১ ঠোঁট, ‘ভাঙিয়া মিলিয়া
যায় দুইটি---এ’।
৩ মান্য লোকের উদ্দেশে,
যেমন সমীপেষু।
৫ সংকল্প নেওয়া হয়েছে।
৮ পাকা বাড়ি।
৯ সকলের গ্রহণযোগ্য হালকা গান।
১১ স্যাকরার ঠুকঠাক, এর এক ঘা।
১২ দীর্ঘ, লম্বাটে।
১৪ যার রসবোধই নেই।
১৬ মধুর ধ্বনি।
২০ ঝগড়া করতে ভালবাসে এমন।
২২ মধ্য এশিয়ার এক জাতি।
২৩ সামুদ্রিক কীট থেকে জাত
লাল রঙের রত্ন।
২৪ ‘---ধরিতে দিয়ো গো আমারে,
নিয়ো না সরায়ে’।
২৫ কাচের বড় শিশি।
২৭ লতাপাতার মণ্ডপ।
২৮ বুদ্ধদেব।
৩০ রাজ্যের এক মাওবাদী অধ্যুষিত এলাকা।
৩২ শক্ত নয়, কোমল।
৩৫ শিষ্টতাহীন, অভদ্র।
৩৬ নতুন নির্ঘণ্ট বা ফর্দ।
৩৮ ‘খোকাবাবুর---’।
৪০ ‘---হল সারা, বাজে বিদায় সুর’।
৪১ শাস্ত্রীয় নিয়মের প্রতি শ্রদ্ধাবান।
৪২ ‘শরৎ-আলোর---বনে’। |
|
১ ‘শ্রীকান্ত’ যে দিদিকে মুসলমান জানত,
তিনি আসলে ব্রাহ্মণকন্যা।
২ এক রকম লাল ফুল।
৩ কথ্যে ভাসুরকে বলে।
৪ প্রাচুর্যপূর্ণ, ব্যয়---।
৫ চিরবর্তমান, শাশ্বত।
৬ স্বর্ণময় পর্বত।
৭ এক রকম রুটি তৈরির উনুন।
১০ নিঃসঙ্গতা, একাকীত্ব।
১৩ লগ্নি করা।
১৫ তিক্ত বা কষযুক্ত স্বাদ।
১৭ দখল করে আছে।
১৮ সর্বদা, হরঘড়ি।
১৯ চলিত নয় এমন।
২১ যে পশুপাখির ডাক নকল করতে পারে।
২৩ দীপাধার, প্রদীপ যে দণ্ডের
উপর রাখা হয়।
২৬ বাগ্ধারায় গুণবতী ও
নম্রা নারী, মিষ্টান্নও।
২৭ অলংকার, শ্রেষ্ঠ বস্তু।
২৯ যেখানে যেতে হবে।
৩১ প্রতিষ্ঠালাভ করেছে।
৩৩ বুদ্ধিদীপ্ত।
৩৪ বাজে কথা বলে বিরক্তি উৎপাদন করা।
৩৫ কুমারী।
৩৭ শ্রেণি, পঙ্ক্তি।
৩৯ বর্ধনকারী, ছেদক। |