|
|
|
|
স্বাক্ষর সংগ্রহ অভিযান |
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
উত্তর দিনাজপুরের পুলিশ সুপার দীপঙ্কর ভট্টাচার্যের সমর্থনে রাস্তায় নেমে গণস্বাক্ষর অভিযান শুরু করলেন রায়গঞ্জের একাংশ বাসিন্দা। বৃহস্পতিবার রায়গঞ্জ পুর বাসস্ট্যান্ড এলাকায় শিবির করে ওই স্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু হয়েছে। পুজোয় শহরের আইনশৃঙ্খলার ভেঙে পড়ার অভিযোগ নিয়ে স্থানীয় কংগ্রেস বিধায়ক মোহিত সেনগুপ্ত জেলা পুলিশ সুপারকে একটি অনুষ্ঠানে তুলোধনা করেন। দু’জনের বচসা হয়। কংগ্রেস বিধায়কের অপমানের অভিযোগ তুলে আন্দোলনে নামে। মুখ্যসচিব থেকে বিভিন্ন মহলে অভিযোগপত্র দিতে পুলিশ সুপারের শাস্তির দাবি তোলে কংগ্রেস। তবে পুলিশ সুপারের পাশে দাঁড়ায় তৃণমূল। আন্দোলনকারীদের পক্ষে উলিপাড়ার বাসিন্দা তাপস চোঙদার বলেন, “আমরা কোনও রাজনৈতিক দলের হয়ে আন্দোলনে নামিনি। পুলিশ সুপার রাজনৈতিক চক্রান্তের শিকার। তাঁকে বদলির করার চেষ্টা হচ্ছে। উনি সৎ, কাজের মানুষ। আমরা পুলিশ সুপারের সমর্থনে ৫ হাজার স্বাক্ষর সংবলিত একটি স্মারকলিপি মুখ্যমন্ত্রীকে পাঠাচ্ছি।” স্বাক্ষর সংগ্রহের পিছনে তৃণমূল রয়েছে বলে কংগ্রেসের তরফে বলা হয়েছে। জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পবিত্র চন্দ বলেছেন, “তৃণমূল জলার নেতারা তাঁদের শাখা সংগঠনের সদস্যদের স্বাক্ষর সংগ্রহ অভিযানে নামিয়েছে। যে পুলিশ সুপার বিধায়ককে অপমান করেন, তার পাশে তৃণমূলের দাঁড়ানোটা সঠিক রুচির রাজনীতি নয়। তৃণমূলের জেলা সভাপতি অসীম ঘোষ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “পুলিশ সুপারের সমর্থনে যাঁরা গণস্বাক্ষর সংগ্রহ অভিযানে নেমেছেন, তাঁদের সঙ্গে দলের সম্পর্ক নেই। কেউ তৃণমূলের সমর্থক হতেই পারে। কংগ্রেস বিধায়ক পুলিশ সুপারের সমালোচনা করে জনসংযোগ হারিয়েছেন। পুলিশ সুপারের কাজকর্মকে নীতিগত সমর্থন করছি।” যাঁকে নিয়ে এ কান্ড সেই জেলা পুলিশ সুপার বলেন, “কে কোথায় অভিযোগ করল বা কোথায় গণস্বাক্ষর সংগ্রহ শুরু করল তা নিয়ে মাথা ঘামিয়ে সময় নষ্ট করতে চাই না।” |
|
|
|
|
|