টুকরো খবর |
মুরারইয়ে পথ অবরোধ, ঘেরাও ফাঁড়ি
নিজস্ব সংবাদদাতা • মুরারই |
নিখোঁজ এক যুবকের তল্লাশিতে পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ হয়ে ফাঁড়ি ঘেরাও করলেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটে মুরারই থানার পাইকর ফাঁড়িতে। বছর বাইশের ওই নিখোঁজ যুবকের নাম সবুরাতি শেখ। তাঁর বাবা হোসেন শেখ জানান, তাঁর ছেলে ৩ অক্টোবর দুপুরে ওই থানার মুকলিসপুরে শ্বশুরবাড়ি গিয়েছিলেন। তার পর থেকে ছেলে বাড়ি ফেরেননি। হোসেন শেখের অভিযোগ, “খোঁজ নিয়ে জানতে পারি সোমবার বিকেলের দিকে ছেলে শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে এসেছে। পরে স্থানীয় বাসিন্দারা আমাকে জানান, ওই দিন রাত পর্যন্ত ছেলের মুকলিসপুরে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছে। কিন্তু সব জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাইনি। শুক্রবার থানায় নিখোঁজের ডায়েরি করি। তবে পুলিশ শুধু দেখছি দেখছি করে কাটিয়ে দিচ্ছে।” এই অভিযোগে, এ দিন এলাকার বাসিন্দারা প্রথমে ফাঁড়ির সামনে মুরারই-জঙ্গিপুর রাস্তা অবরোধ করেন। এক ঘণ্টা পরে অবরোধ তুলে নিয়ে তাঁরা ফাঁড়ি ঘেরাও করেন। রাত পর্যন্ত ঘেরাও চলে। পরিস্থিতি সামাল দিতে ফাঁড়িতে আরও পুলিশ যায়। পুলিশ জানায়, নিখোঁজ যুবকের খোঁজে সন্ধান চালাচ্ছি। অভিযোগ ভিত্তিহীন। এসডিপিও (রামপুরহাট) অভিরুব রভীন্দ্রনাথ বলেন, “ঘটনার কথা জানতে পেরে ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে।”
|
সরকারি কাজে বাধা, ধৃত ১০
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
সরকারি কাজে বাধা দেওয়া, পুলিশের উপরে হামলা চালানোর অভিযোগে ১০ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে ৯ জনই মহিলা। বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটে বোলপুর থানার শিমুলিয়া গ্রামে। পুলিশ জানায়, ধৃতদের এ দিন বোলপুর আদালতে হাজির করানো হয়। সরকারি আইনজীবী সুদীপ সরকার জানান, বিচারক ধৃতদের ১৪ দিন জেলহাজতে রাখার নির্দেশ দিয়েছেন। বীরভূম জেলা পুলিশ নিশাত পারভেজ বলেন, “শিমুলিয়া গ্রামে একটি মারামারির ঘটনায় তাকির শেখ ও কালো শেখ নামে দু’জন জড়িত ছিলেন বলে অভিযোগ। তাকিরকে এ দিন ভোরেই গ্রেফতার করা হয়। পরে কালো শেখকে ধরতে গেলে তাঁর পরিবারের লোকেরা পুলিশের হামলা করেন। ওই ঘটনায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।” এসডিপিও (বোলপুর) দেবস্মিতা দাসের নেতৃত্বে বোলপুর থানা থেকে আরও পুলিশ নিয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
|
তোলাবাজির অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • সিউড়ি |
তৃণমূলের নাম করে বোলপুর থানা এলাকায় টাকা তোলা হচ্ছে। বৃহস্পতিবার এমনই অভিযোগ করলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার সিউড়িতে তিনি বলেন, “বোলপুর থানা এলাকায় চার জন দলের নামে টাকা তুলছেন বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। টাকা না দিলে হুমকি দেওয়া হচ্ছে। বিষয়টি আমরা পুলিশকে জানিয়েছে। তাঁদের সঙ্গে তৃণমূলের যোগ নেই।” বীরভূম জেলা পুলিশ সুপার নিশাত পারভেজ বলেন, “বিষয়টি শুনেছি। সুনির্দিষ্ট অভিযোগ আছে কি না সংশ্লিষ্ট থানার সঙ্গে যোগাযোগ করা হবে।” অভিযুক্তদের মধ্যে নাজিবুল হক নামে এক ব্যক্তির অবশ্য দাবি, “আমি তৃণমূলের জেলা সংখ্যালঘু সেলের সম্পাদক। আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন।”
|
দু’টি দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
আদ্রা-চাণ্ডিল শাখার টামনা স্টেশনের কাছে রেললাইনের ধার থেকে বৃহস্পতিবার এক ব্যক্তির দেহ উদ্ধার করল পুলিশ। মৃতের নাম চাঁদু কালিন্দী (৩৫)। বাড়ি পুরুলিয়া ১ ব্লকের রায়বাঁধ গ্রামে। কোনও পণ্যবাহী ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে রেল পুলিশের অনুমান। অন্য দিকে এ দিনই রাঁচি ডিভিশনের ঝালদা ও কোটশিলা স্টেশনের মাঝামাঝি এলাকায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে।
|
ট্রাকের ধাক্কায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • নলহাটি |
ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক বালকের। পুলিশ জানায়, মৃতের নাম নিবাস মাল (৮)। বাড়ি মুরারই থানার করমজি গ্রামে। বুধবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে পানাগড়-মোড়গ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে, নলহাটি থানার মহেশপুর ক্যানালের কাছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরিবারের সদস্যদের সঙ্গে রাস্তা পার হওয়ার সময়ে ট্রাকটি নিবাসকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
|
স্মারকলিপি
নিজস্ব সংবাদদাতা • নলহাটি |
যে কোনও ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে থানায় স্মারকলিপি দিলেন নলহাটি ১ ব্লক বিজেপি নেতৃত্ব। স্থানীয় নেতা অনিল সিংহ ছাড়া, জেলা নেতৃত্ব শুভাশিস চৌধুরী-সহ দলের প্রায় শ’দুয়েক কর্মী থানায় গিয়েছিলেন। নলহাটি থানার অফিসার ইনচার্জ সন্দীপ চট্টরাজ বলেন, “পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত করে। সুনির্দিষ্ট অভিযোগ পেলে পুলিশ অপরাধীদের গ্রেফতারও করে।”
|
বধূর অপমৃত্যু
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক বধূর। পুলিশ জানায়, মৃতার নাম অন্নপূর্ণা সিংহ (২০)। বাড়ি রামপুরহাট পুরসভার মাঠপাড়া এলাকায়। বুধবার সকালে জখম অবস্থায় ওই বধূকে রামপুরহাট হাসপাতালে ভর্তি করানো হয়। সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। |
|