দোষী ব্রিটিশ আদালতে, গড়াপেটায় জেলে যাওয়ার মুখে বাট ও আসিফ |
নিজস্ব প্রতিবেদন: এক দিকে নবজাতকের আবির্ভাব, অন্য দিকে কারাবাস! ট্র্যাজেডি তার যাবতীয় সম্ভাবনার নিষ্ঠুরতম প্রতিমূর্তি হয়ে মঙ্গলবার সলমন বাটের জীবনে আবির্ভূত। আজ সকাল পৌনে বারোটা নাগাদ স্পট ফিক্সিংয়ের দায়ে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক বাটকে যখন দোষী সাব্যস্ত করছিল লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্ট, শোনাচ্ছিল ঐতিহাসিক রায়, তার ঠিক এক ঘণ্টা আগে সাড়ে ন’হাজার কিলোমিটার দূরে লাহৌরের এক হাসপাতালে বাটের স্ত্রী গুল হাসান জন্ম দিচ্ছিলেন তাঁদের দ্বিতীয় সন্তানের!
লন্ডনের আদালতে ক্রিকেট কলঙ্কিত হতে পারে, ক্রিকেটারকে গারদের ও-পারে ছুড়ে ফেলা হতে পারে, কিন্তু একই দিনে একই খেলায় থাকছে গর্বিত হওয়ার উপাদানও। |
|
‘গদ্দারদের’ ক্ষমা করতে চায় না পাকিস্তান |
|
আব্দুল মজিদ ভাট্টি, লাহৌর: জুলফিকার বাট বলছিলেন, “আমাদের পরিবারের জন্য আজ সত্যিই খুব মিশ্র ভাগ্যের দিন। নাতি জন্মাল। আজ আমাদের কত আনন্দ করার কথা। কিন্তু তার আধ ঘণ্টার মধ্যেই ছেলেকে নিয়ে লন্ডনের আদালতের রায়ের খবর পেলাম। কী যে বলব, কিছু বুঝে উঠতে পারছি না।” জুলফিকার বাট হলেন সলমন বাটের বাবা। সলমনের আগের সন্তান ছিল মেয়ে। এ বার ছেলে। পরিবারে আজ খুশির বন্যা বয়ে যাওয়া উচিত। কিন্তু খুশির রোশনাইয়ের বদলে সেখানে বিষাদের করুণ সুর। |
|
র্যান্টিদের থামাতে সুব্রতর ভরসা দৌড় |
কুণাল বসু, মারগাও: সকালে মিনিট পঁয়তাল্লিশের অনুশীলন। বিকেলে ঘণ্টাখানেকের জন্য ফুটবলার এবং কোচ প্রশান্ত বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ঘুরে আসা মারগাও থেকে আট কিলোমিটার দূরের কোলভা সৈকতে। র্যান্টি মার্টিন্সের ডেম্পোর বিরুদ্ধে নামার আগের দিন মোহনবাগান টিডি সুব্রত ভট্টাচার্যর রুটিন ছিল এ রকম। ফুটবলাররাও সৈকতে কিছু সময় কাটিয়ে নির্দিষ্ট সময়ে বাসে এসে বসে গেলেন। টিডি এবং কোচেরও আগে।
কঠিন ম্যাচের আগে ফুটবলারদের ফুরফুরে রাখার এর চেয়ে ভাল আর কী উপায় থাকতে পারে? যে ম্যাচে ব্যারেটো নেই! ওডাফাকেও পাওয়া যাবে না! সুব্রতর আক্ষেপ, “ব্যারেটো, ওডাফা, সুরকুমার, প্রদীপ, স্নেহাশিসপাঁচ-ছ’জন ফুটবলারই তো মাঠের বাইরে। সবাই না ফিরলে টিমটা আসল খেলাটা খেলবে কী করে?” |
|
প্রথম থেকেই
ঝাঁপাবেন মর্গ্যান |
|
|
ইডেনের পিচ নিয়ে সতর্কিত কিউরেটর |
|
|
|
টুকরো খবর |
|
|