টোলগে এবং গাও-কে নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় পুণে স্টেডিয়ামে পুণে এফসি বনাম চিরাগ কেরলের খেলা দেখতে গেলেন ট্রেভর মর্গ্যান। অতটা খোশমেজাজে ছিলেন না মুম্বই এফ সির কোচ খালিদ জামিল। তাঁর নয় ফুটবলার এ দিন দুপুরের খাবার খেয়েই গুরুতর অসুস্থ। এঁদের মধ্যে আছেন দুই বিদেশিও। এঁরা খেলতে পারবেন কি না, আজ জানা যাবে।
বুধবার মর্গ্যানের প্রধান কাজ, ওপারা-টোলগের পাশে তৃতীয় বিদেশি নির্বাচন। গাও না পেন। মুম্বই এফ সির বিরুদ্ধে আই লিগের প্রথম জয় তুলে আনতে চান মর্গ্যান। ইস্টবেঙ্গল কোচ যা ইঙ্গিত দিয়েছেন, তাতে আগের ম্যাচই নামাতে পারেন প্রথমে। যার অর্থ গাও আগে। পরে পেন। গাও-টোলগের বোঝাপড়া কাজে লাগাতে মর্গ্যান আশাবাদী। প্রথম থেকেই জয়ের জন্য ঝাঁপাতে চান ইস্টবেঙ্গল কোচ। |
অ্যালান গাও ঘাসের মাঠে কেমন খেলেন, সেটা বোঝা যাবে পুণেতেই। গাও ব্রিটিশ ফুটবলে পরিচিত নাম। তিনি প্র্যাক্টিসে যথেষ্ট সমীহ আদায় করেছিলেন। দলের সেরা ফুটবলার মেহতাব হোসেন তাঁকে দেখে বলেছিলেন, “আমার দেখা সেরা বিদেশি”। সেই গাও কী করে ম্রিয়মাণ সেটাই ইস্টবেঙ্গলে প্রথম প্রশ্ন। তবে লাল-হলুদের অনেক ফুটবলারই মনে করছেন, ঘাসের মাঠে ভাল খেলবেন গাও। কৃত্রিম ঘাসে তিনি এর আগে খেলেননি বলে কলকাতায় নজর কাড়েননি। এ দিন ভাল মাঠ না পাওয়ায় মর্গ্যানদের অন্য মাঠে যেতে হল প্র্যাক্টিসে। বেশ ভালই দুর্ভোগ হল।
ইস্টবেঙ্গল কোচের দ্বিতীয় কাজ, মেহতাবের বিকল্প নামানো। মেহতাব পুরো সুস্থ না হয়ে নামার পক্ষপাতী নন। তাঁর জায়গায় হরমনজিৎ খাবড়া না সুবোধ কুমার, এই নিয়ে চিন্তা ভাবনা চলছে। মর্গ্যান সাংবাদিকদের বলেছেন, “প্রতি ম্যাচে পরিস্থিতি আলাদা। মুম্বই ভাল দল। তবে এখানে অতীতের পারফরম্যান্স খুব একটা ব্যাপার হবে না।” তাঁর কথায়, “এখন থেকে সব ম্যাচে তিন পয়েন্টের জন্য লড়তে হবে। তিন পয়েন্টই চাই। তবে এ বার আমি মুম্বই এফসি-কে সে ভাবে দেখিনি। আমি আশায়, ওদের হারানো যাবে।”
ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ মুম্বই এফ সি আগের ম্যাচে ০-৪ হেরেছে ডেম্পোর কাছে। তবে সালগাওকরকে হারানো এয়ার ইন্ডিয়াকে আবার ৪-১ হারিয়েছে। দলটাকে হালকা ভাবে নেওয়ার প্রশ্ন নেই। আই লিগের কনিষ্ঠতম কোচ খালিদ জামিল বিব্রত দলের গণ অসুস্থতা নিয়ে। ডাক্তার নিয়েই ছোটাছুটি করতে হয়েছে ম্যাচের আগের দিন। মুম্বই দলে পরিচিত মুখ বলতে কলকাতায় বাতিল দুই তারকা নোয়েল উইলসন এবং লালম পুইয়া। তবে লালম এখনও প্রথম দলে জায়গা করতে পারেননি। নাইজিরিয়ান ফরোয়ার্ড এবি সুকোরে, ডিফেন্ডার কিংসলে চিওমার উপর অনেকটা নির্ভর করছেন খালিদ জামিল। |