|
|
|
|
থেলার থবর |
|
আন্তঃবিদ্যালয় বার্ষিক
ক্রীড়া বনগাঁয়
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ |
|
বুধবার গোপালনগর হরিপদ ইনস্টিটিউশনের মাঠে হয়ে গেল ৫৭ তম বনগাঁ মহকুমা আন্তঃবিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। পরিচালনায় বনগাঁ মহকুমা বিদ্যালয় ক্রীড়া সংস্থা এবং গোপালনগর আঞ্চলিক বিদ্যালয় ক্রীড়া সংস্থা। উদ্বোধন করেন বনগাঁ পঞ্চায়েত সমিতির সভাপতি সৌমেন দত্ত। উপস্থিত ছিলেন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক তথা মহকুমা বিদ্যালয় ক্রীড়া সংস্থার কার্যকরী সভাপতি অনিরুদ্ধ ভট্টাচার্য, জেলা পরিষদ সদস্য রহিমা বিবি প্রমুখ।
মহকুমার চারটি ‘জোন’ (বনগাঁ, বাগদা, গাইঘাটা ও গোপালনগর) থেকে প্রায় ৩২৫ জন প্রতিযোগী এ দিন যোগ দেয়। বয়সভিত্তিক চারটি বিভাগে প্রতিযোগিতা হয়। |
|
অনূর্ধ্ব-১২ বালক বিভাগে রনঘাট অঞ্চল হাইস্কুলের অতনু পাড়ুই ১০০, ২০০ এবং ৪০০ মিটার দৌড়ে প্রথম হয়। বালিকা বিভাগে টি এস ডি মনমোহনপুর বিদ্যালয়ের লোনা সরকার ১০০ ও ২০০ মিটার দৌড়ে প্রথম হয়। অনূর্ধ্ব-১৪ বালক বিভাগে ঠাকুরনগর উচ্চ বিদ্যালয়ের উৎপল হালদার ১০০ ও ২০০ মিটার দৌড়ে প্রথম হয়। ৪০০ এবং ৬০০ মিটার দৌড়ে প্রথম রনঘাট অঞ্চল হাইস্কুলের অপূর্ব বিশ্বাস। পাল্লা কে পি সি বিদ্যালয়ের অপূর্ব মুণ্ডা লং জাম্প এবং হাইজাম্পে প্রথম হন। বালিকা বিভাগে ওই স্কুলেরই মুক্তি মালাকার ১০০ এবং ২০০ মিটার দৌড় ও জাম্পে প্রথম হয়। ৪০০ এবং ৬০০ মিটার দৌড়ে প্রথম হয়েছে গোপালনগর গিরিবালা বালিকা বিদ্যালয়ের সুস্মিতা বিশ্বাস। |
|
অনূর্ধ্ব-১৭ বালক বিভাগে ১০০, ২০০ এবং ৪০০ মিটার দৌড়ে সিন্দ্রাণী হাইস্কুলের পরিতোষ বিশ্বাস এবং বালিকা বিভাগে ১০০, ২০০ এবং ৪০০ মিটার দৌড়ে প্রথম বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের তিতির হোড়। অনূর্ধ্ব-১৯ বালিকা বিভাগে হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের সুমনা মণ্ডল ১০০, ২০০ মিটার দৌড় এবং লং জাম্পে প্রথম হয়। গোপালনগর হরিপদ ইনস্টিটিউশনের সুস্মিতা বিশ্বাস শটপাট এবং ডিসকাস থ্রো-তে প্রথম হয়েছে। অনূর্ধ্ব-১৭ বালক বিভাগে কলাসীমা হাইস্কুলের বসন্ত চৌধুরী ১৫০০ এবং ৩ হাজার মিটার দৌড়ে প্রথম হয়েছে।
মহকুমা বিদ্যালয় ক্রীড়া সংস্থার সম্পাদক স্বপন পাল বলেন, “এ দিন মোট ৬৮টি ইভেন্ট হয়। প্রতিটি ইভেন্টের প্রথম এবং দ্বিতীয় স্থানাধিকারীরা ২০ নভেম্বর বাণীপুরে জেলা ক্রীড়া প্রতিযোগিতায় যোগ দেবে।”
|
ছবি: পার্থসারথি নন্দী। |
|
|
|
|
|