১ প্রাচুর্যসূচক উচ্চ কোলাহল,
হাসির---। ৩ জ্যাঠা বা কাকা। ৫ উমাপতি, শিব। ৭ মিথিলার প্রসিদ্ধ রাজা।
৯ শয্যায় এও থাকে।
১০ নিম্নপদস্থ সিপাই।
১১ ‘---জলের ভারে কত নত হয়’।
১২ যাকে কুড়িয়ে পাওয়া গেছে।
১৩ নিমেষহীন, অপলক।
১৫ লিপ্যন্তর করা হয়েছে।
১৭ শ্রীকৃষ্ণ।
১৯ তুষার, হিমানী।
২১ ধৃতরাষ্ট্র-জননী।
২৩ অধ্যয়ন, ---পাঠন।
২৪ বক্র, কুটিল।
২৫ ‘শ্রীকান্ত’-র বৈষ্ণবী নায়িকা।
২৭ মালিকের নিজের
তত্ত্বাবধানে রাখা জমি।
৩০ রাত্রিজল, শিশির।
৩২ আমন্ত্রণ এমন হলে না করা যায় না।
৩৩ ‘---মম বিকশিত
কর অন্তরতর হে’।
৩৪ ঠোঁট-পাতলা।
৩৬ ‘কোথা বিরহিনী,
কোথা---’, অভিসারিণী।
৩৮ চোর।
৩৯ পীড়ন,জ্বালাতন।
৪০ রক্ষক, পারকর্তা।
৪১ কলহের দেবতা। |
|
১ নদীতে হঠাৎ যে বাণ।
২ ননদিনির এ বদনাম
এখন আর নেই।
৩ প্রত্যাশা-র কথ্যরূপ, হা---করা।
৪ ব্যবহার সম্বন্ধীয়।
৫ শিলা, মূল্যবান পাথর।
৬ শহরের উপকণ্ঠ।
৭ বনবাসকালে যুধিষ্ঠির
ও ভীমের ছদ্মনাম।
৮ বৈশেষিক দর্শনপ্রণেতা এক মুনি।
১২ রুচিবিকার।
১৩ পটোলের মতো গঠন।
১৪ ননি, মাখন।
১৬ পদ্ধতি, নিয়ম।
১৮ মধ্য কলকাতার
সরকারি প্রেক্ষাগৃহ।
২০ লাল পদ্ম।
২১ টক স্বাদের ঝোল।
২২ প্রায়ই, সচরাচর।
২৩ দুর্গের চতুর্দিকের নির্মিত খাত।
২৬ মধ্য এশিয়ার জাতি।
২৮ সহজেই ভঙ্গুর বাড়ি।
২৯ কর্মে লক্ষ্য থাকা।
৩১ অধোগামিতা।
৩২ সাধাসাধি।
৩৩ এতে অরুচি হয় না।
৩৫ জামাকাপড় রাখার এক আসবাব।
৩৬ শোকহীন।
৩৭ অভীষ্ট পূরণকারী। |