মঙ্গলবার কোল ইন্ডিয়ার ৩৭তম প্রতিষ্ঠা দিবস পালন করল ইসিএল। এই উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি পালন করা হয়। সংস্থার হাসপাতালগুলিতে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হয়। জনসচেতনতা মূলক অবদানের জন্য পুরস্কৃত করা হয়। কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির আওতায় একটি মোবাইল মেডিক্যাল ভ্যান আদিবাসী অধ্যুসিত এলাকায় চিকিৎসার জন্য দেওয়া হয়।
|
অবৈধ অস্ত্র রাখার অভিযোগ, ধৃত ৪ |
অবৈধ আগ্নেয়াস্ত্র ও তার ভুয়ো লাইসেন্স রাখার অভিযোগে বার্নপুর থেকে চার জনকে গ্রেফতার করেছে আসানসোল পুলিশ। আসানসোল-দুর্গাপুর পুলিশের সহকারী পুলিশ কমিশনার অঞ্জলি সিংহ জানান, গোপন সূত্রে পুলিশ খবর পায়, বার্নপুরের কয়েক জন বাসিন্দা ভুয়ো আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বিক্রির কারবার করছে। ফলে অবৈধ অস্ত্র কেনা-বেচাও চলছে রমরমিয়ে। অঞ্জলি সিংহের দাবি, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও কয়েক জনের নাম পাওয়া যাবে এবং চক্রটিকে ধরে ফেলার ব্যবস্থা হবে।
|
দু’টি জাল নম্বর প্লেটের লরি আটক করেছে পুলিশ। কাঁকসা থানার বাঁশকোপার কাছে একটি গ্যারাজ থেকে লরি দু’টি উদ্ধার করা হয়। আগে জাতীয় সড়কে লরি হাইজ্যাকের একাধিক ঘটনা ঘটেছে। এ দিন গোপন সূত্রে পুলিশ খবর পায়, বাঁশকোপার কাছে একটি গ্যারাজে দু’টি লরির খোলনলচে বদলানোর কাজ চলছে। পুলিশ ওই গ্যারাজে হানা দেয়। তবে তার আগেই দুষ্কৃতীরা পালিয়ে যায়। কাঁকসা থানার ওসি পার্থ ঘোষ জানান, গ্যারাজ মালিকের খোঁজ চলছে। তাকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের ধরা হবে।
|
বেতন বৃদ্ধির দাবি, বিক্ষোভ |
বেতন বৃদ্ধি, পদের স্থায়ীকরণ-সহ বিভিন্ন দাবিতে চার জন চালক ও ৯ জন মালি মঙ্গলবার বিক্ষোভ দেখান দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে। তাঁদের অভিযোগ, কোনও রকম লিখিত নির্দেশ ছাড়াই তাঁদের দিয়ে কাজ করিয়ে নেন কর্তৃপক্ষ। এর ফলে তাঁদের কাজের কোনও নথিভুক্তকরণ হয় না। অবিলম্বে এই পরিস্থিতির পরিবর্তন দাবি করেছেন তাঁরা।
|
রানিগঞ্জ ও জামুড়িয়া শিল্পতালুক পরিদর্শন করে গেল বিধানসভার পরিবেশ বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্য ৫ বিধায়ক। মঙ্গলবার তাঁদের সঙ্গে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান ও বাস্তুকাররা ছিলেন। জামুড়িয়ার ৪টি ও রানিগঞ্জের একটি স্পঞ্জ আয়রন কারখানা তাঁরা পরিদর্শন করেন। দলের সদস্য বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় জানান, দূষণ নিয়ে রিপোর্ট তাঁরা বিধানসভায় জমা দেবেন। |