শিক্ষিকা-মৃত্যুর তদন্তের দাবি |
শিক্ষিকার অস্বাভাবিক মৃত্যুর তদন্তের দাবিতে সরব হল বুধবার কালনার কৃষ্ণদেবপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। যোগ দেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও। সম্প্রতি ওই স্কুলের শিক্ষিকা সঙ্গীতা ঘোষের অস্বাভাবিক মৃত্যু হয় তাঁর শ্বশুরবাড়িতে। এ দিন ছাত্র-ছাত্রীরা স্কুলের সামনে রাস্তায় দাঁড়িয়ে শিক্ষিকার মৃত্যুর তদন্তের দাবি জানাতে থাকে। তাদের হাতে ছিল প্ল্যাকার্ড। যাতে লেখা ছিল, শিক্ষিকার মৃত্যুতে তারা মর্মাহত। সঠিকভাবে এই ঘটনার তদন্ত হোক। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনন্দ টাটের দাবি, “শিক্ষিকার মৃত্যুর যাতে ঠিকঠাক তদন্ত হয়, সেই জন্যই এই কর্মসূচি।” স্কুল সূত্রে জানা গিয়েছে, ওই শিক্ষিকার মৃত্যুর যাতে সঠিকভাবে তদন্ত হয়, তার জন্য মুখ্যমন্ত্রী, রাজ্যপাল-সহ বিভিন্ন প্রশাসনিক আধিকারিকের কাছে চিঠি পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে তাঁরা জেল হেফাজতে রয়েছেন।
|
এক যুবকের দেহ উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার পূর্বস্থলীর বগপুর পঞ্চায়েতের ভৈদরপাড়া এলাকার একটি মাঠে তাঁর দেহ মেলে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম নিমাই মণ্ডল (২৬)। বাড়ি ভৈদরপাড়া গ্রামেই। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার ওই যুবক নাদনঘাটে শ্বশুরবাড়ি গিয়েছিলেন। বুধবার দেহটির ময়না-তদন্ত হয় কালনা মহকুমা হাসপাতালে।
|
শক্তিগড়ের কাছে রাস্তা পার হতে গিয়ে লরির ধাক্কায় মৃত্যু হয়েছে এক যুবকের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম শেখ এন্তাজ আলি (৩৬)। বাড়ি স্থানীয় মসজিদপাড়া গ্রামে। বুধবার দুপুরে গুরুতর আহত ওই ধান ব্যবসায়ীকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে বৃহস্পতিবার সকালে সেখানেই তাঁর মৃত্যু হয়। |