টুকরো খবর |
জাল নোট উদ্ধার, গ্রেফতার দুই |
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
পাচারের আগেই ২ লক্ষ টাকা মূল্যের জাল নোট-সহ দুই পাচারকারীকে পুলিশ গ্রেফতার করেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ নাগাদ ইংরেজবাজার থানার পুলিশ শহরের স্টেশন রোডে হানা দিয়ে ওই দুই পাচারকারীকে ধরে। পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ২ লক্ষ টাকা মূল্যের জাল নোট-সহ দুজনকে গ্রেফতার করে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।” জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, কালিয়াচকের গোপালপুর গ্রামের বাসিন্দা ওই দুই পাচারকারীর নাম বাবলু শেখ ও মঙ্গলু শেখ। তারা সম্পর্কে দুই ভাই। জাল নোট রাজ্যের বাইরে পাচার করার জন্য ট্রেন ধরতে মালদহ স্টেশনে যাচ্ছিল। খবর পাওয়ার পরই ইংরেজবাজার থানার পুলিশ সাদা পোশাকে স্টেশন রোড এলাকায় ওত পেতে ছিল। দুই ভাইকে দেখতে পেয়েই পুলিশ তাঁদের উপর ঝাঁপিয়ে পড়ে। ধৃতদের কাছ থেকে পুলিশ ১০০টি জাল এক হাজার টাকার নোট ও ২০০টি ৫০০ টাকার জাল নোট উদ্ধার হয়েছে। পুলিশের দাবি, ধৃত দুভাইকে জেরা করে জানা গিয়েছে, এর আগেও তারা বাংলাদেশ থেকে জাল নোট নিয়ে রাজ্যের বাইরে পাচার করেছে।
|
বেদম মেরে ছাদনাতলায় |
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
মারধরের পরে স্থানীয় কিশোরীর সঙ্গে জবরদস্তি বিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার রাত ১২টা নাগাদ ইংরেজবাজার থানার ঝলঝলিয়ার ব্যারাক রেল কলোনিতে ঘটনাটি ঘটে। মারধরের জেরে জখম রেলকর্মীকে রাতেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। রেল হাসপাতালে শুয়ে বিহারের হাজিপুরে বাসিন্দা রেলকর্মী গৌরব চৌধুরী বলেন, “মেয়ের দাদা, ভাই ও তাদের বন্ধুবান্ধব আমাকে বেধড়ক মারধর করে জোর করে বিয়ে দিয়ে দেন। ওই মেয়েটিকে তার বাবার চায়ের দোকানে চা খেতে গিয়ে ২-৩ বার দেখেছি। ঘনিষ্ঠ মেলামেশা দূরের কথা। কোনও দিন কিশোরীর সঙ্গে কথাই বলিনি। কাল রাতে নিজের কোয়ার্টারে একাই ঘুমোচ্ছিলাম। সমানে ধাক্কাধাক্কির শব্দ পেয়ে দরজা খুলতেই ১০-১২ জন কোয়ার্টারে ঢুকে আমায় মারধর শুরু করেন। এরপর ওই কিশোরীকে ঘরে ঢুকিয়ে বলেন, সিঁথিতে সিঁদুর দে। নইলে গুলি করব। প্রাণভয়ে ওই কিশোরীর সিঁথিতে সিঁদুর দিয়েছি।” ব্যারাক কলোনিতে রেলকর্মীর কোয়ার্টারে বসে নববধূ রাজকুমারী বলেন, “আড়াই বছর ধরে ওকে ভালবাসি। গতকাল গৌরব সাইকেল করে আমাকে কোয়ার্টারে নিয়ে আসে। রাতে একসঙ্গে দু’জনে ছিলাম। আমার দাদা, ভাইরা টের পেয়ে আমাদের ধরে ফেলে। এর পরে ওর সঙ্গে বিয়ে দিয়ে দেয়।” ব্যারাক কলোনির অঞ্জনা মন্ডল, অপর্ণা মন্ডল, তাপসী দত্তদের অনেকেরই সন্দেহ, ছেলেটিকে ফাঁসানো হয়েছে।
|
ভাঙচুরে পড়ুয়ারা |
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
ছাত্রী অপহরণের অভিযোগ তুলে এক পার্শ্ব শিক্ষকের কোচিং সেন্টারে ভাঙচুর চালিয়েছে একদল পড়ুয়া। বৃহস্পতিবার কোচবিহারের সিতাই থানার হরিবোলাহাট এলাকায় ঘটনাটি ঘটেছে। সম্প্রতি কিসামত আদাবাড়ি হাইস্কুলের দশম শ্রেণির এক ছাত্রী নিখোঁজ হন। পরে তাকে শীতলখুচির এতকটি বাড়ি থেকে পরিবারের লোকজনই উদ্ধার করে। ওই পার্শ্বশিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর পরিবারের লোকজন থানায় অভিযোগ দায়ের করেন। বিষয়টি জানাজানি হতেই উত্তেজিত একদল পড়ুয়া অভিযুক্তের কোচিং সেন্টারে ভাঙচুর চালায় বলে অভিযোগ। কোচবিহারের ডিএসপি রানা মুখোপাধ্যায় বলেন, “বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
|
আবার পৈতৃক ভিটেয় এরশাদ |
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
পৈতৃক ভিটের টানে আগামী ডিসেম্বর মাসে কোচবিহারের দিনহাটায় আসছেন বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি হোসেন মহম্মদ এরশাদ। বুধবার কোচবিহারের তিনবিঘায় গিয়ে ওই ইচ্ছের কথা জানিয়েছেন তিনি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ কয়েকজন মন্ত্রীর সঙ্গে তিনবিঘা করিডর সফরকারী প্রতিনিধি দলের অন্যতম সদস্য ছিলেন বর্তমান সাংসদ এরশাদ। সেখানেই সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি বলেন, “আগামী ডিসেম্বরে দিনহাটায় যাব।” ২০০৯ সালে দু’দিনের সফরে দিনহাটার শৈশবের স্মৃতি বিজড়িত বাড়িতে এসেছিলেন তিনি। চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে সড়কপথে দিনহাটায় পৌঁছেই নস্টালজিক হয়ে পড়েন তিনি। তিন দশক বাদে দিনহাটায় এসে পুরনো বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন থেকে পরিচিতদের খোঁজ নিয়েছেন।
|
গড়িমসির নালিশ |
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে ৩টি হাইস্কুলের নামে অনিয়মের নালিশের তদন্তে গড়িমসির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাল কংগ্রেস। বৃহস্পতিবার ওই বিক্ষোভের ঘটনা ঘটে বুনিয়াদপুরে অবর বিদ্যালয় পরিদর্শকের দফতরে। বিক্ষোভের সময়ে পরিদর্শক পঙ্কজ সরকারকে ঘেরাও করে রাখা হয়। সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিক্ষোভ চলে। স্মাররকলিপি দেওয়ার সময়ে কংগ্রেস কর্মীদের সঙ্গে পরিদশর্কের তর্কাতর্কি হলে ক্ষুব্ধ কংগ্রেস কর্মীরা রাস্তা অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। কংগ্রেস নেতা শুভাশিস পালের অভিযোগ, মহেন্দ্র, লহুচড়, চণ্ডীপুর হাই স্কুলের কর্তৃপক্ষ নিয়মনীতির তোয়াক্কা না-করে স্কুল চালাচ্ছেন। জেলা স্কুল কর্তৃপক্ষ তদন্তের আশ্বাস দিলেও গত এক বছরে ব্যবস্থা নেওয়া হয়নি। পঙ্কজবাবু বলেন, “আইন মেনে স্কুলে কাজ হয়নি। বিষয়গুলি সমাধানের চেষ্টা করব।”
|
গ্রেফতার ৩ মহিলা |
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
গাঁজা সমেত তিন মহিলাকে গ্রেফতার করল ইসলামপুর থানার পুলিশ। বৃহস্পতিবার ভোরে স্থানীয় বাস টার্মিনাস চত্বর এলাকা থেকে পুলিশ তাদের ধরে। ধৃতদের কাছ প্রচুর গাঁজা উদ্ধার হয়েছে বলে পুলিশ দাবি করেছে। পুলিশ জানায়, ধৃত ওই তিন মহিলার নাম আবজানা বিবি, সুচিত্রা দাস ও আরতি চৌধুরী। আবজানা কলকাতার বাসিন্দা। অপর দুই মহিলা শিলিগুড়ির বাসিন্দা। ইসলামপুর থানার আইসি সমীর পাল বলেন, “উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক দাম প্রায় ২০ লক্ষ টাকা। এ দিন ধৃত ওই মহিলাকে আদালতে তোলার পর ফের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।” প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, আটক গাঁজা শিলিগুড়ি থেকে মালদহের কালিয়াচকে নিয়ে যাওয়া হচ্ছিল।
|
গণপিটুনিতে মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
মোটর বাইক ছিনতাই করতে গিয়ে গ্রামবাসীদের হাতে ধরা পড়ার পরে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু হল। বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ ঘটনাটি ঘটে মালদহের ইংরেজবাজারথানার নিয়ামতপুরে। পুলিশ জানায়, নিহতদের নাম শেখ ইউসুফ (৩৩) এবং শেখ মনিরুল (৩৫)। মালদহের পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “মোটর বাইক ছিনতাই করতে গিয়ে ওই দু’জন হাতেনাতে ধরা পড়ে যায়। উত্তেজিত গ্রামবাসীরা ওই ছিনতাইবাজদের গণপিটুনি দিলে দু’জনেরই মৃত্যু হয়।”
|
পরিদর্শনে কেন্দ্রীয় প্রতিনিধি দল |
অনগ্রসর সম্প্রদায়ভুক্ত বাসিন্দাদের সংখ্যাধিক্য কোচবিহার জেলায় প্রকল্পের কাজ দেখলেন কেন্দ্র এবং রাজ্যের সচিব পর্যায়ের এক প্রতিনিধি দল। বৃহস্পতিবার সোসাল জাস্টিস অ্যান্ড এমপাওয়ারমেন্ট বিভাগের সচিব এস কে আচারিয়া, যুগ্ম সচিব সঞ্জীব কুমার এবং পশ্চিমবঙ্গের অনগ্রসর কল্যাণ বিভাগের সচিব সঞ্জয় থারের নেতৃত্বে দলটি কোচবিহারে আসে। বিভিন্ন এলাকায় সরকারি প্রকল্পে বরাদ্দ টাকায় কাজ দেখেন। মারুগঞ্জের একটি অঙ্গনওয়ারি কেন্দ্র, জায়গির চিলাখানায় ক্ষুদ্র সেচ প্রকল্প, নেপালের খাতায় স্বনির্ভর গোষ্ঠীদের হাতের কাজ দেখেন। পরে কোচবিহার তাঁরা আইটিআই কলেজেও যান।
|
দাবি, আন্দোলন |
ভারত-বাংলাদেশ সীমান্তে তেতুলিয়া করিডর খুলে দেওয়ার দাবিতে আন্দোলনে নামল কোচবিহার জেলা বিজেপি। বৃহস্পতিবার কোচবিহার জেলাশাসক মোহন গাঁধীকে স্মারকলিপি দিয়ে বিজেপি’র অভিযোগ, তেতুলিয়া করিডর খুলে দেওয়ার জন্য কেন্দ্র বাংলাদেশের উপর চাপ তৈরি করছে না। অথচ এই করডির চালু হলে জলপাইগুড়ি থেকে চোপড়া ৮৭ কিামি দূরত্ব কমে যাবে। প্রয়োজনে এই নিয়ে আন্দোলনেও নামা হবে। |
|