বিশ্ববিদ্যালয়ের হস্টেলে র্যাগিংয়ের অভিযোগ তুলে অসুস্থ অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হল হিন্দি বিভাগের স্নাতকোত্তর প্রথম বর্ষের এক ছাত্রী।
বুধবার রাত ৮টা নাগাদ অলকা মিশ্র নামে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের হিন্দি বিভাগের ওই ছাত্রীকে রাধারানি ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে শুয়েই তিনি অভিযোগ করেন, গার্গী হস্টেলে দ্বিতীয় বর্ষের তৃতীয় সেমেস্টারের কিছু ছাত্রী তাঁকে নিগ্রহ করছিল। তা সহ্য করতে না পেরেই তিনি অজ্ঞান হয়ে যান। |
হিন্দি বিভাগের প্রধান রূপা গুপ্ত বলেন, “গার্গী হস্টেলে অন্তত চার জন প্রথম বর্ষের ছাত্রীকে র্যাগিং করা হয়েছে বলে আমার কাছে অভিযোগ এসেছে। পুনম সিংহ এবং ফারহান খাতুন নামে দু’টি মেয়ে হস্টেল ছেড়ে বাড়ি চলে গিয়েছে। দুপুরে অলকা আমার কাছে এসে লিখিত ভাবে অভিযোগ করে যে, ওই হস্টেলে তার ও সীতাকুমারী রামের উপরে নিগ্রহ চরমে পৌঁছেছে। তার ঘরের চাবি এবং মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে। ফলে, সে সকাল থেকে ঘরেও ঢুকতে পারেনি।”
রূপাদেবী জানান, অভিযোগ করার কিছু ক্ষণ পরেই অলকা অজ্ঞান হয়ে যান। শ্বাসকষ্টও শুরু হয়। সে কারণে তাঁকে বর্ধমান মেডিক্যালে ভর্তি করানো হয়। কলাবিভাগের ডিন অরূপ চট্টোপাধ্যায় এবং সহ-উপাচার্য ষোড়শীমোহন দাঁকে বিষয়টি জানানো হয়েছে। সহ-উপাচার্য বলেন, “যাদের বিরুদ্ধে র্যাগিংয়ের অভিযোগ আছে, তাদের পাল্টা অভিযোগ, অলকা এক ছাত্রীর পোশাক চুরি করাতেই গোলমালের সূত্রপাত।” তিনি জানান, হস্টেল সুপারকে সীতাকুমারীর দিকে নজর রাখতে বলা হয়েছে। আজ, বৃহস্পতিবার ছুটি থাকায় শুক্রবার একটি কমিটি গড়া হবে। তারাই উভয় পক্ষের অভিযোগ খতিয়ে দেখবে। অ্যান্টি-র্যাগিং কমিটিও তদন্ত করবে। |