পঞ্চাশ পড়ুয়ার দায় কার,
শুরু রাজ্য-এমসিআই
টানাপোড়েন |
নিজস্ব সংবাদদাতা, কলকাতা ও হলদিয়া: হলদিয়ার বিসি রায় মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের ভবিষ্যতের প্রশ্নে এ বার মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া (এমসিআই)-র সঙ্গে টানাপোড়েন শুরু হল রাজ্য সরকারের। হলদিয়ায় সদ্য চালু হওয়া ওই মেডিক্যাল কলেজ নির্মাণের ক্ষেত্রে পরিচালন-কর্তৃপক্ষ বিধিভঙ্গ করেছেন বলে গত বুধবার জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। এবং বিধি লঙ্ঘনের দায়ে এমসিআই যে সাময়িক ভাবে কলেজটির অনুমোদন প্রত্যাহার করে নিতে পারে, তেমন ইঙ্গিতও মিলেছে কাউন্সিলের তরফে। |
|
দরাজ মনের ডাক্তারকে ছাড়তে নারাজ লাখুরিয়া |
সৌমেন দত, মঙ্গলকোট: মাত্র এক বছরেই তিনি কাছের লোক হয়ে গিয়েছেন।
গলায় স্টেথো আছে, নামের আগে ডিগ্রি। কিন্তু এমনকী গাঁয়ের হাতুড়েদেরও যা হাঁকডাক আছে, তা তাঁর নেই। আছে শুধু গরিবগুরবো মানুষগুলোর প্রতি সমবেদনা।
বদলির ‘অর্ডার’ এসে গিয়েছে। কিন্তু কেউ তাঁকে যেতে দিতে রাজি নয়। বৃহস্পতিবার মঙ্গলকোটে লাখুরিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন কয়েকশো গ্রামবাসী। |
|
|
ছুটি দিল মেডিক্যাল কলেজ,
মাঝপথেই উঠল প্রসব যন্ত্রণা |
নিজস্ব সংবাদদাতা, কাটোয়া ও বর্ধমান: ‘অবস্থা খারাপ’ জানিয়ে প্রসূতিকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছিল মহকুমা হাসপাতাল। তারা আবার ‘মাসখানেকের মধ্যে প্রসব হবে না’ বলে ছুটি দিয়ে দেয় বলে অভিযোগ।
মাঝপথে প্রসব যন্ত্রণা। শেষমেশ সেই কাটোয়া মহকুমা হাসপাতালে ফিরেই স্বাভাবিক প্রসব হল প্রসূতির। ঘুরপাক খেয়ে হয়রান বৃহস্পতিবার প্রসূতির বাড়ির লোক দুই হাসপাতালেরই চিকিৎসক ও কর্তৃপক্ষের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলেছেন। |
|
|
খাদ্যে বিষক্রিয়া, পাড়ুইয়ে
আট শিশু-সহ
অসুস্থ ৫২ |
|
বর্ধমানে স্বাস্থ্য উপনগরী
জমি নিয়ে জট কাটাতেই
হিমশিম খাচ্ছে প্রশাসন |
|
|
রোগীর মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগ |
|
|