l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
ইংকা সভ্যতার ‘মাচু পিচু’ বিংশ শতাব্দীর সবচেয়ে বড় প্রত্নতাত্ত্বিক আবিষ্কার!
পাশাপাশি উগান্ডার রাজধানী থেকে অল্প দূরের পাঙ্গা অভয়ারণ্যে মানুষখেকো
‘পিঁপড়ে’ আর মার্কিন মুলুকের গিঙ্গো পেট্রিফায়েড ফরেস্টে রয়েছে
‘
র্যাটল
স্নেক’-এর হাতছানি। ঐতিহাসিক থেকে প্রাগৈতিহাসিক এমনই
সব জায়গার কথ্যচিত্রের পাশাপাশি ছবিতে শোনানো হল ‘মেইন’-এর গল্প।
জিএটিএ নিয়ে এ বার সুর বদল মোর্চা নেতৃত্বের
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি
রাজ্য সরকার ‘গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন’ (জিটিএ) গঠনের চুক্তির বাইরে যাবে না বলে স্পষ্ট বার্তা দেওয়ায় কিছুটা ‘সুর বদলাল’ গোর্খা জনমুক্তি মোর্চা। মঙ্গলবার মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি বলেন, “আমাদের সঙ্গে পরিষদের নেতাদের একটা চুক্তি হয়েছে। রাজ্য ও কেন্দ্রকে তা এখনও জানানো হয়নি। আমরা যথা সময়ে তা জানিয়ে বিবেচনার অনুরোধ করব।” পরিষদের দাবি আদায়ের জন্য আন্দোলনে মোর্চা সামিল হবে কি না জানতে চাওয়া হলে রোশনের জবাব, “আপাতত এটুকু বলব, যে আমরা কেন্দ্র ও রাজ্যকে অনুরোধ করতে পারি।” ঘরে-বাইরে তুমুল সমালোচনার মুখে পড়ে ‘অন্য সুর’ আদিবাসী বিকাশ পরিষদের ডুয়ার্সের আঞ্চলিক সভাপতি জন বার্লার গলাতেও। এ দিন তিনি বলেছেন, “এমন ভাবে হইচই হচ্ছে, যেন সব চূড়ান্ত হয়ে গিয়েছে। আমরা একটা আলোচনার ভিত্তিতে চুক্তি করেছি। তা নিয়ে ধীরে ধীরে দলের মধ্যে তো বটেই, অন্য সব সংগঠনের সঙ্গেও আলোচনা হবে।”
বিস্তারিত...
ফাঁসাচ্ছে তৃণমূলেরই একাংশ, দাবি আজাদের
সৌমেন দত্ত • কাটোয়া
পুলিশ বলছে, ‘খোঁজ নেই’। অথচ মঙ্গলবার গোপন আস্তানা থেকে তৃণমূল আশ্রিত সেই আজাদ মুন্সীই দাবি করল, “সিপিএমের ডাবলু আনসারি ও তৃণমূলের একাংশের যোগসাজশে মিথ্যা অভিযোগে আমায় ফাঁসানোর চেষ্টা চলছে।” বীরভূমের নানুর ও বর্ধমানের মঙ্গলকোটে খুন-লুঠপাটের নানা ঘটনায় পুলিশের খাতায় নাম থাকা আজাদের বিরুদ্ধে এখন মূল অভিযোগ, এক তৃণমূল নেতার মদতে ইটভাটায় অবাধ তোলাবাজি। সোমবার মঙ্গলকোটের আড়াল গ্রামে হানা দিয়ে পুলিশ তার তিন সঙ্গীকে অস্ত্র-সহ ধরে। মঙ্গলবার কাটোয়া আদালতে তোলা হলে তাদের তিন দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু আজাদ এখনও ‘অধরা’। পুলিশের বক্তব্য, ধৃতদের জেরা করে আজাদ ও তার বাহিনীর বাকিদের ধরার চেষ্টা চলছে। কিন্তু আজাদের দাবি, তার কোনও বাহিনীই নেই। তোলাবাজিও সে করে না। আড়াল গ্রামের এক প্রাথমিক স্কুলশিক্ষকের বড় ছেলে আজাদের পাল্টা দাবি, “আমার পক্ষে তোলাবাজি সম্ভব নয়। কয়েক বিঘা জমিতে চাষ করে খাই।
বিস্তারিত...
মজুরি-ফয়সালা না হলে ধর্মঘটের ঘোষণা
অনির্বাণ রায় • জলপাইগুড়ি
আগামী শুক্রবার কলকাতায় চা বাগানের শ্রমিকদের মজুরি চুক্তি নিয়ে ফয়সালা না হলে, বৈঠকের পরেই লাগাতার চা বাগান ধর্মঘটের ঘোষণা করতে পারে শ্রমিক সংগঠনগুলি। বর্তমানে একজন চা শ্রমিক দৈনিক ৬৭ টাকা ৫০ পয়সা হারে মজুরি পেয়ে থাকেন। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে চা বাগানের শ্রমিকদের নুন্যতম ২০০ টাকা মজুরি বা সরকারি হারে মজুরি দেওয়ার দাবি জানিয়েছে। গত ৩১ মার্চ থেকে দফায় দফায় চা শ্রমিকদের নতুন মজুরি হার স্থির করতে রাজ্য সরকার, মালিকপক্ষ এবং শ্রমিক পক্ষের ত্রিপাক্ষিক বৈঠক হলেও কোনও বৈঠকেই কোনও সিদ্ধান্ত হয়নি। এপ্রিল মাস থেকে নয়া হারে মজুরি কার্যকর হওয়ার কথা থাকলেও কোনও বৈঠকেরই নিষ্পত্তি হয়নি। পুরানো চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরে সাত মাস কেটে গেলেও নতুন মজুরি চুক্তি করা সম্পাদন করা হয়নি। সে কারণেই চা শ্রমিক সংগঠনগুলি নিজেদের মধ্যে বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে কলকাতায় আগামী বৈঠকে সমাধানসুত্র বের না-হলে চা বাগানে লাগাতার ধর্মঘট-সহ উত্তরবঙ্গ জুড়ে বিক্ষোভ, অবরোধ আন্দোলনের পথে যাওয়া হবে।
বিস্তারিত...
ষষ্ঠীর সন্ধেতেই জনজোয়ারে ভাসল চন্দননগর
নিজস্ব সংবাদদাতা • চন্দননগর
দিন গেলে ভিড় বাড়বে। তাই ঝুঁকি না নিয়ে অনেকে ভেবেছিলেন ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখার পর্ব সেরে নেবেন ষষ্ঠীতেই। কিন্তু তাঁদের অঙ্ক ভুল প্রমাণ করে মঙ্গলবার, ষষ্ঠীর সকাল থেকেই চন্দননগরের পথঘাটে উপচে পড়ল উৎসবপ্রিয় মানুষের ঢল। সূর্য ডুবতে না ডুবতেই সেই ভিড় কার্যত জনস্রোতের আকার নিতে শুরু করে। ষষ্ঠীর দিন যে ভিড় দেখল চন্দননগর, পুজোর বাকি দিনগুলিতে তা কোথায় গিয়ে ঠেকবে তা ভেবে প্রশাসনের কর্তাদের ঘুম ওড়ার জোগাড়। এ দিন ভিড় যে জনস্রোতের আকার নেবে, উদ্যোক্তাদেরও অনেকে তা ভাবেননি। ভিড় শুধু চন্দননগরে নয়, একই ভাবে আছড়ে পড়েছে মানকুন্ডু, ভদ্রেশ্বরেও। এ দিন অনেক দর্শনার্থী চন্দননগর স্টেশনে ট্রেন থেকে নেমে ঠাকুর দেখা শুরু করেন। আলোর উৎস ধরে অগণিত মানুষ হাঁটতে থাকেন স্টেশন রোড দিয়ে শহরের দিকে। স্টেশন থেকে নেমেই চোখ আটকেছে আলোর রোশনাইতে। সেই আলোই পথ দেখিয়ে নিয়ে যাবে খলিসানি সর্বজনীনের পুজোয়। এ বারে এখানকার পুজোর থিম ‘সপ্তগুণে মহাবিদ্যা’।
বিস্তারিত...
উৎসবের সাজে সাজছে কৃষ্ণনগর
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর
উৎসবের মুখে নিজেকে নতুন ভাবে সাজিয়ে তুলছে শহর। এক দিকে যেমন আলোর সাজে সেজে উঠছে মহারাজাদের প্রতিষ্ঠিত এই জনপদ, তেমনই নিকাশি থেকে রাস্তা সংস্কারের মাধ্যমে উৎসব প্রাঙ্গণকে সাজিয়ে তোলার কাজও শুরু হয়েছে। জগদ্ধাত্রী পুজোর দিনে শহরের গলিগুলোও আলোয় ঝলমল করতে থাকে। রাস্তার ধারে যাতে নোংরা জমতে না পারে, তার জন্য প্রস্তুত সাফাইকর্মীরা। কৃষ্ণনগরের বেশিরভাগ রাস্তা তাই ঝকঝক করছে এখন। কৃষ্ণনগরের পুরপ্রধান অসীম সাহা বলেন, “এই দিনটির জন্য শহরের মানুষ সারা বছর অপেক্ষা করে থাকেন। বাইরে থেকেও আসেন অনেকে। তাই সকলকে পরিষেবা দিতে আমাদেরও বেশি সক্রিয় থাকতে হয়। শহরের মানুষের আবেগের কথা মাথায় রেখে, শহর সুন্দরভাবে সাজানোর চেষ্টা করি।” প্রথমেই নজর দেওয়া হয়, শহরের সব রাস্তায় সমান ভাবে আলোর ব্যবস্থা করার। গুরুত্বপূর্ণ মোড়গুলো আলোয় মুড়ে দেওয়া হয়। পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ পুজোগুলির মণ্ডপে প্রবেশের পথ সংস্কার করা হয়।
বিস্তারিত...
তার টানা হয়েছে ছ’মাস আগে, পৌঁছয়নি বিদ্যুৎই
নিজস্ব সংবাদদাতা • রানিবাঁধ
খুঁটি বসেছে অনেক দিন হল। টানা হয়েছে তারও। কিন্তু বিদ্যুৎ আজও আসেনি গ্রামে। এরই প্রতিবাদে এবং অবিলম্বে গ্রামে বিদ্যুৎ সংযোগ দেওয়ার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন রানিবাঁধ ব্লকের দু’টি গ্রামের বাসিন্দারা। প্রথম দফায় পুলিশ লাঠি চালিয়ে অবরোধ তুলে দেয় বলে অভিযোগ তাঁদের। এর প্রতিবাদে ফের টানা তিন ঘণ্টা পথ অবরোধ করেন গ্রামের মহিলারা। মঙ্গলবার রানিবাঁধ থানার মদনডি ও মোলচাড়র গ্রামের মাঝে, খাতড়া-রাইপুর (আকখুটা হয়ে) রাস্তায় ওই অবরোধ হয়। তার জেরে দীর্ঘক্ষণ ওই রাস্তায় যান চলাচল বন্ধ ছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল ৭টা থেকে খাতড়া-রাইপুর সড়কে অবরোধ শুরু করেছিলেন স্থানীয় হলুদকানালি পঞ্চায়েতের অন্তর্গত ভালুকাডুংরি ও মালবেড়া গ্রামের শতাধিক বাসিন্দা। অবরোধে সামিল হয়েছেন ওই দুই গ্রামের মহিলারাও। খবর পেয়ে সকাল সাড়ে ৮টা নাগাদ রানিবাঁধ থানার আইসি অঞ্জন দে পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে যান। গ্রামবাসীদের বুঝিয়ে অবরোধ তোলা যায়নি।
বিস্তারিত...
নিবেদিতা টার্মিনাসে আজ
থেকে চালু দূরপাল্লার বাস
নিজস্ব সংবাদদাতা • আসানসোল
অবশেষে নিবেদিতা বাস টার্মিনাস থেকে বাস চলাচল শুরু হতে চলেছে। আজ, বুধবার সকাল থেকে দূরপাল্লার বাস চালু হবে বলে জানিয়েছেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার (এসবিএসটিসি) এমডি তথা আসানসোলের অতিরিক্ত জেলাশাসক বিশ্বজিৎ দত্ত। সম্প্রতি এসবিএসটিসি-র ওই পদে এসেছেন বিশ্বজিৎবাবু। মঙ্গলবার তিনি বলেন, “অনেক দিন ধরেই পুরসভার কাছে এই টার্মিনাসটি ব্যবহার করার অনুমতি চাওয়া হচ্ছিল। সেই অনুমতি মিলেছে। পরিবহণ মন্ত্রীও চাইছিলেন, আমাদের দূরপাল্লার বাসগুলি এখান থেকে চলুক। তাই বুধবার সকাল থেকে যাত্রা শুরু হচ্ছে।” অতিরিক্ত জেলাশাসক জানান, নিবেদিতা টার্মিনাসেই এ বার থেকে বুকিং এজেন্ট বসবেন। নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী বাসগুলি চলবে। এই টার্মিনাস থেকে বাসগুলি যাত্রা শুরু করে বিবেকানন্দ সরণি হয়ে আসানসোলের সিটি বাসস্ট্যান্ডে ঢুকবে। সেখান থেকে যাত্রী তোলার পরে নির্দিষ্ট গন্তব্যে রওনা হবে বাসগুলি।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
বাঁশপেটা করে খুন
দশম শ্রেণির ছাত্রকে
পুরসভায় অর্থসঙ্কট,
বামেদের দুষলেন মন্ত্রী
দক্ষিণবঙ্গ
বহিরঙ্গে ও মেজাজে
চমক দিতে তৈরি
পঞ্চায়েতে জোটের বিপক্ষে হাওড়া কংগ্রেসের একাংশ
বর্ধমান
ট্রান্সফর্মারই নেই গ্রামে, তবু বিল পৌঁছল বাড়ি বাড়ি
অনুমতি ছাড়াই ক্যান্টিন
চলছে হাসপাতালে
পুরুলিয়া
আজও অসমাপ্ত ভাষা আন্দোলনের সৌধ
সরকারি হোমে
তাণ্ডব দুষ্কৃতীদের
মুর্শিদাবাদ
এ বার পদ্মার ভাঙনের
কবলে মিঠিপুর
বাসস্ট্যান্ড নেই, যানজটে নাকাল করিমপুর
মেদিনীপুর
দিঘার রাস্তার বাজার
সরানো নিয়ে দ্বন্দ্ব
তৃণমূলে
জগদ্ধাত্রী পুজোতেও
‘কুশীলব’ সেই
নেতা-নেত্রীরাই
কলকাতা
৩১.৭/২০.৩
আজকের দিনে
• ১৮৩৩:
ডা: মহেন্দ্রলাল
সরকারের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
প্রতি মাসের ২১ তারিখে কলকাতার কথকতা নিয়ে
দীপাবলী, কালীপুজো, দীপান্বিতা লক্ষ্মীপুজো: এখন, অতীত ও পুরাণ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.