|
|
|
|
বাতাসে ওড়া ছাইয়ে আতঙ্ক চুঁচুড়া ও সংলগ্ন এলাকায় |
নিজস্ব সংবাদদাতা • বাঁশবেড়িয়া |
সকাল থেকে বাতাসে উড়ছে ছাই। কোনও কোনও অঞ্চলে কাশতে কাশতে দম বেরোনোর জোগাড় বয়স্ক মানুষের। স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিতেও সমস্যা হচ্ছে। ছাইয়ের আস্তরণে বাড়িঘরও ভর্তি হয়ে যাচ্ছে। বুধবার সকাল থেকে চুঁচুড়া, ব্যান্ডেল ও বাঁশবেড়িয়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে এই পরিস্থিতির জেরে আতঙ্ক ছড়ায়। কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই উড়ে আশপাশের এলাকার মানুষ বহু দিন ধরে তিতিবিরক্ত। চাষের জমি, পুকুরও এর জেরে নষ্ট হয় বলে অভিযোগ। ব্যান্ডেল-চুঁচুড়ার মানুষের কাছে অবশ্য এই অভিজ্ঞতা নতুন। কাজেই আতঙ্ক ছড়ায় আরও বেশি।
পুলিশ-প্রশাসনের কাছে দরবার করেন সাধারণ মানুষ। কিছু মানুষের দাবি, ব্যান্ডেল থার্মাল পাওয়ার স্টেশনের (বিটিপিএস) ছাই নিরোধক যন্ত্র ইএসপি খারাপ হয়ে যাওয়াতেই এই বিপত্তি। মেসিন সারানোর কাজ চলছে বলে বিটিপিএস কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। যদিও প্রশাসনের তরফে এ ব্যাপারে নির্দিষ্ট করে বলা হয়নি। চুঁচুড়ার মহকুমাশাসক জলি চৌধুরী বলেন, “ছাইয়ের উৎস খুঁজতে আমরা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে অনুরোধ করেছি। তাঁরা পরীক্ষা করে ছাইয়ের ওড়ার নির্দিষ্ট কারণ বললেই আমরা এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারব।”
বিটিপিএস সূত্রের খবর, বর্তমানে এখানে পাঁচটি ইউনিটের মধ্যে একটি মাত্র চালু রয়েছে। ওই ইউনিটেরই ইএসপি মেশিনটি দিন কয়েক আগে খারাপ হয়ে যায়। মেসিনটি ড্রাই অ্যাশ টেনে নিয়ে ডাম্পারে ভর্তি করে। কিন্তু মেশিন খারাপ থাকায় ইউনিটের ড্রাই অ্যাশ সরানোর কাজ বন্ধ হয়ে রয়েছে। গত কয়েক দিন মেশিনটি কাজ না করায় ড্রাই অ্যাশের সেফটি লেভেল (নিরাপত্তা মাত্রা) ছাড়িয়ে গিয়েছে। অথচ বিদ্যুৎ উৎপাদনের প্রয়োজনে ইউনিটটি চালু আছে। ওই সংস্থার কর্মীদের একাংশ জানিয়েছেন, ড্রাই অ্যাশই সংলগ্ন এলাকায় ছড়িয়ে পড়ছে। আইএনটিটিইউসি-র জেলা সভাপতি বিদ্যুৎ রাউত বলেন,“আমরা স্থানীয় ভাবে খোঁজ নিয়ে জেনেছি, বিটিপিএসের ইএসপি মেশিনটি কয়েক দিন আগে খারাপ হয়ে গিয়েছে। সেখানকার ড্রাই অ্যাশ বিভিন্ন সিমেন্ট কোম্পানি কিনে নেয়। কিন্তু মেশিনটি খারাপ থাকায় ডাম্পারে ভর্তি করে তা বাইরে আনা যাচ্ছে না। তা সরানো যাচ্ছে না বলেই বিপত্তি। আতঙ্কিত হয়ে পড়ছেন মানুষ। মেশিনটি জরুরি ভিত্তিতে সারানো প্রয়োজন।” |
|
|
|
|
|