|
|
|
|
জমি হাতাতে সক্রিয় দালালচক্র |
অভিভাবকহীন মেয়ের পাশে দাঁড়াল পড়শিরা |
নমিতেশ ঘোষ • শিলিগুড়ি |
বাবা-মা নেই। ভাই-বোন নিখোঁজ কয়েক বছর আগে। ১২ বছরের পায়েলের সম্বল দেড় কাঠা জমি। সাবালক হয়ে যে জমিতে অন্তত একটি ঘর তৈরি করে থাকতে পারবে পায়েল। অথচ সেই জমিটি দখল করতে সক্রিয় হয়ে উঠেছে একটি দালাল চক্র। যা জানতে পেরে জোট বেঁধেছে এলাকার মানুষ। প্রধাননগর থানার বাঘা যতীন কলোনির ওই ঘটনায় নাবালিকার পাশে দাঁড়িয়েছে রাজ্য মহিলা কমিশনও। প্রধাননগর থানার পুলিশের তরফেও নাবালিকার যাতে অসুবিধে না হয় সেদিকে লক্ষ রাখা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাঘা যতীন কলোনির ওই নাবালিকার নাম পায়েল সরকার। এখন তাঁর ঠিকানা হাকিমপাড়ার মেঘনাথ সরণির একটি বেসরকারি হোম। রাজ্য মহিলা কমিশনের সদস্য জ্যোৎস্না অগ্রবাল বলেন, “এলাকার মানুষ ওই নাবালিকাকে নিয়ে আমার কাছে এসেছিলেন। ওর ভবিষ্যৎ রয়েছে। ওই জমি হাতছাড়া হতে দেওয়া যাবে না। সে দিকে আমরা লক্ষ রাখছি। পুলিশের সঙ্গেও বিষয়টি নিয়ে কথা বলব। সব রকম সহযোগিতা করব।” শিলিগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, “পায়েলকে একটি হোমে রাখা হয়েছে। মন্দিরের নামে তার জমি দখলের চেষ্টা হয়েছিল। আমরা তা রুখেছি। সেখানে নজর রাখা হচ্ছে। কোনও ভাবে জমির দখল নিতে দেওয়া হবে না।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাঘাযতীন কলোনির অশোক সরকার এবং পুনম দেবীর মেয়ে পায়েল। পায়েলের যখন ৪ বছর বয়স সেই সময়ই তাঁর বাবা-মায়ের মৃত্যু হয়। তার অন্য ভাই-বোনেরাও কোথাও চলে যায়। নিজেদের বাড়ি ছেড়ে সে প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেয়। সেখানেই দিন কাটছিল তার। ধীরে ধীরে তাদের বাড়ি ভেঙে যায়। সম্প্রতি ওই জায়গাটি নজরে পড়েছে কয়েকজনের। যারা নানা ভাবে কৌশল করে জমিটি দখলের চেষ্টা শুরু করে। সেটি ঘিরে বেড়া দেওয়ার চেষ্টা হয়। মঙ্গলবার বাসিন্দারা দল বেঁধে প্রধাননগর থানায় নিয়ে যান পায়েলকে। আইসি দীপঙ্কর সোম সমস্ত ঘটনা জেনে ঘটনাস্থলে গিয়ে জমিটি দেখেন। পুলিশের পক্ষ থেকে সতর্ক করে দেওয়া হয় দখলে সচেষ্টদের। এই অবস্থায়, প্রতিবেশী পায়েলকে আর বাড়িতে রাখতে রাজি হননি। পুলিশের উদ্যোগে পায়েলের জায়গা হয় বেসরকারি হোমে। হোম কর্তৃপক্ষও এই লড়াইয়ে পায়েলের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন। যাতে সরকারি পদ্ধতিতে জমিটি পায়েলের নামে করা যায় সে ব্যপারে সমস্ত উদ্যোগ হওয়ার কথা জানিয়েছেন তাঁরা। তৃণমূলের পক্ষেও নাবালিকার পাশে দাঁড়িয়ে জমি রক্ষার জন্য কথা জানিয়েছেন বেদব্রত দত্ত। তৃণমূলের যুব নেতা দীপক শীল বলেন, “আমরা ওই নাবালিকার সঙ্গে দেখা করব। এলাকাতেও যাব। প্রয়োজনে পুলিশের সঙ্গে কথা বলব।” প্রধাননগরের বাণী পাল বলেন, “অসহায়তার সুযোগ নিয়ে পায়েলের জমি কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। এটা আমরা কোনও ভাবে মেনে নেব না। পায়েলের জমি রক্ষার জন্য যা করার করব।” |
|
|
|
|
|