|
|
|
|
উত্তরপাড়ায় ইটভাটা শ্রমিকদের পুনর্বাসনের দাবিতে আন্দোলনে সিটু |
নিজস্ব সংবাদদাতা • উত্তরপাড়া |
ইটভাটার শ্রমিকদের উপযুক্ত পুনর্বাসন না দিয়ে তৈরি করা যাবে না উত্তরপাড়ায় প্রস্তাবিত ফিল্ম সিটি এই দাবি তুলে বৃহস্পতিবার আন্দোলনে নামল সিটু। এ দিন এলাকায় মিছিল করে তারা। ইটভাটার শ্রমিকদের উপর পুলিশ জুলুম করছে বলে অভিযোগ তুলে থানার সামনে বিক্ষোভও দেখায় তারা।
সম্প্রতি উত্তরপাড়ায় গঙ্গার ধারে একটি ফিল্ম সিটি তৈরির সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। প্রায় সাড়ে চারশো বিঘা ওই জমির মালিক কলকাতা পুরসভা। চারশো বিঘায় ফিল্ম সিটি করে বাকি জমিতে একটি জল প্রকল্প এবং উত্তরপাড়া থানার নতুন ভবন করার কথা। সরকারি সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই পুরসভার ওই জমি বেআইনি ভাবে দখল করে রয়েছে অন্তত ১৩টি ইটভাটা। প্রস্তাবিত ফিল্ম সিটি গড়ার জন্য সরকারের তরফে ওই জমি ছেড়ে দিতে বলা হয় ইটভাটাগুলিকে। |
|
নিজস্ব চিত্র। |
এ দিন সিটুর নেতৃত্বে জিটি রোড ধরে মিছিল করেন ওই ইটভাটার শ্রমিকেরা। ইটভাটার সঙ্গে যুক্ত লোকজনের বক্তব্য, বহু বছর ধরেই পড়ে থাকা জমিতে তাঁরা ব্যবসা করছেন। তাঁদের রুটিরুজির বিষয়টি না দেখে আচমকাই উঠে যাওয়ার নির্দেশ দেওয়া হল। সিটুর টালি ইটভাটা শ্রমিক সংগঠনের বক্তব্য, কলকাতা পুরসভার ওই জমি থেকে অবশ্যই ব্যবসা গুটিয়ে নেওয়া হবে। কিন্তু এ জন্য ওই কাজে যুক্ত লোকজন এবং সেখানে বসবাসকারীদের জন্য উপযুক্ত পুনর্বাসন প্যাকেজ ঘোষণা করতে হবে সরকারকে। ওই জমিতে ইটভাটার সঙ্গে যুক্ত অন্তত এক হাজার শ্রমিক এবং ৩৫ জন স্থায়ী শ্রমিক (মুন্সি) কাজ করেন। এ ছাড়াও, গোটা পঞ্চাশেক দোকান রয়েছে।
উত্তরপাড়ার সিটু নেতা শঙ্কর মুখোপাধ্যায় বলেন, “প্রাচীন এই শহরে ফিল্ম সিটি হবে, এটা অত্যন্ত ভাল কথা। কিন্তু এ জন্য অন্য শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের পেটে লাথি মারার কোনও যৌক্তিকতা নেই।” শঙ্করবাবু বলেন, “আমরা বামপন্থীরা সব সময়েই শিল্পের সঙ্গে আছি। গরিব মানুষের পাশে আছি। এর জন্য প্রয়োজনে বৃহত্তর আন্দোলনে নামতেও আমরা প্রস্তুত।’’
তৃণমূল নেতৃত্ব অবশ্য সিটু-র আন্দোলনের পিছনে রাজনৈতিক অভিসন্ধি দেখছেন। তৃণমূল নেতা দিলীপ যাদব বলেন, “শ্রমিক স্বার্থ ক্ষুণ্ণ হয়, বর্তমান রাজ্য সরকার এমন কিছুই করবে না, সিপিএমও এটা বিলক্ষণ জানে। স্রেফ রাজনৈতিক কারণেই একটি উদ্যোগে বিঘ্ন ঘটাতে চাইছেন সিপিএম নেতৃত্ব।” শ্রমিকদের অভিযোগ, পুলিশ তাদের উপর জুলুম করছে। মাটি কাটার কাজে বাধা দিচ্ছে। এ ব্যাপারে সিটুর তরফে স্মারকলিপিও দেওয়া হয় উত্তরপাড়া থানায়। পুলিশ অবশ্য শ্রমিকদের উপর জুলুমের অভিযোগ অস্বীকার করেছে। |
|
|
|
|
|