টুকরো খবর
কৌটো ঘিরে বোমাতঙ্ক
ব্যারাকপুর ও টিটাগড় স্টেশনের মাঝে পড়ে থাকা একটি কৌটো দেখে চাঞ্চল্য ছড়াল। রেল সুরক্ষা বাহিনী ও রেলপুলিশ ঘটনাস্থলে যায়। আসে পুলিশ কুকুরও। কিন্তু কিছুই মেলেনি। পরে বম্ব ডিসপোজাল স্কোয়াড জানায়, কৌটোটিতে বিস্ফোরক ছিল। রেল সূত্রে খবর, এ দিন বেলা সওয়া ১১টা নাগাদ তালপুকুর ১২ নম্বর গেটের কাছে ৪ নম্বর লাইনের পাশে কৌটোটি দেখতে পাওয়া যায়। কৌটোর পাশে ফ্যানের ‘কন্ডেন্সার’ ও বৈদ্যুতিক তার ছিল। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সমীর গোস্বামী বলেন, “ঘটনাস্থলে একটি পটকাও মিলেছে।” বম্ব স্কোয়াড কৌটোটি উদ্ধার করে সেটিকে ফাটানোর ব্যবস্থা করেন। রেল পুলিশ সুপার তাপসরঞ্জন ঘোষ বলেন, “কৌটোতে পটকার মতো বিস্ফোরক ছিল।” ঘটনার জেরে প্রায় দেড় ঘণ্টা চার নম্বর লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল। তবে ওই সময় বাকি তিনটি লাইন দিয়ে আপ ও ডাউন ট্রেন চলাচল করেছে।

ভাড়া চাওয়ায় মার কন্ডাক্টরকে
কয়েক জন যাত্রী বাসের ভাড়া দিতে চায়নি। স্বভাবতই প্রতিবাদ করেন কন্ডাক্টর। এই নিয়ে বচসা বাধে। অভিযোগ, পুড়শুড়ার ঘোলদিগরুই গ্রামে এই ঘটনার জেরে কৃষ্ণ বেরা নামে ওই কন্ডাক্টরকে মারধর করে ৪ জন। আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে কৃষ্ণবাবুকে। পুলিশ জানায়, অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে। মারধর করে তারা বাস থেকে নেমে পালিয়ে যায়। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ঘোলদিগরুই থেকে ওই চার যুবক ১৬/২০ রুটের বাসে উঠেছিলেন। তারকেশ্বর যাবে বলেছিল তারা। কৃষ্ণবাবু ভাড়া চাইলে বলে, বাস থেকে নেমে দেবে। কৃষ্ণবাবু তাদের বলেন, পরে বাসে ভিড় হবে। ভাড়া আগেই মিটিয়ে দিলে ভাল। কিন্তু ভাড়া তো দেয়ইনি কেউ। উল্টে কন্ডাক্টরকে মারধর করে। বাসের কয়েক জন যাত্রী প্রতিবাদ করলে, তাঁদেরও মারধরের হুমকি দেয়। বাস থামলে সকলে নেমে পালায়। এই ঘটনার জেরে বুধবার দুপুরে উত্তেজনা ছড়ায়। স্থানীয় মানুষ কিছু ক্ষণের জন্য রাস্তা অবরোধ করেন। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৫
অস্ত্র উদ্ধার হল গোঘাটের আসলহরি গ্রামের গাঁধীপাড়ার একটি ক্লাব এবং সংলগ্ন মাঠ থেকে। বুধবার দুপুরে এই ঘটনায় ক্লাবের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ১টি মাসকেট, ৩টি ওয়ানশটার এবং ৫ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। মাসকেটটি অবশ্য ভাঙাচোরা। গ্রেফতার হয়েছেন বাবলু রায়, শ্যামল রায়, রাম রায়, অনন্ত রায় এবং স্বপন রায়। ধৃতদের পক্ষ নিয়ে সুকুমার রায় বলেন, “যাঁদের ধরা হল, সকলেই সিপিএম সমর্থক বলে পরিচিত। তাঁদের তৃণমূলের দুই গোষ্ঠী নিজেদের দিকে টানতে চাইছিল। রাজি না হওয়ায় তৃণমূলের এক গোষ্ঠীর লোকজন ফাঁসিয়ে দিল।” তৃণমূলের লোকজনই অস্ত্র রেখেছে বলে সুকুমারবাবুর দাবি। অন্য দিকে, গোঘাটের তৃণমূল নেতা মনোরঞ্জন পাল বলেন, “আমরা পুলিশকে নিরপেক্ষ তদন্ত করতে বলেছি।” পুলিশ জানায়, তদন্ত শুরু হয়েছে।

ডানকুনিতে গুলির লড়াই, জখম দুষ্কৃতী
একটি মেলায় দুই দুষ্কৃতীর সাঙ্গোপাঙ্গদের গুলির লড়াইয়ে জখম হল এক জন। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে ডানকুনির মথুরডাঙ্গি এলাকায়। পুলিশের দাবি, গুলিবিদ্ধ শেখ মহরমের বিরুদ্ধেও একাধিক সমাজবিরোধীমূলক কাজকর্মের অভিযোগ আছে। তাকে চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার বিরোধী শেখ মন্টুর দলবলের সঙ্গে বিবাদের জেরেই ঘটনার সূত্রপাত। তদন্তকারী পুলিশ অফিসারেরা জানান, ওই দুই দুষ্কৃতী বহু বার জেলও খেটেছে। ইদানীং পুলিশের ধড়পাকড়ে তারা দীর্ঘদিন এলাকাছাড়া ছিল। মঙ্গলবার রাতে হঠাৎই এলাকায় ঢুকে ঝামেলা পাকায়। ওই ঘটনায় যুক্ত বাকিদের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে।

অবস্থানে আইএনটিইউসি
বদলি শ্রমিকদের স্থায়ী করা, ২০০২ সালের চুক্তি মোতাবেক নতুন শ্রমিকদের উৎপাদনভিত্তিক বর্ধিত মজুরি দেওয়া, অন্যান্য শ্রমিকদের বাৎসরিক উৎপাদনভিত্তিক বর্ধিত মজুরি দেওয়া প্রভৃতি দাবির ভিত্তিতে বাউড়িয়া জুটমিলের গেটে অবস্থান ধর্মঘট করছে আইএনটিইউসি। গত ১১ অক্টোবর থেকে অবস্থান শুরু হয়েছে। গেটের সামনেই শ্রমিকেরা অবস্থান চালিয়ে যাচ্ছেন। তবে এর জন্য উৎপাদন বন্ধ করা হয়নি বলে জানিয়েছেন এই শ্রমিক সংগঠনের দুই নেতা নাসিরুদ্দিন মণ্ডল এবং বরজাহান মিদ্দে। তাঁরা বলেন, “দাবি না-মেটা পর্যন্ত আমাদের অবস্থান বিক্ষোভ চলবে। উৎপাদনের কোনও ক্ষতি করা হবে না।”

পাঁচলায় খেলা
বুধবার হাওড়া জেলা বিদ্যালয় ক্রীড়া সংস্থার পরিচালনায় বাৎসরিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হল পাঁচলার গঙ্গাধরপুর শিক্ষণ মন্দিরের মাঠে। সারা জেলা থেকে ৩৪০ জন প্রতিযোগী যোগ দেয়। প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন পাঁচলার প্রাক্তন বিধায়ক তথা বিশিষ্ট শিক্ষাবিদ সন্তোষ দাস।

দোকানে আগুন
আগুনে পুড়ে গেল টিটাগড়ের এ পি দেবী রোডের কয়েকটি ঝুপড়ি ও একটি মুদির দোকান। দমকল সূত্রে খবর, বুধবার সকালে ওই খালি ঝুপড়িগুলির একটিতে আগুন লাগে। ঘিঞ্জি এলাকা হওয়ায় মুহূর্তে তা ছড়িয়ে পড়ে। দমকলের তিনটি ইঞ্জিন ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন আয়ত্তে আনে। এই ঘটনায় দোকানের জিনিসপত্র নষ্ট হওয়া ছাড়া ক্ষয়ক্ষতি বিশেষ হয়নি বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.