l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
‘হচ্ছে-হবে’ প্রশাসনে দুঃখমোচন হবে কি
বরুণ দে • লালগড়
উন্নয়নের ওষুধে জঙ্গলমহলের ‘অ-সুখ’ সারাতে চাইছেন মুখ্যমন্ত্রী। সিদ্ধান্ত নেওয়া থেকে শুরু করে সরকারের প্রত্যেক কাজকর্মেও তিনি আনতে চাইছেন তড়িৎ-গতি। আন্তরিকতা বোঝাতে জুলাইয়ের পর ফের কাল, শনিবার জঙ্গলমহলে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ‘আঠারো মাসে বছরে’র প্রশাসনিক-রুটিনে বদল কি আর সহজ কাজ! লালগড়ের ধরমপুর অঞ্চলের চ্যামিটাড়া গ্রামের পদ্মলোচন পাল অন্তত মুখ্যমন্ত্রী-নির্দেশিত ‘দ্রুতি’র কোনও হদিস পাচ্ছেন না। মাসখানেক আগে কাজ চেয়ে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে লিখিত আবেদন করেছিলেন পদ্মলোচনবাবু।
পদ্মলোচনবাবু। সেই আবেদনের প্রেক্ষিতে তড়িঘড়িই পদক্ষেপ করেন মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিব (তাং ৭ সেপ্টেম্বর ২০১১)। আবেদনকারী যাতে অন্তত একশো দিনের প্রকল্পেও কাজ পান, সে জন্য দ্রুত পদক্ষেপ করার জন্য পশ্চিম মেদিনীপুরের জেলাশাসককে নির্দেশ দেন ওই সচিব।কিন্তু মাস ঘুরলেও এখনও কাজ পাননি পদ্মলোচন। এক দফতর থেকে অন্য দফতরে চিঠি দেওয়া-নেওয়াই শুধু চলছে। এই সময়ের মধ্যে প্রশাসনের কোনও প্রতিনিধিই তাঁর বাড়িতে আসেননি। হতাশায় ভুগছেন পদ্মলোচন।
বিস্তারিত...
মমতার নির্দেশে পাহাড়ে
রাস্তা মেরামতে তৎপরতা
কিশোর সাহা • শিলিগুড়ি
‘নিরাপত্তা’ নিশ্ছিদ্র করতে তাঁকে অনেক ঘুরপথে ব্যাংডুবি-মিরিক-সুখিয়াপোখরি দিয়ে দার্জিলিঙে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে ডুয়ার্সে যাওয়ার সময়েও ঘুম-তাকদা-মংপু রুটে চালসায় পৌঁছনো হয়েছে তাঁকে। কিন্তু, নিত্য জনতার ভিড়ে মিশে যিনি সুখ-দুঃখের কথা শুনে থাকেন, ঘুরপথে যাতায়াত করানোর আড়ালে ‘আসল ব্যাপার’ ধরে ফেলতে এতটুকুও সময় লাগেনি তাঁর। কারণ, তাঁর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী। তাই তিনি পাহাড় থেকে ডুয়ার্স চার দিনের সফরে যে কটি সমস্যার সমাধানের ব্যাপারে প্রশাসনকে ‘যুদ্ধকালীন তৎপরতায়’ কাজে নামার নির্দেশ দিয়েছেন তার প্রথমেই রয়েছে বেহাল রাস্তার হাল ফেরানোর বিষয়টি।ওই কাজে বিন্দুমাত্র গাফিলতি যে তিনি পছন্দ করবেন না, সেই ‘কড়া বার্তা’ও পৌঁছে গিয়েছে প্রশাসনের কাছে। কোথাকার রাস্তা, কোন দফতরের অধীনে রয়েছে তা নিয়ে ঠেলাঠেলিতে যাতে কাজে দেরি না-হয়, সেই ব্যাপারে সমন্বয়ের নির্দেশ দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবকে।পাহাড়ে এখন পর্যটকের ঢল। রাস্তা মেরামত আরও জরুরি হয়ে উঠেছে। তাই মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরে অপেক্ষা না-করে চার দিনের সফর চলাকালীনই জাতীয় সড়ক কর্তৃপক্ষ, পূর্ত দফতর, পার্বত্য পরিষদ ও এসজেডিএ-র সঙ্গে সমন্বয়ের কাজে নেমে পড়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী।
বিস্তারিত...
বাজেয়াপ্ত ১২টি বন্দুক, ধৃত ২
শুভ্রপ্রকাশ মণ্ডল • আদ্রা
তাপবিদ্যুৎকেন্দ্রের পরে এ বার এফসিআইয়ের গুদামে বেসরকারি নিরপত্তারক্ষীদের কাছ থেকে ‘বেআইনি’ বন্দুক বাজেয়াপ্ত করল পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত পুরুলিয়ার শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১২টি ‘বেআইনি’ বন্দুক বাজেয়াপ্ত করে। তারমধ্যে ৬টি বন্দুক উদ্ধার করা হয়েছে আদ্রার এফসিআইয়ের গুদাম থেকে। ভুয়ো লাইসেন্স নিয়ে বেআইনি বন্দুক ব্যবহার করার অভিযোগে বেসরকারি সংস্থার দু’জন নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করা হয়। রঘুনাথপুরের এসডিপিও দ্যুতিমান ভট্টাচার্য বলেন, “বুধবার রাত থেকে এ দিন দুপুর পর্যন্ত মোট ১২টি বেআইনি বন্দুক উদ্ধার করা হয়েছে। দু’জনকে গ্রেফতার করা হয়েছে।”এই নিয়ে গত দুই সপ্তাহে পুলিশ মোট ২২টি বন্দুক উদ্ধার করেছে। গ্রেফতার করা হয়েছে মোট ৯ জন।” বন্দুকের ভুয়ো লাইসেন্স নিয়ে নিরাপত্তা রক্ষীর কাজ করার অভিযোগে জাতীয় খাদ্য নিয়ামকের (এফসিআই) গুদামের ৬ জন বেসরকারি রক্ষীর বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ। বৃহস্পতিবার আদ্রার এফসিআই-এর গুদামে অভিযান চালিয়ে ৬টি বেআইনি বন্দুক উদ্ধার করেছে পুলিশ।
বিস্তারিত...
দলীয় সদস্যদের আনা
অনাস্থায় প্রধান অপসারিত
নিজস্ব সংবাদদাতা • চণ্ডীতলা
দলেরই সদস্যদের আনা অনাস্থায় হেরে গেলেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। দলীয় কোন্দলের জেরেই চণ্ডীতলা-২ ব্লকের নৈটি পঞ্চায়েতে এই পরিস্থিতি বলে দলের অন্দরের খবর। জেলা এবং রাজ্য নেতৃত্বকে বিষয়টি জানিয়েও ফল না হওয়ায় ক্ষুব্ধ প্রধান পঞ্চায়েতের সদস্য পদেও ইস্তফা দিয়েছেন। প্রশাসন সূত্রের খবর, ‘জমির দালালি’ নিয়ে অন্তর্বিরোধের জেরেই প্রধান সদস্য পদ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। দলীয় সূত্রে অবশ্য সরাসরি এ বিষয়ে মন্তব্য এড়িয়ে যাওয়া হয়েছে। তৃণমূলের জেলা সভাপতি তপন দাশগুপ্ত বলেন, “আমি সময় মতো দলের রাজ্য কমিটিকে পুরো বিষয়টি জানিয়েছিলাম।” ওই পঞ্চায়েতের প্রধান সুশান্ত কোলে এলাকায় ‘কাজের মানুষ’ হিসেবে ‘স্বচ্ছ ভাবমূর্তি’র মানুষ।কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী, পঞ্চায়েত প্রধান তিনিই হতে পারবেন, যিনি পঞ্চায়েতে পূর্ণ সময় দিতে পারবেন। সুশান্তবাবু ডানকুনির একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। পেশাগত কারণে তিনি ব্যস্ত থাকবেন বলে আশঙ্কা প্রকাশ করে সিপিএমের তরফে বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছিল।প্রশাসনিক তদন্তে জানা যায়, প্রধান রাতের শিফ্টে কারখানায় কাজ করেন। সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষ জানান, দায়িত্ব সামলাতে সমস্যা হবে না প্রধানের। সে ব্যাখ্যায় ‘সন্তুষ্ট’ প্রশাসন প্রধান পদের দায়িত্ব সামলানোর ব্যাপারে সবুজ সঙ্কেত দেন সুশান্তবাবুকেই।
বিস্তারিত...
ডোবায় মিলল কিশোরীর
দেহ, মৃত্যু ঘিরে রহস্য
নিজস্ব সংবাদদাতা • মিনাখাঁ
ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে মিনাখাঁর কুশাংড়া গ্রামে। প্রতিবেশী পাঁচ যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন ওই কিশোরীর বাবা। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, মাছের কারবারি নজরুল ইসলামের চার সন্তান। বুধবার সন্ধে সাড়ে ৬টা নাগাদ তাঁর এক মেয়ে লিলুফা খাতুন (১২) শৌচকর্মে যাবে বলে। দিদি নাজমা তাকে নিয়ে বাড়ির পিছনের শৌচালয়ে যায়। বেশ খানিকটা সময় পেরিয়ে গেলেও দুই মেয়ে না ফেরায় মা খায়রুল বিবি শৌচালয়ের দিকে গিয়ে দেখেন, সেখানে কেউ নেই। তাঁর চিৎকারে পাড়ার লোকজন জড়ো হয়ে যায়। খানিক ক্ষণ খোঁজাখুঁজির পরে শৌচালয় থেকে খানিকটা দূরে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায় অষ্টম শ্রেণির ছাত্রী নাজমাকে।কাছেই পড়ে ছিল লিলুফার একপাটি জুতো। আরও কিছুটা এগিয়ে ডোবার ধারে আর এক পাটি জুতো মেলে। লিলুফার সঙ্গে থাকা টর্চও পড়ে ছিল। গ্রামবাসীরা দেখেন, ডোবার এক ধারে ওই কিশোরীর দেহ পড়ে আছে। মাথা কাদায় পুঁতে রাখা। দুই বোনকেই নিয়ে যাওয়া হয় মিনাখাঁ হাসপাতালে।
বিস্তারিত...
ডোমকলে বাড়ছে পাচার, উদ্বিগ্ন প্রশাসন
নিজস্ব সংবাদদাতা • ডোমকল
সীমান্তে পাচারের রমরমা আবার আচমকা বেড়ে গিয়েছে বলে উদ্বিগ্ন ডোমকলের মানুষ। তবে পুলিশ প্রশাসন সে কথা মানতে নারাজ। মুর্শিদাবাদের অতিরিক্ত পুলিশ সুপার মৃণাল মজুমদার বলেন, “মাঝে মাঝেই অভিযান চালিয়ে গবাদি পশু পাচার কমানো হয়েছিল, কিন্তু এই টানা উৎসবের সময়টা জুড়ে পুলিশ ব্যস্ত থাকায় সেই সুযোগটাই নিয়েছে চোরাপাচারকারীরা। আমরা আবার অভিযানে নামব।” এলাকার বাসিন্দাদের বক্তব্য, সীমান্তের কিছু অংশ জুড়ে কাঁটা তারের বেড়া থাকায় এবং সীমান্তরক্ষীদের কড়া প্রহরার ফলে পাচার সম্প্রতি সত্যিই কমে গিয়েছিল। কিন্তু এখন পদ্মা সংলগ্ন এই অঞ্চলে যেখানে কাঁটা তারের বেড়া নেই, সেই এলাকা দিয়ে প্রকাশ্যে গবাদি পশু পাচার হচ্ছে। অবস্থা এমনই যে, গত সপ্তাহান্তে রানিনগরের মোহনগঞ্জে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরাও আক্রান্ত হয়েছিলেন পাচারকারীদের হাতে। কাতলামারি ২ পঞ্চায়েতের প্রধান কংগ্রেসের মহম্মদ মোল্লা বলেন, “পাচারকারীরা এতটাই দুঃসাহসী হয়ে উঠেছে যে বিএসএফের গায়েও হাত দিচ্ছে। ফলে এলাকার মানুষ তো ভয়ে অতিষ্ঠ।”
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
স্বাক্ষর সংগ্রহ অভিযান
উন্নয়ন চেয়ে মমতাকে বিজয়া
দক্ষিণবঙ্গ
সুটিয়ার ঘটনা মুখ্যমন্ত্রীকে জানাব, উপেন
এলাকায় শান্তি ফেরাতে
উদ্যোগ ব্লক প্রশাসনের
বর্ধমান
বাঁকুড়ার হোমে ঠাঁই
হল সদ্যোজাতের
মাটি কাটছে চোরেরা,
সঙ্কটে টাওয়ার
পুরুলিয়া
অস্থায়ী শ্রমিকদের ছাঁটাই,
আন্দোলনে বন্ধ কারখানা
স্কুলে ছাত্র ভর্তি
বন্ধ, বিক্ষোভ
মুর্শিদাবাদ
৩ মাস বেতন পাননি
জুনিয়র হাইস্কুলের
শতাধিক শিক্ষক
দীপাবলির দিন গোনা
শুরু হিলোড়ায়
মেদিনীপুর
মুখ্যমন্ত্রী আসছেন...
কী চাইছে জঙ্গলমহল
কলকাতা
৩৪.১/২৬.০
আজকের দিনে
•
১৯৪০:
ব্রিটিশ গায়ক
ক্লিফ রিচার্ডের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
এই সপ্তাহে হাওড়া প্রকাশিত হল না।
কলকাতার কথকতা নিয়ে শুরু হল
শুধুমাত্র আনন্দবাজার পত্রিকার এই সংস্করণে
মা দুর্গা আসছেন। কোটি কোটি দেবতা থাকতেও আবার কেন আর এক দেবীর সৃষ্টি হল? মহিষাসুর ভদ্রলোকটি-ই বা কেমন! জেন নেক্সট-সহ ছোটদের শোনানো হল
‘মা দুগ্গার গল্প’
। সঙ্গে দ্বিতীয় দফায়
‘শারদীয়ার বনেদিয়ানা’
ও
‘বিদেশে বন্দনা’
। সেই সঙ্গে ফিজিতে আয়োজিত একটি দুর্গাপুজোর বিস্তারিত বয়ান।
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.
বিস্তারিত...