর। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলায় বিপিএল ও অন্ত্যোদয় যোজনার আওতায় থাকা মানুষের সংখ্যা ২৯ লক্ষ ৪৪ হাজার ৮৭৯ জন। যাঁদের ২ টাকা কেজি দরে চাল দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী নিজে তাঁর দু’দফার জঙ্গলমহল সফরে ঘোষণা করেছিলেন, সকলের জন্য খাদ্যের ব্যবস্থা করবে সরকার। কিন্তু কার্যক্ষেত্রে জেলায় ২ টাকা কেজি দরে চালের ভাঁড়ারই এখন শূন্য। এ ক্ষেত্রে এফসিআই থেকে চাল কেনা হয়। কিন্তু চাল কিনতে হলে টাকার প্রয়োজন। সেই টাকাই নেই।
বিস্তারিত...
বিষ্ণুপুরে
র্যাগিং
য়ে ধৃত দুই ছাত্রের জেল হাজত
নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর ও কলকাতা
র্যাগিং-কাণ্ডে ধৃত দুই ছাত্রের জেল হাজত হল। মঙ্গলবার তাঁদের বিষ্ণুপুর আদালতে তোলা হলে বিচারক ৬ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন। তবে তাঁদের বিরুদ্ধে এ দিনও শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারল না বিষ্ণুপুরের মল্লভূম ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)-র ‘অ্যান্টি র্যাগিং কমিটি’। ব্যবস্থা নিতে পারেনি কর্তব্যে গাফিলতিতে অভিযুক্ত হস্টেল ওয়ার্ডেন বা নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে। এই ঘটনায় ছাত্র-ছাত্রীদের একাংশ ক্ষুব্ধ। কমিটির চেয়ারম্যান তথা ওই কলেজের অধ্যক্ষ শরণকুমার সান্যাল বলেন, “অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সিদ্ধান্তে আসতে পারিনি। শীঘ্রই ওই ২ ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” র্যাগিংয়ের অভিযোগ তোলা দ্বিতীয় বর্ষের ছাত্র দ্বৈপায়ন ঘোষকে বিষ্ণুপুর হাসপাতাল থেকে নিয়ে তাঁর বাবা কলকাতার ঠাকুরপুকুরের বাড়িতে ফেরেন। র্যাগিং-কাণ্ডে ধৃত দুই ছাত্র চতুর্থ বর্ষের শান্তনু চৌধুরী ও পৃথ্বীজিৎ রায়কে বিচারক ২১ নভেম্বর পর্যন্ত জেল হাজতে রাখার নির্দেশ দেন। সে দিন পুলিশকে ‘কেস ডায়েরি’ ও ‘ইনজুরি রিপোর্ট’ জমা দিতে বলা হয়েছে। এই ঘটনায় ভেঙে পড়েছেন তাঁদের বাড়ির লোকজন।
বিস্তারিত...
কৃষি সমবায়ের বিরুদ্ধে সার
নিয়ে কালোবাজারির অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • তারকেশ্বর
রাজ্য সরকারের হুঁশিয়ারি সত্ত্বেও সারের কালোবাজারি নিয়ে শোরগোল অব্যাহত হুগলি জেলায়। প্রায়ই এ নিয়ে বিক্ষোভ, আন্দোলন চলছে বিভিন্ন জায়গায়। মঙ্গলবার তারকেশ্বরের কুলতেঘরী-কেটেরা সমবায় কৃষি উন্নয়ন সমিতির সামনে সকাল থেকে দুপুর পর্যন্ত বিক্ষোভ দেখান চাষিরা। কৃষি দফতর এবং প্রশাসনের বিভিন্ন দফতরে ওই সমবায়ের বিরুদ্ধে ‘নিয়ম বহির্ভূত’ ভাবে সারের বস্তা-পিছু অতিরিক্ত দাম নেওয়ার লিখিত অভিযোগ জানান চাষিরা। তারকেশ্বর পুরসভার চেয়ারম্যানও লিখিত ভাবে একই অভিযোগ জানান রাজ্যের সমবায় মন্ত্রী এবং কৃষি দফতরের প্রধান সচিবকে। এ ব্যাপারে চন্দননগরের মহকুমাশাসক অভিজিৎ মিত্র বলেন, “অভিযোগ পেয়েছি। সমবায় দফতর ঘটনার বিভাগীয় তদন্ত করবে। পুলিশের সঙ্গেও কথা বলেছি। চাষিদের অভিযোগের প্রতিলিপি পুলিশের কাছে পাঠিয়েছি। পুলিশকে বলেছি, অভিযোগের সারবত্তা থাকলে দোষীদের গ্রেফতার করে উপযুক্ত ব্যবস্থা নিতে।”
বিস্তারিত...
প্রস্তুতির শেষ লগ্নে নজর পরিচ্ছন্নতায়
সৌমেন দত্ত • কাটোয়া
মাঝে আর মাত্র এক দিন। তার পরেই শহরের সবচেয়ে বড় উৎসব ‘কার্তিক লড়াই’। তাই মঙ্গলবার থেকেই কাটোয়ায় সাজো সাজো রব। পুরসভা, পুলিশ থেকে বিদ্যুৎ দফতর, সকলেই ব্যস্ত শেষ মূহুর্তের প্রস্তুতিতে। এক কথায়, যুদ্ধকালীন তৎপরতা গোটা শহর জুড়েই। তবে পুজো উদ্যোক্তাদের ক্ষোভ, বিদ্যুৎ বিভ্রাটের জেরে কিছুটা সমস্যায় পড়ছেন তাঁরা। খানা-খন্দে ভরা রাস্তা সংস্কার করছে পুরসভা। রাস্তায় পড়েছে নতুন পিচের প্রলেপ। পুজো উদ্যোক্তারা ব্যস্ত মণ্ডপ তৈরির কাজে। এক দল উদ্যোক্তা আবার সাজাচ্ছেন ‘থাকা’ পুতুল। বৃহস্পতিবার কার্তিক পুজো। আর তার পরের দিনই হবে শোভাযাত্রা। পুরসভার তরফে ইতিমধ্যে শহরের ১৯টি রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে জানানো হয়েছে। এ ছাড়াও আঢাকা খাবার ও কাটা ফল বিক্রি এবং প্লাস্টিক ব্যবহার নিয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সবে মিলে জমজমাট কাটোয়ার কার্তিক লড়াই। ইতিমধ্যে গোটা শহর আলোয় সাজতে শুরু করেছে। শহর ছাড়িয়ে পানুহাটেও কার্তিক পুজোর বেশ রমরমা।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
কংগ্রেস, তৃণমূলের জোট আশঙ্কা করে কর্মীদের সতর্কবার্তা
তিন পুরসভায়
মোর্চারই প্রার্থী
দক্ষিণবঙ্গ
তিন ছাত্রীকে কটূক্তি মদ্যপদের, মদের দোকানে ভাঙচুর, আগুন
জেলাস্তরে কাজের সমন্বয়ে
কমিটি গড়ার নির্দেশ মানসের
বর্ধমান
‘বিকল্প চাষ’ খায় না
মাথায় দেয়, কে জানে
বরাকরে যানজট কমাতে জবরদখল হটাতে চায় পুলিশ
পুরুলিয়া
মাওবাদী বিরোধী প্রচার
করেই নিশানায় রাজেন
সহায়ক মূল্যে ধান
না কেনায় ক্ষোভ
মুর্শিদাবাদ
তিন মন্ত্রীর উপস্থিতি,
গান স্যালুটে শেষ শ্রদ্ধা
গঙ্গা পাড়ের পার্ক
এখন মদ্যপদের ঠেক
মেদিনীপুর
কেলেঘাই-কপালেশ্বরী
সংস্কার প্রকল্প রূপায়ণে
পটাশপুরে বৈঠক
বিধায়ক জেলে, উৎসবের উপহারও পড়ে গড়বেতায়
কলকাতা
৩০.১/২২.৫
আজকের দিনে
•১৯৪৫:
ইউনেস্কোর সূত্রপাত।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
প্রতি মাসের ২১ তারিখে কলকাতার কথকতা নিয়ে
দীপাবলী, কালীপুজো, দীপান্বিতা লক্ষ্মীপুজো: এখন, অতীত ও পুরাণ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.