|
|
|
|
অভিযুক্ত তৃণমূল |
প্রৌঢ় সিপিএম নেতাকে মার |
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
‘সন্ত্রাস ও জুলুমের’ প্রতিবাদ করায় পঞ্চাশোর্ধ্ব এক সিপিএম নেতাকে মাঠে ফেলে লাঠি-রড দিয়ে বেধড়ক পেটানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যায় আরামবাগের সাঁপরাজোল গ্রামের ঘটনা। আরামবাগ হাসপাতালে ভর্তি শেখ আহমেদ হোসেন নামে ওই সিপিএম নেতা এ ব্যাপারে স্থানীয় তৃণমূল নেতা শেখ সিরাজুল হক-সহ পাঁচ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। গৌরহাটি-১ পঞ্চায়েতের ওই সিপিএম সদস্যের অভিযোগ, “ওদের অন্যায়ের প্রতিবাদ করেছিলাম বলে আমাকে পেটায়। তার পরে ফুটবল খেলার মতো করে সারা শরীরে লাথি মারে।” |
|
প্রহৃত নেতা আহমেদ হোসেন। নিজস্ব চিত্র |
তবে অভিযোগ অস্বীকার করে শেখ সিরাজুল বলেন, “কয়েকটি পুরনো বিষয় নিয়ে ওই সিপিএম নেতার সঙ্গে সামান্য তর্ক হয়েছিল। তাঁকে মারধর করা হয়নি।”
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, শেখ আহমেদ পঞ্চায়েতের কাজ সেরে মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন। স্থানীয় প্রাথমিক স্কুলের মাঠে তাঁর উপরে ‘হামলা’ হয়। সিপিএমের দাবি, বিধানসভা ভোটের আগে ১০০ দিনের কাজ প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূলের লোকজন ওই কাজের সুপারভাইজার তথা সিপিএম কর্মী শেখ জিয়াউরকে মারধর করে। জিয়াউরকে থানায় অভিযোগ দায়ের করানোর ব্যাপারে সাহায্য করেন শেখ আহমেদ। সম্প্রতি গ্রামের প্রাথমিক স্কুলের জায়গা তৃণমূল ‘দখল করে নেওয়ায়’ প্রতিবাদ করেন ওই প্রৌঢ়। তার আগে রাস্তার জন্য আনা বোল্ডার-মোরাম লুঠপাট করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। তা নিয়েও সরব ছিলেন শেখ আহমেদ।
বুধবার হাসপাতালে তাঁকে দেখতে এসে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন গ্রামবাসী জানান, শেখ আহমেদ প্রতিবাদী চরিত্রের লোক। অন্যায় দেখলেই সরাসরি বলেন। |
|
|
|
|
|