নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
অবশেষে নিবেদিতা বাস টার্মিনাস থেকে বাস চলাচল শুরু হতে চলেছে। আজ, বুধবার সকাল থেকে দূরপাল্লার বাস চালু হবে বলে জানিয়েছেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার (এসবিএসটিসি) এমডি তথা আসানসোলের অতিরিক্ত জেলাশাসক বিশ্বজিৎ দত্ত।
সম্প্রতি এসবিএসটিসি-র ওই পদে এসেছেন বিশ্বজিৎবাবু। মঙ্গলবার তিনি বলেন, “অনেক দিন ধরেই পুরসভার কাছে এই টার্মিনাসটি ব্যবহার করার অনুমতি চাওয়া হচ্ছিল। সেই অনুমতি মিলেছে। পরিবহণ মন্ত্রীও চাইছিলেন, আমাদের দূরপাল্লার বাসগুলি এখান থেকে চলুক। তাই বুধবার সকাল থেকে যাত্রা শুরু হচ্ছে।” অতিরিক্ত জেলাশাসক জানান, নিবেদিতা টার্মিনাসেই এ বার থেকে বুকিং এজেন্ট বসবেন। নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী বাসগুলি চলবে। এই টার্মিনাস থেকে বাসগুলি যাত্রা শুরু করে বিবেকানন্দ সরণি হয়ে আসানসোলের সিটি বাসস্ট্যান্ডে ঢুকবে। সেখান থেকে যাত্রী তোলার পরে নির্দিষ্ট গন্তব্যে রওনা হবে বাসগুলি। বিশ্বজিৎবাবু আরও জানান, আসানসোল থেকে দুর্গাপুর, বর্ধমান, কলকাতা, বসিরহাট, শিলিগুড়ি যাওয়ার বাস ছাড়বে এখান থেকে। আসানসোল থেকে দূরপাল্লার বিভিন্ন রুটের বেসরকারি ভলভোও ভবিষ্যতে এখান থেকে চালু হবে বলে জানিয়েছেন তিনি। |
অতিরিক্ত জেলাশাসক জানান, এক সময়ে আসানসোল থেকে কলকাতাগামী দুটি বাতানুকুল বাস চলত এসবিএসটিসি-র। বেশ কিছু দিন ধরে সেগুলি বন্ধ হয়ে আছে। শীঘ্রই সেগুলি চালু করা হবে। তাঁর দাবি, শুধু দূরপাল্লার বাসই নয়, নিবেদিতা টার্মিনাস থেকে শহরের বিভিন্ন রুটে চলাচলের জন্যও বাস চালু করা হবে। বিশেষ করে রাতের ট্রেনের যাত্রীদের জন্য এই বাসগুলির ব্যবস্থা করা হবে জানিয়ে বিশ্বজিৎবাবু বলেন, “এই পরিষেবা চালু হলে রাতে কোলফিল্ড বা অগ্নিবীণা এক্সপ্রেসের যাত্রীদের হয়রানি বন্ধ হবে।” পাশাপাশি, স্বল্প দূরত্বের মধ্যে জেএনএনইউআরএম প্রকল্পের কিছু বাস চালাবে এসবিএসটিসি। আসানসোল থেকে বরাকর, চিত্তরঞ্জন, রানিগঞ্জ, অন্ডাল ও দুর্গাপুর পর্যন্ত এই সব বাস চালানো হবে বলে জানা গিয়েছে।
আসানসোলের নিবেদিতা বাস টার্মিনাসটি তৈরি হয় বাম পুরবোর্ডের আমলে। কিন্তু উদ্বোধন হওয়ার পরে এক দিনের জন্যও সেখান থেকে কোনও বাস চলাচল করেনি। ফলে ঝোপ-জঙ্গলে চাপা পড়ে নষ্ট হতে বসেছে এই টার্মিনাস। বর্তমান তৃণমূল-কংগ্রেস জোট পরিচালিত পুরবোর্ডের কাছে এসবিএসটিসি কর্তৃপক্ষ এই টার্মিনাস ব্যবহারের অনুমতি চান। এই প্রস্তাবে রাজি হন পুর কর্তৃপক্ষ। মেয়র তাপস বন্দ্যোপাধ্যায় বলেন, “অবশেষে এই টার্মিনাসটি চালু হওয়ায় এলাকার বাসিন্দারা উপকৃত হবেন।” |