টুকরো খবর |
ভারতে আসছে তরুণ ও.ইন্ডিজ |
নিজস্ব প্রতিবেদন |
আসন্ন ভারত সফরে ওয়েস্ট ইন্ডিজ টিমে তারকা ব্যাটস্যমান ক্রিস গেইল-এর নাম বিবেচনা করলেন না ক্যারিবিয়ান নির্বাচকেরা। তিন টেস্টের সিরিজের জন্য অলরাউন্ডার ডারেন স্যামি-র নেতৃত্বাধীন ১৫ জনের যে দল নির্বাচিত হল তাতে শুধু গেইল-ই নন, নেই কায়রন পোলার্ড, ডোয়েন ব্র্যাভো-র মতো গত কয়েক বছর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএল মাতিয়ে দেওয়া ওয়েস্ট ইন্ডিয়ান তারকা ক্রিকেটাররা।
২৫ বছর গড় বয়সি তরুণ ওয়েস্ট ইন্ডিজ টিমে তিরিশ পেরনো ক্রিকেটার মাত্র দু’জন। ৩৭ বছরের শিবনারায়ণ চন্দ্রপল এবং কয়েক মাস আগে আইসিসি থেকে তাঁর অফস্পিন বোলিং অ্যাকশন সংক্রান্ত বিতর্কে ছাড়পত্র পাওয়া অলরাউন্ডার মার্লন স্যামুয়েলস। পনেরো জনের দলে দু’জন উইকেটকিপার। বোলিং বিভাগে চার পেসার এবং দু’জন স্পিনার নিয়ে আসছে ওয়েস্ট ইন্ডিজ। পেস ব্যাটারির নেতৃত্বে থাকছেন ফিডেল এডোয়ার্ডস। তবে তরুণ লেগস্পিনার দেবেন্দ্র বিশু-র দিকেও নজর থাকবে ক্রিকেটমহলের। প্রথম টেস্ট কোটলায় আগামী রবিবার শুরু।
পুরো দল: ডারেন স্যামি (অধিনায়ক), কার্লটন বাও, দীনেশ রামদিন, আদ্রিয়ান বারাথ, দেবেন্দ্র বিশু, ক্রেগ ব্রাথওয়েট, ডারেন ব্র্যাভো, শিবনারায়ণ চন্দ্রপল, ফিডেল এডোয়ার্ডস, কার্ক এডোয়ার্ডস, কিয়েরন পাওয়েল, রবি রামপল, কেমার রোচ, মার্লন স্যামুয়েলস ও শেন শিলিংফোর্ড।
|
সাক্ষীর কাছে ‘বোল্ড’ ধোনি |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
|
লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র সিংহ ধোনি। তাঁকে এই সাম্মানিক পদ দিল সেনাবাহিনী। ছবি: পিটিআই |
সাক্ষীর কাছে ‘ক্লিন বোল্ড’ হলেন মহেন্দ্র সিংহ ধোনি। আজ এখানে টেরিটোরিয়াল আর্মি ভারত অধিনায়ক ধোনিকে সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল সম্মানে সম্মানিত করল। অনুষ্ঠানের শেষ দিকে সবাইকে অবাক করে দিয়ে ধোনিপত্নী সাক্ষী সরাসরি স্বামীকে প্রশ্ন করে বসেন “আরে তোমাকে ওরা লেফটেন্যান্ট কর্নেল পদে সম্মানিত করল। কিন্তু এই পদের মানরক্ষা করার জন্য তোমার ট্রেনিং নেওয়া দরকার। সেই সময় তোমার কাছে কোথায়?” প্রশ্ন শুনে প্রথমে কিছুটা থতমত খেয়ে যান ‘ক্যাপ্টেন কুল’। তারপর সামলে নিয়ে ধোনি উত্তর দেন “দারুণ প্রশ্ন করেছ। এখন আমি ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকব ঠিকই। কিন্তু তোমাকে কথা দিচ্ছি যখনই একটু লম্বা বিশ্রাম পাব, তখন যেখানে আমাকে পোস্টিং দেওয়া হয়েছে, সেই বেঙ্গালুরুতে চলে গিয়ে ট্রেনিং নেব।” একই অনুষ্ঠানে অলিম্পিক সোনাজয়ী শুটার অভিনব বিন্দ্রাকে শিখ রেজিমেন্টের সান্মানিক লেফটেন্যান্ট কর্নেল পদে সম্মানিত করা হয়।
|
মেসির লড়াই ২২ জনের সঙ্গে |
সংবাদসংস্থা • জুরিখ |
লিও মেসি ফিফা বর্ষসেরা ফুটবলার ট্রফি জেতার হ্যাটট্রিকের দিকে এগোলেন। গত দু’বারের বর্ষসেরা ফুটবলার মেসি ছাড়াও ফিফার ২০১১-র প্রাথমিক ২৩ জনের তালিকায় ইউরোপ চ্যাম্পিয়ন বার্সেলোনার আরও ৭ জন ফুটবলার এবং তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের ৫ জন ফুটবলার আছেন। ফিফা অবশ্য প্লেয়ারদের তাঁদের দেশের প্রতিনিধি হিসাবে মনোনীত করেছে। তাতেও স্পেনের ৭ জনের পাশাপাশি ব্রাজিলের মাত্র দু’জন। বিভিন্ন দেশের জাতীয় ফুটবল দলের অধিনায়ক ও কোচেদের ভোটের বিচারে তিন চূড়ান্ত মনোনীতের নাম ফিফা জানাবে প্যারিসে, ৫ ডিসেম্বর। ওই তিনের মধ্যে বর্ষসেরার নাম ঘোষিত হবে ফিফার হেডকোয়ার্টার জুরিখে, ৯ জানুয়ারি। বর্ষসেরা কোচেদের প্রাথমিক ১০ জনের তালিকায় আছেন বিশ্বকাপ জয়ী স্পেন কোচ দেল বস্কি, বার্সা কোচ গুয়ার্দিওলা, রিয়ালের মোরিনহো ও ম্যান ইউ-এর অ্যালেক্স ফার্গুসন।
|
জাতীয় দলে দুই প্রধানের আট |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
জাতীয় দলে ফিরে এলেন মোহনবাগানের আনোয়ার আলি। সুব্রত পাল না থাকায় জাতীয় দলে জায়গা পেলেন ইস্টবেঙ্গলের তরুণ কিপার গুরপ্রীত সিংহ সাধু। তবে নতুন কোচ স্যাভিও মিডেইরার দলে ছিটকে গেলেন সুরকুমার সিংহ, রাকেশ মাসি এবং লালকমল ভৌমিক। ইস্টবেঙ্গল থেকে ডাক পেলেন মেহতাব, বলজিৎ সাহনি, রাজু গায়কোয়াড়, গুরপ্রীত। মোহনবাগান থেকে সুযোগ পেলেন সুনীল, আনোয়ার, নবি এবং জুয়েল। তবে আশ্চর্যজনক ভাবে নাম নেই প্রয়াগের লালকমল, অর্ণবদের। কোচ স্যাভিও আগে বলেছিলেন, দীপক মণ্ডলকে ফেরাতে পারেন। কিন্তু ফেডারেশন কর্তা ও সহকারী মার্কোসের সঙ্গে কথা বলে দীপককে আর ডাকেননি। মালয়েশিয়ার বিরুদ্ধে দুটি প্রীতি ম্যাচের জন্য এই ২৭ জনের দল ঘোষণা করা হয়েছে। সাফ কাপ ও বায়ার্ন ম্যাচে দল পাল্টানো হতে পারে। নতুন টিডি রব বান বললেন, “ভারত ফুটবলের ঘুমন্ত দৈত্য।”
|
ডুয়ার্সের দল জঙ্গলমহলে |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
|
রাজ্য সরকার পরিচালিত বীরসা মুন্ডা আদিবাসী ফুটবল প্রতিযোগিতার পর ডুয়ার্সের একটি টিম জঙ্গলমহলে খেলতে যাবে বলে ঘোষণা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। ৩ নভেম্বর থেকে শুরু হতে চলেছে রাজ্য সরকার পরিচালিত বিরসা মুন্ডা আদিবাসী ফুটবল প্রতিযোগিতা। ডুয়ার্সের মেটেলিতে প্রতিযোগিতার উদ্বোধন হবে। পাশাপাশি, ৪ নভেম্বর মালদহের গাজলেও প্রতিযোগিতা হবে। ১৪ নভেম্বর মেটেলিতে ফাইনাল। মন্ত্রী বলেন, “পরিকাঠামো, শিক্ষা, শিল্প, স্বাস্থ্যের পাশাপাশি খেলাধূলাকেও অগ্রাধিকার দিয়েছেন মুখ্যমন্ত্রী। স্থানীয় প্রতিভাকে খোঁজা হবে। প্রতিযোগিতার পর ডুয়ার্সের একটি টিম তৈরি হবে। দলটি জঙ্গল মহলে খেলতে যাবে। ও দিকের দলও আসবে। মুখ্যমন্ত্রী, ক্রীড়ামন্ত্রীর সঙ্গে নিয়ে কথা হয়েছে।” উত্তরবঙ্গের ৫৪টি ব্লক প্রতিযোগিতায় যোগ দেয়। সেখান থেকে ১৮টি মহকুমাভিত্তিক খেলা হচ্ছে। মেটেলিতে ১২টি এবং গাজলে ৬টি মহকুমার খেলা হবে। উত্তরবঙ্গ উন্নয়ন দফতর, তথ্য ও সংস্কৃতি দফতর, অনগ্রসর জাতি কল্যাণ দফতর খেলার আয়োজন করছেন। মন্ত্রী বলেন, “ফাইনাল খেলায় মেটেলিতে ভাইচুং ভুটিয়া, ক্রীড়ামন্ত্রী মদন মিত্র উপস্থিত থাকবেন। ফাইনাল খেলার আগে আদিবাসী মহিলাদের একটি প্রদশর্নী ফুটবল প্রতিযোগিতাও হবে।”
|
ফের ভারত-পাক ড্র |
সংবাদসংস্থা • বার্নবেরি |
পাকিস্তানের বিরুদ্ধে এক গোলে পিছিয়ে ১-১ ড্র করেও ত্রিদেশীয় হকি টুর্নামেন্টের ফাইনালে উঠতে পারল না ভারত। গোল পার্থক্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে পাকিস্তান। ব্রোঞ্জ পদকের জন্য খেলবে ভারত। এ দিন ম্যাচের দু’মিনিটের মধ্যে পাকিস্তানকে এগিয়ে দেন সোহেল আব্বাস। ২৬ মিনিটে ১-১ করেন যুবরাজ বাল্মীকি।
|
চ্যাম্পিয়নদের হার |
আবার অঘটন আই লিগে। পুণেতে ঘরের মাঠে সালগাওকরকে ৩-১ গোলে হারাল এয়ার ইন্ডিয়া। এই নিয়ে তিন ম্যাচে দু’টো হারল গত বারের চ্যাম্পিয়নরা। বিমানকর্মীদের গোল করেন মননদীপ সিংহ (২), শফি। করিম বেঞ্চারিফার দলের একমাত্র গোলদাতা সুয়োকা। অন্য খেলায় চিরাগ কেরলকে ৩-১ গোলে হারাল পূণে এফ সি। |
|