সঠিক সময়ে সমীক্ষার কাজ শেষ না করায় শিশু শ্রমিক ভর্তি বন্ধ রয়েছে বাঁকুড়া জেলার শিশু শ্রমিক শিক্ষা কেন্দ্রগুলিতে। এর প্রতিবাদে বৃহস্পতিবার জেলা শিশু শ্রমিক প্রকল্প আধিকারিকের দফতরে বিক্ষোভ দেখালেন শিশু শ্রমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষক ও কর্মীরা। পরে তাঁদের সংগঠন ‘স্টাফ অ্যাসোসিয়েশন অব ন্যাশানাল চাইল্ড লেবার ওয়েলফেয়ার স্কুল’-এর তরফে ১৪ দফা দাবির একটি স্মারকলিপি দেওয়া হয় ওই আধিকারিককে।
সংগঠনের তরফে চিরঞ্জিত গরাই বলেন, “দীর্ঘদিন ধরে শিশু শ্রমিক ভর্তি বন্ধ রয়েছে স্কুলগুলিতে। |
সরকারের তরফে সমীক্ষা না করার জন্যেই এই ঘটনা ঘটেছে। জেলার ৬২টি শিশু শ্রমিক স্কুলের মধ্যে বেশ কয়েকটি পড়ুয়া শূন্য হয়ে পড়ে রয়েছে। তার উপরে আমরা গত সাত মাস ধরে শিক্ষক ও কর্মীরা ভাতা পাচ্ছেন না। সমস্যাগুলি দ্রুত সমাধানের দাবি জানানো হয়েছে।”
জেলা শিশু শ্রমিক প্রকল্প আধিকারিক শুভঙ্কর ঘোষ বলেন, “জনগণনা ও বিধানসভা নির্বাচনের জেরে শিশু শ্রমিক সমীক্ষার কাজ সময় মতো শেষ করা যায় নি। এই কারণে ভর্তি প্রক্রিয়া বন্ধ রয়েছে। তবে আশা করছি দ্রুত এই সমস্যার সমাধান হয়ে যাবে।” তিনি জানান, সময়মতো খরচের বিল জমা না করায় ১৫টি স্কুলের ভাতা দেওয়া হয়নি। তবে বাকি স্কুলগুলিতে ভাতা দেওয়া হয়েছে। |