Content on this page requires a newer version of Adobe Flash Player.
Content on this page requires a newer version of Adobe Flash Player.
l
Sicily Villas & Apartments
l
Registrar nombre del dominio
l
Domain Registration
পুজো-প্রস্তুতির স্থিরচিত্র
‘আগমনীর আলোয়’
পুজোয় জামা চাই না,
টাকা তুলে বন্ধুকে দিল ছাত্ররা
কিংশুক গুপ্ত • ঝাড়গ্রাম
ওরা কেউই পুজোয় নতুন পোশাক চায় না। কোথাও বেড়াতেও যাবে না। প্রিয় বন্ধু সুস্থ হয়ে ফিরে আসুক, একটাই প্রার্থনা। বন্ধুর চিকিৎসার জন্য ওরা তহবিল গড়েছে। নতুন জামাকাপড়ের টাকা জমা পড়ছে সেই তহবিলে। ওরা সবাই ঝাড়গ্রামের কুমুদকুমারী ইনস্টিটিউশনের একাদশ শ্রেণির বিজ্ঞান শাখার ছাত্র। ওদেরই এক সহপাঠী সুব্রত বারিক অস্থির ক্যানসারে ভুগছে। বৃহস্পতিবারই চিকিৎসার জন্য মুম্বই রওনা হয়েছে সুব্রত। শিক্ষক-শিক্ষাকর্মী, অন্য স্কুলের পড়ুয়া-শিক্ষক, সমাজের নানা স্তরের মানুষ ও প্রতিষ্ঠানের দুয়ারে দুয়ারে ঘুরে অর্থ সংগ্রহ করছে ওরা। আপাতত সংগৃহীত হাজার পঞ্চাশেক টাকা নিয়েই পরিজনেরা সুব্রতকে নিয়ে রওনা হয়েছেন মুম্বই। সুব্রতর বাড়ি ঝাড়গ্রামের বাঁধগোড়ার নেকড়াশুলি গ্রামে। বাবা নিতাইবাবু বাজারে সব্জি বিক্রি করেন। যৎসামান্য আয়। একমাত্র ছেলের চিকিৎসা করাতে না পারার যন্ত্রণা কুরে কুরে খাচ্ছিল। ক্লাস নাইনে পড়ার সময়েই সুব্রতর ক্যানসার ধরা পড়ে। এক বার ভেলোরের হাসপাতালে ছেলেকে নিয়েও গিয়েছিলেন নিতাইবাবু। কিন্তু টাকার অভাবে চিকিৎসা চালাতে পারছিলেন না।
বিস্তারিত...
কঙ্কাল মামলায় হাইকোর্টে জামিন হল না সুশান্তের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক সুশান্ত ঘোষের বিরুদ্ধে ওঠা অভিযোগের সারবত্তা আছে বলেই মনে করছে কলকাতা হাইকোর্ট। এই অবস্থায় বৃহস্পতিবার তাঁর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে তারা। গড়বেতা-৩ ব্লকের দাসেরবাঁধ বেনাচাপড়ায় কঙ্কাল উদ্ধারের মামলায় সুশান্তবাবুকে গ্রেফতার করা হয়। তার পর থেকে প্রায় ৫০ দিন জেল-হাজতে আছেন তিনি। তদন্ত শেষ করে ওই মামলায় আদালতে চার্জশিট পেশ করেছে সিআইডি। তার পরে জামিনের আর্জি জানান প্রাক্তন মন্ত্রী। ঘটনার গুরুত্ব বিচার করে হাইকোর্টের প্রধান বিচারপতি জে এন পটেল এবং বিচারপতি অসীম রায়ের ডিভিশন বেঞ্চ এ দিন সেই আবেদন খারিজ করে দেয়। তাদের বক্তব্য, প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে যে-অভিযোগ উঠেছে, তার সারবত্তা রয়েছে বলে তারা মনে করছে। চার্জশিটে সুশান্তবাবুর বিরুদ্ধে দাঙ্গা ও সশস্ত্র দাঙ্গা, অস্ত্র দিয়ে মারধর, খুন, হত্যার চেষ্টা, আত্মহত্যায় প্ররোচনা, বড়ি ভাঙা, বেআইনি জমায়েত এবং খুনের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। আদালতে জমা দেওয়া কেস ডায়েরি অনুযায়ী ২০০২ সালের ২২ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে ১০টার মধ্যে পশ্চিম মেদিনীপুরের পিয়াশালা গ্রামে তৃণমূলের অফিস খোলা এবং পতাকা তোলার জন্য কয়েক জন জড়ো হন।
বিস্তারিত...
কলকাতার কথকতা
নিয়ে শুরু হল
শুধুমাত্র আনন্দবাজার পত্রিকার এই সংস্করণে
দুই থানার জাঁতাকলে জেরবার পুত্রহারা বাবা
শুভাশিস ঘটক • কলকাতা
কোন থানা? এক কিশোরের দেহ পড়েছিল দুই থানার সীমানা এলাকায়। পুত্রহারা বাবা অভিযোগ জানাতে গিয়ে দুই থানায় ছুটে বেড়ালেন। বুধবার সকাল থেকে রাত পর্যন্ত চলল পুলিশের টালবাহানা। ঘটনাস্থল আসলে কোন থানার অধীন, সে ব্যাপারে স্পষ্ট ধারণা ছিল না কোনও থানারই। সেই জন্যই এই অকারণ হয়রানি। মঙ্গলবার বিকেলে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার অর্জুনা গ্রামের বাড়ি থেকে সাইকেল নিয়ে স্থানীয় একটি দোকানে সার কিনতে গিয়েছিল সিরাজ খান (১৫)। অর্জুনা গ্রামটি বারুইপাড়া থানা এলাকায়। পরের দিন সকালে একটি পুকুরে তার দেহ ভাসতে দেখা যায়। এই পুকুরটি ট্যাংরাবেড়িয়া গ্রামে। এই গ্রামটি জীবনতলা থানার অধীনে। আবার বারুইপুর থানা এলাকারও সীমান্তে। বুধবার সকালে ওই সারের দোকানের উল্টোদিকের পুকুরে মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা জীবনতলা থানার অধীনে ঘুটিয়ারিশরিফ ফাঁড়িতে খবর দেন। ঘুটিয়ারিশরিফ ফাঁড়ির তদন্তকারী অফিসাররা গিয়ে সিরাজের মৃতদেহ উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ময়না-তদন্তে পাঠান। প্রাথমিক ভাবে হাসপাতালের চিকিৎসকেরা জানান, মৃতের পেটে কোনও জল পাওয়া যায়নি। শরীরেও কোনও আঘাতের চিহ্ন মেলেনি। পরে সারের দোকান থেকে সিরাজের সাইকেলটি উদ্ধার করে পুলিশ। এর পরেই মৃতের বাবা আকবর আলি খান ছেলের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সারের দোকানের মালিক মোহন বণিককে দায়ী করেন।
বিস্তারিত...
মানুষকে ‘ধন্যবাদ’ জানাতে
বসিরহাট যাবেন মুখ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
প্রচারে যেতে পারেননি। কিন্তু ৩৪ বছর পরে বসিরহাটের একটি বিধানসভা আসন জয়ের জন্য এলাকার মানুষকে ‘কৃতজ্ঞতা’ জানাতে যাবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বসিরহাট উত্তরের সদ্যজয়ী তৃণমূল বিধায়ক এ টি এম আবদুল্লাকে (রনি) দলনেত্রী বলেছেন, বিজয় সমাবেশে তিনি নিজেই উপস্থিত থাকতে চান। নবনির্বাচিত বিধায়ককে আপাতত মানুষের পাশে নিজের এলাকাতেই থাকতে পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বসিরহাট উত্তরের উপনির্বাচনে ৩০ হাজার ৯৪১ ভোটে জিতেছেন আবদুল্লা। অবিভক্ত বসিরহাট আসনটি ৩৪ বছর ধরে সিপিএমের হাতে ছিল। সংলগ্ন হাসনাবাদও (যেখান থেকে কিছু অংশ সীমানা পুনর্বিন্যাসের ফলে বসিরহাট উত্তরে ঢুকেছে) দীর্ঘ দিন ছিল সিপিএমের দখলে। চার মাস আগের বিধানসভা নির্বাচনেও নতুন বসিরহাট উত্তর কেন্দ্রটি সিপিএম-ই দখলে রেখেছিল। উপনির্বাচনে সেই আসনটি সিপিএমের কাছ থেকে বিপুল ব্যবধানে ছিনিয়ে নেওয়ার ফলে ওই এলাকার তৃণমূল এবং কংগ্রেস কর্মীদের মধ্যে স্বভাবতই ‘আবেগ’ অনেক বেশি।
বিস্তারিত...
বন্ধ দলীয় অফিস খুলতে গিয়ে আক্রান্ত ফব সাংসদ
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার
তালাবন্ধ পার্টি অফিস খোলাতে গিয়ে হামলার মুখে পড়লেন কোচবিহারের ফরওয়ার্ড ব্লক সাংসদ নৃপেন রায়। বৃহস্পতিবার সকালে কোচবিহারের সিতাই থানার জোরাম এলাকার ঘটনা। ফরওয়ার্ড ব্লকের অভিযোগ, হামলাকারীরা তৃণমূল সমর্থক। তারা সাংসদের গাড়িও ভাঙচুর করেছে। ওই কার্যালয়ের দখলও নিয়েছে তৃণমূল। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এ দিন দুপুর থেকে সিতাই থানার সামনে অনশনে বসেন নৃপেনবাবু। তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ফব-র রাজ্য সম্পাদক অশোক ঘোষ। রাজ্যের শাসক দলকে হুঁশিয়ারি দিয়ে অশোকবাবু বলেন, “এই ঘটনায় আমরা স্তম্ভিত। সাংসদের উপরে হামলা হচ্ছে, খবর পেয়ে প্রথমে বিশ্বাসই করতে পারিনি! মুখ্যমন্ত্রী বুধবারই বলেছেন, কোথাও রাজনৈতিক দলের কার্যালয়ে যেন হামলা না হয়। তারপরেই সিতাইয়ে আমাদের কার্যালয় দখল করা হল! মুখ্যমন্ত্রীকে অনুরোধ, যা তিনি মুখে বলছেন, কাজেও যেন তা-ই হয়। নইলে পরিণতি ভয়ঙ্কর হবে!” অভিযোগ অস্বীকার করে তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের দাবি, “ফব-র গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই ওই অফিসে তালা ঝোলে।
বিস্তারিত...
বৃক্ষরোপণের ডাক দিয়ে সেজে উঠছে পুজোমণ্ডপ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর
অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে না। কিন্তু যে ভাবে বনভূমি, গাছপালা সাফ হতে শুরু করেছে তা ভবিষ্যতে ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে। এই দুশ্চিন্তাই তাড়া করে বেড়াচ্ছে গোটা বিশ্বকে। বিশ্বজুড়েই ‘গ্লোবাল ওয়ার্মিং’ নিয়ে নানা গবেষণা, আলোচনা, তার থেকে বাঁচার পথ খুঁজতে ব্যস্ততা। আরও আরও গাছ লাগানো ছাড়া যে পরিত্রাণের পথ নেই, তাও সবারই জানা। পুজোর দর্শককেও সেই কথাটাই আবার স্মরণ করিয়ে দিতে চাইছে মেদিনীপুর শহরের শরৎপল্লি নাগরিক সমিতি। যাদের পুজোর প্যান্ডেল হচ্ছে বাকিংহাম প্যালেসের আদলে। আর ২৫টি বড় ফ্লেক্সে নানা ভাবে ফুটিয়ে তোলা হচ্ছে বৃক্ষরোপণ-প্রসঙ্গ। একটি গাছ কত পরিমাণ অক্সিজেন দেয়, কত পরিমাণ কার্বন-ডাই-অক্সাইড শোষণ করে, এক জন প্রাপ্তবয়স্ক মানুষের বেঁচে থাকতে দৈনিক কত পরিমাণ অক্সিজেন প্রয়োজন, কত গাছ লাগালে কত মানুষ কী ভাবে উপকৃত হবেন--এ সবই তথ্য-পরিসংখ্যানে তুলে ধরা হচ্ছে। পাশাপাশি তুলে ধরা হচ্ছে কী ভাবে জঙ্গল শেষ হয়ে যাচ্ছে, তার পরিণাম কতটা মারাত্মক, তা-ও। আয়োজন করা হচ্ছে পরিবেশ-বিষয়ক ক্যুইজও। যে ক্যুইজে বিভিন্ন স্কুলের পড়ুয়ারা তো বটেই অংশ নিতে পারবে প্রাপ্তবয়স্করাও।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
কেএলও-নামে টাকা
তোলার অভিযোগ, ধৃত
দেওয়াল ধসে জখম মহিলা
দক্ষিণবঙ্গ
নিত্যনতুন পরীক্ষা-নিরীক্ষা
নিয়েই ব্যস্ত শিল্পী সুকুমার
২৯টি অবৈধ ‘হাম্প’ ভেঙে দিল প্রশাসন
বর্ধমান
মাছের ঝাল, পুঁই চিংড়ি
দিয়েই ভোগ হয় দেবীর
ভূমিকম্পের ধ্বংসস্তূপে মাথা তুলছে শিবমন্দির
পুরুলিয়া
পুজোয় সব কাজ থেকে দূরে থাকে কেশরগড়
পথবাতি সারানোর
দাবি রামপুরহাটে
মুর্শিদাবাদ
সরকারি নির্দেশের
পাশ কাটিয়ে মালিক
শ্রমিক সংগঠনের রফা
দেবীর ভোগে এখনও
বাধ্যতামূলক মাছের ঝোল
মেদিনীপুর
শিল্পনৈপুণ্যে টেক্কা দিতে
তুমুল লড়াই তমলুকে
পুজোর থিমে অণ্ণার অনশনও
কলকাতা
৩৪.৩ /২৫.৯
আজকের দিনে
•
১৯৭২:
গায়ক শানের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
বাঙালি আর দুর্গাপুজো সমার্থক। বিদেশেও যে ভরপুর রয়েছে বাঙালিয়ানা, তার প্রমাণ বিভিন্ন দেশে পুজোর আয়োজন। সেই সব মাতৃ আরাধনার খুঁটিনাটি নিয়ে মাঝ-মাসের
হাওয়াবদলে
‘বিদেশে বন্দনা’
।
সঙ্গে শারদীয় উত্সবের প্রস্তুতি ও নেপথ্যের বিভিন্ন মনকাড়া খবর নিয়ে সাজানো হল প্রাক-পুজোর নৈবেদ্য
‘শারদ সংবাদ’।
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.