l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
প্রতি মাসের ২১ তারিখে কলকাতার কথকতা নিয়ে
দীপাবলী, কালীপুজো, দীপান্বিতা লক্ষ্মীপুজো: এখন, অতীত ও পুরাণ
রাজনৈতিক ‘মাতব্বরি’ না
মানার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
উন্নয়নের প্রশ্নে কোনও রাজনৈতিক ‘মাতব্বরি’ বরদাস্ত করা হবে না। সে তাঁর নিজের দল তৃণমূলের তরফে করা হলেও। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকে সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন দক্ষিণ ২৪ পরগনার সদর দফতরে আলিপুর পুলিশ লাইনের কনফারেন্স রুমে মুখ্যমন্ত্রীর সঙ্গে জেলার প্রশাসনিক কর্তাদের বৈঠকে ‘রাজনৈতিক বাধা’র কথা ওঠে। মুখ্যমন্ত্রী নিজেই জানতে চান, ‘বাধা’ কি তৃণমূল দিচ্ছে? ইতিবাচক জবাব শুনে তখনই মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, উন্নয়নে কোনও ‘রাজনৈতিক মাতব্বরি’ বরদাস্ত করা হবে না। বৈঠকে উপস্থিত তৃণমূলের দক্ষিণ ২৪ পরগনা জেলার সভাপতি তথা পুরসভার মেয়র শোভন চট্টোপাধ্যায় ও কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার দফতরের প্রতিমন্ত্রী চৌধুরী মোহন জাটুয়াকে দেখিয়ে মুখ্যমন্ত্রী প্রশাসনিক আধিকারিকদের বলেন, কোনও সমস্যা হলে তাঁরা যেন ওই দু’জনের সঙ্গে যোগাযোগ করেন। তা হলেই বিষয়টি তিনি জানতে পারবেন। উন্নয়নের ক্ষেত্রে রাজনৈতিক মাতব্বরি তিনি সহ্য করবেন না। প্রশাসনিক আধিকারিকরাও যেন তা না-করেন।
বিস্তারিত...
তৃণমূলের ভয়ে অনেকে ভিটেছাড়া, অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট
তৃণমূলের ভয়ে বেশ কিছু পরিবার গ্রামছাড়া বলে অভিযোগ উঠেছে বসিরহাটে। ভেবিয়া দাসপাড়ার এই ঘটনায় ‘ঘরছাড়া’রা মুখ্যমন্ত্রীকে লিখিত অভিযোগ জানিয়েছেন সপ্তাহ খানেক আগে। বৃহস্পতিবার বসিরহাটের এসডিপিও-র কাছেও অভিযোগ করেছেন তাঁরা। তৃণমূলের তরফে অবশ্য এই অভিযোগ ‘উদ্দেশ্যেপ্রনোদিত’ এবং ‘ভিত্তিহীন’ বলে দাবি করা হয়েছে। এসডিপিও আনন্দ সরকার বলেন, “কত জন গ্রামছাড়া, তার তালিকা চাওয়া হয়েছে। অভিযোগ খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।”পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচনের প্রচার মিছিলে যাওয়া নিয়ে কিছু দিন আগে ভেবিয়া দাসপাড়া এলাকায় সিপিএম এবং তৃণমূলের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধেছিল। তৃণমূলের দাবি ছিল, সিপিএম নেতা কালীকমল রুইদাসের নেতৃত্বে হামলা হয়। সংঘর্ষে এক তৃণমূল কর্মীর মৃত্যুর গুজব রটে। যা থেকে গোলমাল আরও বড় আকার নেয়। তৃণমূলের লোকজন বেশ কিছু বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। সে সময়ে গ্রামছাড়া হয় সিপিএমের বেশ কিছু পরিবার।
বিস্তারিত...
বিস্তর খোঁজ সত্ত্বেও মিলল না সেই বালা
অরুণাক্ষ ভট্টাচার্য ও প্রবাল ধর • কলকাতা
হন্যে হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতের বালা খুঁজে বেড়াচ্ছে পুলিশ। যে মহিলার হেঁচকা টানে বুধবার মুখ্যমন্ত্রীর হাত থেকে বালা খুলে গিয়েছিল বলে মনে করা হচ্ছে, খোঁজ চলছে তাঁরও। পুলিশ জানায়, বুধবার বারাসতে জেলাশাসকের দফতরে বৈঠক করে গাড়িতে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেলাশাসকের কার্যালয়ের গেটের বাইরে মুখ্যমন্ত্রীকে দেখতে রাস্তার দু’ধারে দাঁড়িয়েছিলেন কয়েকশো মানুষ। তাঁদের নিরাশ না করে গাড়ি থেকে নেমে হেঁটে এগোতে থাকেন মুখ্যমন্ত্রী। পুলিশ জানায়, দু’দিক থেকে উৎসাহী দুই মহিলা মুখ্যমন্ত্রীর দু’হাত ধরে উচ্ছ্বাস প্রকাশ করছিলেন। সেই সময় হঠাৎই তাঁর পা জড়িয়ে প্রণাম করতে যান এক মহিলা। টাল সামলাতে না পেরে পড়ে যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর বাঁ হাতে ছিল ঘড়ি, ডান হাতে বালা। যে দুই মহিলা তাঁর দু’হাত ধরেছিলেন, মুখ্যমন্ত্রীর পড়ে যাওয়ার উপক্রম হয়েছে দেখে তাঁরা আরও শক্ত করে মমতার হাত ধরে রাখেন। পরে দেখা যায়, মুখ্যমন্ত্রীর দু’হাত থেকে ঘড়ি ও বালা নেই।
বিস্তারিত...
ক্রাশার খোলার দাবিতে অবরোধে পঞ্চায়েত সদস্য
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট
ক্রাশার খোলার দাবিতে পথ অবরোধ করলেন পঞ্চায়েত সদস্য। ভোগান্তি হল সাধারণ মানুষের। রামপুরহাট ১ ব্লকের অন্তর্গত মাসড়া গ্রাম পঞ্চায়েতের আলুপাহাড়ি-চাঁদেরজোল সংসদ থেকে নির্বাচিত নির্দল সদস্য দেবীলাল মাড্ডির দাবি, শালবাদরা পাথর শিল্পাঞ্চলে বন্ধ হয়ে থাকা তাঁর নিজের ও আরও ১১টি ক্রাশার অবিলম্বে খোলার অনুমোদন দিতে হবে প্রশাসনকে। ওই পঞ্চায়েত সদস্য মল্লারপুর আম্বা মোড় থেকে শালবাদরা যাওয়ার রাস্তায় আলুপাহাড়িতে বৃহস্পতিবার সকাল থেকে কিছু লোকজন নিয়ে অবরোধে বসেন। খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ এবং বিডিও গিয়ে অবরোধ তুলে দেন। বিডিও শান্তিরাম গড়াই বলেন, “দেবীলালবাবু নিজে এক জন পঞ্চায়েত সদস্য এবং পঞ্চায়েতের উপ-সমিতির শিল্প সঞ্চালক। অথচ তিনিই পথ অবরোধ করেছেন। তাঁকে বুঝিয়ে অবরোধ তুলে নিতে বলা হয়। তাঁর দাবি সংবলিত যাবতীয় কাগজপত্র নিয়ে রামপুরহাটের মহকুমাশাসকের কাছে আবেদন করতে বলা হয়েছে। একই সঙ্গে আইন নিজের হাতে তুলে নিতেও তাঁকে নিষেধ করা হয়েছে।”
বিস্তারিত...
প্রাক্তন উপ-পুরপ্রধানের দিকে আঙুল তৃণমূলের
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর
একে তো পুর-পরিষেবা নিয়ে নাগরিক অসন্তোষ ক্রমেই বাড়ছে। তার উপর পুর-পরিচালকদের অন্তর্দ্বন্দ্বে ক্লান্ত, বিরক্ত মেদিনীপুর শহরের বাসিন্দারা। ‘স্বচ্ছতা’র প্রশ্নে এ বার পুর-পরিচালক জোটের প্রধান শরিক তৃণমূলের অভিযোগের আঙুল উঠেছে জোটসঙ্গী কংগ্রেসের প্রবীণ এক কাউন্সিলরের দিকে। যিনি আবার এই সে দিন পর্যন্ত ছিলেন তৃণমূল-কংগ্রেস বোর্ডের উপ-পুরপ্রধান। তৃণমূলের অভিযোগের তির মেদিনীপুর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর শম্ভুনাথ চট্টোপাধ্যায়ের দিকে। জোটসঙ্গী দলের কাউন্সিলরের বিরুদ্ধে রাস্তা তৈরি থেকে স্কুলের ছাত্রছাত্রীদের নতুন জামা দেওয়া--সব ক্ষেত্রেই বেনিয়মের অভিযোগ তুলেছে তৃণমূল। এই ‘দ্বন্দ্বে’র জেরে ওই কংগ্রেস কাউন্সিলরের নেতৃত্বে আবার যুব তৃণমূলের স্থানীয় কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। শম্ভুবাবুর আবার দাবি, কালীপুজো কমিটির ঘর জবরদখল করে যুব তৃণমূলের নামে কয়েক জন ‘অসামাজিক কাজ’ করছিল বলেই স্থানীয়রা ঘর ভেঙে দিয়েছে।
বিস্তারিত...
‘ফেরার’ প্রধান, অচলাবস্থা
আরামবাগের পঞ্চায়েতে
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ
আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত সিপিএমের এক পঞ্চায়েত প্রধান ‘ফেরার’। তার পরে কেটে গিয়েছে প্রায় চার মাস। নিয়ম অনুযায়ী, উপপ্রধানকে প্রধানের দায়িত্ব সামলানোর লিখিত নির্দেশ দিয়েছেন বিডিও। কিন্তু ‘পদ্ধতিগত’ ত্রুটির কথা উল্লেখ করে উপপ্রধান সেই দায়িত্ব নেননি। এই পরিস্থিতিতে সমস্ত রকম আর্থিক উন্নয়ন স্তব্ধ আরামবাগের মাধপুর পঞ্চায়েতে। গ্রামোন্নয়নের সব রকম কাজও বন্ধ। এমনকী, টাকা বকেয়া থাকায় পঞ্চায়েত দফতরের বিদ্যুৎ এবং টেলিফোন সংযোগও বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়েছে। বিষয়টি হুগলি জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন আধিকারিক অরুণ রায়কে লিখিত ভাবে জানিয়েছেন আরামবাগের বিডিও মৃণালকান্তি গুঁই। সেটাও ১২ অক্টোবরের ঘটনা। কিন্তু এখনও এ ব্যাপারে ব্লকে কাছে কোনও নির্দেশ আসেনি। অরুণবাবু বলেন, “বিস্তারিত রিপোর্ট দিতে বলেছি ব্লক প্রশাসনকে। তারপরে পঞ্চায়েত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।” আরামবাগ ব্লকের ১৫টি পঞ্চায়েতের সব ক’টিই বাম পরিচালিত। গত লোকসভা ভোটের পর থেকে পঞ্চায়েতগুলির বিরুদ্ধে দুর্নীতির বিভিন্ন অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
বিলি না-হওয়া স্টলে
দুষ্কৃতীরাজ, অভিযোগ
অভিভাবকহীন মেয়ের
পাশে দাঁড়াল পড়শিরা
দক্ষিণবঙ্গ
সারের কালোবাজারির
বিরুদ্ধে কড়া ব্যবস্থা
ইটভাটা শ্রমিকদের
পুনর্বাসনের দাবি
বর্ধমান
দিনভর নাটকের পরে
রাতে ফিরে এল বন্দি
অবহেলায় পড়ে সেচ
দফতরের পার্ক, ক্ষোভ
পুরুলিয়া
স্বাস্থ্যবিমার টাকা ‘আত্মসাৎ’ করে গ্রেফতার
স্ত্রীকে পুড়িয়ে মারার
নালিশ, স্বামীর জেল
মুর্শিদাবাদ
বাবুলবোনা রোড নিয়ে
নাকাল বহরমপুর
কাঁটাতারের ও-পারে
গিয়ে খুন কৃষিজীবী
মেদিনীপুর
ইন্দিরা আবাস যোজনায় লক্ষ্যপূরণ হয়নি জেলায়
শক্তি আরাধনার পীঠস্থানে
থিমের কালীপুজোর রমরমা
কলকাতা
৩৪.৮ /২৫.৩
আজকের দিনে
•
১৯৩১:
অভিনেতা
শাম্মী কপূরের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
যত্ন-নিষ্ঠা-ভক্তি নিয়ে প্রস্তুত হয় মাতৃ আরাধনার ভোগ প্রসাদ। এক এক বাড়ির ভোগের পদ এক এক রকম। এমনকী পুজো কমিটিগুলোরও থাকে ভিন্ন ভিন্ন পদ। পৃথিবীর নানা প্রান্তের বেশ কয়েকটি পুজোর বিশেষ কয়েকটি পদ নিয়ে মাঝ মাসের হাওয়াবদলে নিবেদিত হল ভোগ-ব্যঞ্জন— সঙ্গে অন্য খবরের খাজানা নিয়ে
সংবাদের হাওয়াবদল
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.