l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
সিআইডি-তদন্তের মধ্যেই
নন্দীগ্রামে স্মরণসভা আজ
নিজস্ব সংবাদদাতা • তমলুক
নন্দীগ্রামে জমি-রক্ষা আন্দোলন-পর্বে ২০০৭-এর ১০ নভেম্বর ভূমি-উচ্ছেদ প্রতিরোধ কমিটি’র মিছিলে হামলা চালিয়েছিল সিপিএমের বাহিনী। হামলায় নিহতদের স্মরণে গত তিন বছরের মতো আজ, বৃহস্পতিবারও গোকুলনগরে সভার আয়োজন করেছে ভূমি-কমিটি। সকালে প্রথমে তেখালি সেতু থেকে মিছিল শুরু হবে। মিছিল যাবে গোকুলনগরের করপল্লিতে। এখানেই ভূমি-কমিটির মিছিলে গুলি চলেছিল বলে অভিযোগ। সেখানেই হবে স্মরণসভা। উপস্থিত থাকবেন তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারী, এসইউসি-র রাজ্য সম্পাদক সৌমেন পাল। বিকেলে হাজরাকাটাতেও সভার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন ভূমি-কমিটির নেতা তথা নন্দীগ্রাম-১ পঞ্চায়েত সমিতির তৃণমূল সহ-সভাপতি আবু তাহের। গত তিন বারের থেকে এ বার পরিস্থিতি ভিন্ন। ভূমি-কমিটির প্রধান শক্তি যে তৃণমূল, তারাই এখন রাজ্যের শাসন ক্ষমতায়। স্বভাবতই চার বছর আগের ঘটনায় অভিযুক্তদের শাস্তি এবং হতাহতদের পরিজনেদের জন্য ক্ষতিপূরণের দাবি জোরালো হয়েছে।
বিস্তারিত...
‘নতুন’ বনাম ‘আদি’ তৃণমূলের লড়াই খানাকুলে
নিজস্ব সংবাদদাতা • খানাকুল
সংঘর্ষ, রক্তপাত, খুনোখুনি এ সবের অভিজ্ঞতা খানাকুলের মানুষের কাছে নতুন নয়। বাম জমানায় সিপিএম-তৃণমূলের মধ্যে অহরহ রাজনৈতিক লড়াই দেখেছেন হুগলি জেলার এই এলাকার মানুষ। রাজ্যে এখন নতুন সরকার। তবু রাজনৈতিক উত্তেজনা পিছু ছাড়ছে না খানাকুলের। পরিবর্তিত পরিস্থিতি’তে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এ সব ঘটনা ঘটছে বলে অভিযোগ। সিপিএম ছেড়ে আসা ‘নতুন তৃণমূল’ বনাম ‘আদি তৃণমূল’-এর বোঝাপড়ার অভাবই যার কারণ। এই যুক্তি দলের স্থানীয় নেতাদের একাংশের। বুধবার ছিল খানাকুলের কিশোরপুর হাইস্কুলের পরিচালন সমিতির সভাপতি-সম্পাদক পদের নির্বাচন। একদা সিপিএমের ‘খাসতালুক’ বলে পরিচিত খানাকুলে এখন তারা এতটাই কোণঠাসা, স্কুলভোটে প্রার্থী পর্যন্ত দিতে পারেনি। অভিভাবক প্রতিনিধি পদে ৬টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন তৃণমূলের প্রার্থীরা। কিন্তু কে সভাপতি হবেন, কে সম্পাদক তা নিয়ে দলের দুই গোষ্ঠীর মধ্যে এ দিন মারামারি শুরু হয়ে যায়। জখম হয়েছেন জনা পনেরো। খবর পেয়ে পুলিশ আসে। কয়েক জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে দলেরই এক গোষ্ঠী। দিবাকর মণ্ডল দলের পুরনো কর্মী।
বিস্তারিত...
গুলিচালনা নিয়ে রিপোর্ট বেপাত্তা
নিজস্ব সংবাদদাতা • দিনহাটা
বাম আমলে কোচবিহারের দিনহাটায় ফ্রন্টেরই অন্যতম শরিক ফরওয়ার্ড ব্লকের একটি মিছিলে পুলিশের গুলিচালনায় ছ’জনের মৃত্যু হয়েছিল। কিন্তু সেই ঘটনার তদন্তে গঠিত বিচার বিভাগীয় কমিশনের রিপোর্টটি খুঁজে পাওয়া যাচ্ছে না। রাজ্যের স্বরাষ্ট্র (রাজনৈতিক) দফতরের তরফে এ কথা জানানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় শুরু হয়েছে। এতে রহস্যের গন্ধ পাচ্ছেন অনেকেই। কী ভাবে জানা গেল যে, কমিশনের রিপোর্টটি উধাও? প্রশাসনিক সূত্রের খবর, উৎপল রায় নামে এক ব্যক্তি তথ্য জানার অধিকার আইনে ওই রিপোর্টের বিষয়ে জানতে চেয়ে রাজ্য সরকারের কাছে আবেদন করেছিলেন। উৎপলবাবু জানান, তাঁর আবেদনের প্রেক্ষিতে গত ২ নভেম্বর স্বরাষ্ট্র (রাজনৈতিক) দফতরের সহ-সচিব এস কে মুখোপাধ্যায় জানিয়েছেন, দিনহাটার ওই ঘটনার তদন্তে নিযুক্ত অবসরপ্রাপ্ত বিচারপতি নারায়ণচন্দ্র শীলের নেতৃত্বাধীন শীল কমিশনের দাখিল করা রিপোর্টটি খুঁজে পাওয়া যাচ্ছে না।
প্রশাসনের বক্তব্য জানার পরে বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আইন ও বিচার মন্ত্রী মলয় ঘটকের কাছে চিঠি পাঠিয়ে রিপোর্ট অন্তর্ধানের বিষয়ে তদন্তের অনুরোধ জানিয়েছেন উৎপলবাবু।
বিস্তারিত...
থিমের আড়ালে বদলে যাচ্ছে রাসের চেহারা
দেবাশিস বন্দ্যোপাধ্যায় • নবদ্বীপ
কৌরব রাজসভা। থমথমে মুখে বসে আছেন সভাসদেরা। সভার কেন্দ্রস্থলে শুরু হয়েছে পাশা খেলা। যুধিষ্ঠির বনাম শকুনি। দ্যূতক্রীড়ায় দক্ষ শকুনির কুটিল চালে জ্যেষ্ঠ পাণ্ডব এক এক করে খোয়াচ্ছেন তাঁর সব কিছু। শেষ পর্যন্ত তিনি বাজি রাখলেন দ্রৌপদীকে। আবার হার। উল্লাসে ফেটে পড়লেন দুর্যোধন। দুঃশাসন প্রকাশ্য রাজসভায় টেনে এনেছেন দ্রৌপদীকে। সেই বস্ত্র হরণেও উদ্যত দুঃশাসন। মহাভারতের এই চেনা কাহিনি এতক্ষণ পর্যন্ত মণ্ডপের একদম পিছনের বড় পর্দায় দেখা যাচ্ছিল। বস্ত্রহরণ পর্ব শুরু হতেই মণ্ডপে রাখা দুঃশাসন ও দ্রৌপদীর মূর্তি নড়াচড়া শুরু করল। মণ্ডপের এক কোণে চঞ্চল হয়ে উঠলেন শ্রীকৃষ্ণ। তাঁর হাত থেকে কাপড় পৌঁছতে লাগল দ্রৌপদীর কাছে। দুঃশাসন আর পারেন না বস্ত্রহরণ করতে। ধীরে ধীরে গোটা মণ্ডপের সব আলো নিভে গেল। মাইকে ঘোষণা--সামনের দর্শনার্থীরা মণ্ডপ থেকে বেরিয়ে আসুন। পিছনের জনকে দেখার সুযোগ করে দিন। ভিসস্যুয়াল এফেক্ট। এ বার নবদ্বীপের রাসে নতুন স্বাদ।রয়্যাল ক্লাব চিরাচরিত বিরাট প্রতিমার বদলে দৃশ্যসজ্জার প্রতিমা অনেক আগেই শুরু করেছে। এ বার তাঁদের নতুন চমক লাইট অ্যান্ড সাউন্ড। প্রায় ৩ লক্ষ টাকার বাজেটের পুজো এ বার রয়্যাল ক্লাবের।
বিস্তারিত...
জলপাইগুড়িতে বৈঠক করলেন উত্তরবঙ্গ
উন্নয়ন মন্ত্রী, কোর কমিটি গড়বেন বিদ্বজ্জনেরাই
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি
৩১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে প্রথম উত্তরবঙ্গ উৎসব। রাজ্য সরকার আয়োজিত এই উৎসবের মূল লক্ষ্য উত্তরবঙ্গের ক্রীড়া ও সংস্কৃতির উন্নয়ন। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রক আয়োজিত প্রথম বারের এই উৎসব যৌথ ভাবে আয়োজিত হবে শিলিগুড়ি এবং জলপাইগুড়িতে। ৬ দিন ধরে প্রতিদিন শিলিগুড়ি মহকুমা এবং জলপাইগুড়ি জেলার ১২টি মঞ্চে একসঙ্গে অনুষ্ঠান চলবে। প্রতি বছরই দুটি করে জেলা নিয়ে উৎসবের আয়োজন করা হবে। যার প্রস্তুতি থেকে শুরু করে যাবতীয় বিষয়কে ‘ওঁরা-আমরা’র বৃত্তের বাইরে রাখা হবে বলে জানিয়ে দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। বুধবার যার প্রথম ইঙ্গিত মিলেছে জলপাইগুড়িতে। জেলায় কীভাবে অনুষ্ঠান পরিচালনা হবে, কোন মঞ্চে অনুষ্ঠান হবে এবং উৎসব কমিটিতে কারা থাকবেন সে সব স্থির করতে বুধবার জলপাইগুড়িতে এসজেডিএর সভা ঘরে বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী গৌতম দেব। বৈঠকে আমন্ত্রিত ছিলেন জেলার সাংস্কৃতিক ও ক্রীড়া জগতের প্রতিনিধি-সহ আমজনতাও। প্রায় দু’ঘন্টারও বেশি সময় ধরে মন্ত্রী বৈঠক করেছেন। বিদ্বজ্জন থেকে শুরু করে সাধারণ বাসিন্দা, সকলের পরামর্শ শুনে খাতায় নোট করেছেন। বৈঠকের শেষে মন্ত্রী নিজের আসন ছেড়ে উঠে গিয়ে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে জনে জনে কথা বলেন।
বিস্তারিত...
আইন না মেনেই জমি
অধিগ্রহণ, সওয়াল টাটাদের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
আইনি প্রক্রিয়া না-মেনেই রাজ্য সিঙ্গুরে টাটা মোটরসের জমির দখল নিয়েছে বলে বুধবার হাইকোর্টে অভিযোগ করলেন সংস্থার আইনজীবী সমরাদিত্য পাল। বিচারপতি পিনাকীচন্দ্র ঘোষ এবং বিচারপতি মৃণালকান্তি চৌধুরীর ডিভিশন বেঞ্চে সমরাদিত্যবাবু বলেন, বাম সরকার গাড়ি কারখানার জন্য সিঙ্গুরের জমি টাটাকে লিজ দিয়েছিল। বর্তমান সরকার সিঙ্গুর আইন প্রণয়ন করে ওই জমির দখল নেয়। রাজ্যের তরফে বলা হয়েছিল, জমি খাস করে নেওয়া হয়েছে। কিন্তু ওই জমি খাস করা হয়নি। অধিগ্রহণই করা হয়েছে। জমি যে অধিগ্রহণ করা হয়েছে, তা সিঙ্গল বেঞ্চের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মখোপাধ্যায়ের রায়েই পরিষ্কার বলে সমরাদিত্যবাবু মন্তব্য করেন। বিচারপতি মুখোপাধ্যায় তাঁর রায়ে ক্ষতিপূরণ দেওয়ার পদ্ধতি ও সময়ের উল্লেখ করেছেন। সমরাদিত্যবাবুর যুক্তি, অধিগ্রহণ না হলে ক্ষতিপূরণ দেওয়ার প্রশ্ন ওঠে না। তাঁর প্রশ্ন, জমি অধিগ্রহণ যখন করা হল তখন কেন্দ্রীয় আইন মেনে করা হল না কেন। বিচারপতি পিনাকীচন্দ্র ঘোষ বলেন, টাটা জমি ফেরত দিতে চেয়ে রাজ্যকে চিঠি দিয়েছিল। টাটার বক্তব্য কী? সমরাদিত্যবাবু বলেন, টাটা ৩টি চিঠি দেয় রাজ্যকে।
বিস্তারিত...
এক নজরে...
• প্রৌঢ় সিপিএম
নেতাকে মার
• মিসড্ কলের জেরে বোমা বৃষ্টি, আহত ৩
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
কর্মীদের উপর ক্ষোভে
সড়ক অবরোধ
কড়া নিরাপত্তায়
আজ শুরু রাস
দক্ষিণবঙ্গ
দুই বেহাল জেটিঘাটে
নাজেহাল পারাপার
বাসের রেষারেষির জেরে
ফের দুর্ঘটনা বঙ্কিম সেতুতে
বর্ধমান
শক্তির আরাধনা দিয়ে রাস শুরু দাঁইহাটে
বিশ্ববিদ্যালয়ে ‘র্যাগিং’,
ছাত্রী হাসপাতালে
পুরুলিয়া
মজুরি নিয়ে আন্দোলন, উৎপাদন বন্ধ কারখানায়
দুষ্কৃতী হানা, গুলিতে
জখম দুই তৃণমূল কর্মী
মুর্শিদাবাদ
১১ বছর পিচ পড়েনি,
বাস বন্ধ ৬ বছর
মেদিনীপুর
উন্নয়নের টাকা
নয়ছয়ের নালিশ
সিপিএমের শাখা-বৈঠকে
হামলায় অভিযুক্ত তৃণমূল
কলকাতা
৩১.৬/১৯.৬
আজকের দিনে
•
১৯০৮:
বিপ্লবী কানাইলালের ফাঁসি।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
প্রতি মাসের ২১ তারিখে কলকাতার কথকতা নিয়ে
দীপাবলী, কালীপুজো, দীপান্বিতা লক্ষ্মীপুজো: এখন, অতীত ও পুরাণ
ইংকা সভ্যতার ‘মাচু পিচু’ বিংশ শতাব্দীর সবচেয়ে বড় প্রত্নতাত্ত্বিক আবিষ্কার! পাশাপাশি উগান্ডার রাজধানী থেকে অল্প দূরের পাঙ্গা অভয়ারণ্যে মানুষখেকো ‘পিঁপড়ে’ আর মার্কিন মুলুকের গিঙ্গো পেট্রিফায়েড ফরেস্টে রয়েছে ‘র্যাটল স্নেক’-এর হাতছানি। ঐতিহাসিক থেকে প্রাগৈতিহাসিক এমনই সব জায়গার কথ্যচিত্রের পাশাপাশি ছবিতে শোনানো হল ‘মেইন’-এর গল্প।
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.